আজ আমি টিউনস করব কিভাবে জাতীয় পরিচয় পত্র (NID)র হারানো আবেদন ফরম পূরন করবেন। এই টিউনস টি টিটি আগেই প্রকাশ করেছি। কিন্তু যারা মিস করেছেন তাদের জন্য। জাতীয় পরিচয় পত্র (NID)র হারানো কার্ডের উপর আমার প্রথম টিউনসটি ছিল জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কিভাবে উঠাতে হয়। এই টিউনসটি পড়তে ক্লিক করুন এখানে আর ভিডিও দেখার জন্য ভিডিও উপর ক্লিক করুন।
আর কথা নয়। শুরু করি আজকের টিউনস কিভাবে জাতীয় পরিচয় পত্র (NID)র হারানো আবেদন ফরম পূরন করবেন। যারা হারানো আবেদন ফরম সংগ্রহ করতে পারেন নাই তারা উপরের ভিডিও টি তে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশন বক্সের ফরমের লিংক থেকে ডাউনলোড করতে পারেন
১) প্রথমে ক্যাটাগরি সাধারণ অথবা জরুরী যে কোন একটি সিলেকট করে টিক দিতে হবে।
২) নামের ঘরে আইডি কার্ডে যে নাম আছে সেই নামটি লিখতে হবে।
৪) জন্ম তারিখের ঘরে আইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ লিখতে হবে।
৫) আবেদন ফরমের ৫-১৪ নাম্বার পর্যন্ত ফিল্ডগুলো পূরণ না করলেও চলবে। এই ফিল্ডগুলো ম্যানডেটরি না।
৬) আবেদন ফরমের ১৫ নাম্বারে ফি হিসাবে টাকার পরিমান, ব্যাংকের নাম এবং নির্বাচন কমিশনের নাম লিখতে হবে।
৭) আবেদনকারীর নাম এবং স্বাক্ষর দিতে হবে।
৮) জমাদানের তারিখ উল্লেখ করতে হবে।
৯) আবেদন ফরমের ১৬ নাম্বার ফিল্ডে কিছু লিখার দরকার নাই।
১০) অংশ (খ) ফরম ৬ এই অংশে ফিল্ডে কিছু লিখার দরকার নাই।
১০) অংশ (ক) ফরম ৬ এই অংশে কার্ডের নাম এবং নাম্বার লিখতে হবে।
পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ Zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে।
সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আর টিউনসে টিউমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
online এ আবেদন করলে প্রসেস হতে অনেক দেরী হয়। সরাসরি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন। জন্ম তারিখ সংশোধনের জন্য কয়েকটা step follow করে। তবে যদি ssc পাস হয় তাহলে কোন সমস্যা হয় না। জন্ম তারিখ সংশোধনের উপর আমার ভিডিও আসছে। channel এর সাথেই খাকুন। ধন্যবাদ