আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করতে আসলাম। আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টিউনসে আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। তাই আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করছি। আমার প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় টিউনস যারা পড়তে পারেন নাই তারা প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। এছাড়া যারা জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর বিষয়ে ভিডিও দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেল Tell 4 You তে ঢুকে দেখে আসতে পারেন। প্রথম টিউনসে জাতীয় পরিচয় পত্র (NID) হারানো কার্ড উঠানোর জন্য ৪টি ধাপের কথা বলেছিলাম, তার মধ্যে হারানো আবেদন ফরম পূরণ করা ছিল একটি ধাপ। আজ আমি টিউনস করব কিভাবে জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য হারানো আবেদন ফরম পূরণ করতে হয়।
জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য হারানো আবেদন ফরম টি যারা সংগ্রহ করতে পারেন নাই তারা আমার প্রথম টিউনস টি দেখে নিতে পারেন। আমার চ্যানেল Tell 4 You তে হারানো আবেদন ফরমের ডাউনলোড লিং দেওয়া আছে।
তাহলে শুরু করি,
১) প্রথমে ক্যাটাগরি সাধারণ অথবা জরুরী যে কোন একটি সিলেকট করে টিক দিতে হবে।
২) নামের ঘরে আইডি কার্ডে যে নাম আছে সেই নামটি লিখতে হবে।
৩) ভোটার নাম্বার অথবা আইডি নাম্বার যে কোন একটি নাম্বার লিখতে হবে
৪) জন্ম তারিখের ঘরে আইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ লিখতে হবে।
৫) আবেদন ফরমের ৫-১৪ নাম্বার পর্যন্ত ফিল্ডগুলো পূরণ না করলেও চলবে। এই ফিল্ডগুলো ম্যানডেটরি না।
৬) আবেদন ফরমের ১৫ নাম্বারে ফি হিসাবে টাকার পরিমান, ব্যাংকের নাম এবং নির্বাচন কমিশনের নাম লিখতে হবে।
৭) আবেদনকারীর নাম এবং স্বাক্ষর দিতে হবে।
৮) জমাদানের তারিখ উল্লেখ করতে হবে।
৯) আবেদন ফরমের ১৬ নাম্বার ফিল্ডে কিছু লিখার দরকার নাই।
১০) অংশ (খ) ফরম ৬ এই অংশে ফিল্ডে কিছু লিখার দরকার নাই।
১০) অংশ (ক) ফরম ৬ এই অংশে কার্ডের নাম এবং নাম্বার লিখতে হবে।
জাতীয় পরিচয় পত্র NID হারানো আবেদন ফরম পূরণ করার সম্পূর্ন প্রক্রিয়া videoতে দেখতে
আর জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে আরও টিউটোরিয়াল পেতে আমার Youtube channel subscribe করতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আর টিউনসে টিউমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।