আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করতে আসলাম। আমার প্রথম এবং দ্বিতীয় টিউনসে আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। তাই আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করছি। আমার প্রথম এবং দ্বিতীয় টিউনস যারা পড়েন নাই তারা প্রথম এবং দ্বিতীয় লেখাতে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া যারা জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর বিষয়ে ভিডিও দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেল Tell 4 You তে ঢুকে দেখে আসতে পারেন। প্রথম টিউনসে জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য ৪টি ধাপের কথা বলেছিলাম, তার মধ্যে টাকা জমা দেওয়া ছিল একটি ধাপ। আজ আমি টিউনস করব কিভাবে সোনালী ব্যাংকে জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য টাকা জমা দিতে হয়।
তাহলে শুরু করি,
১) প্রথমে জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য সোনালী ব্যাংকের নির্দিষ্ট ফরম টি সংগ্রহ করতে হবে। এই ফরমটি সোনালী ব্যাংকের যেকোন শাখায় পাওয়া যায়। এছাড়া আমার ইউটিউব চ্যানেল Tell 4 You তে ঢুকে ভিডিওর drescribtion box এ ফরমের লিংকে থেকে নামিয়ে নিতে পারেন।
২) ফরম সংগ্রহ করার পর এটি পূরণ করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা দিতে হবে। ফরম পূরণ করার পুরো প্রক্রিয়া ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন।
৩) সোনালী ব্যাংকের মাধ্যমে দুইটা ক্যাটাগরিতে টাকা জমা দিতে হয়। একটা হল সাধারণ আর একটা হল জরুরী। এখানে সাধারণ বলা হচ্ছে যেটা সেটা হল উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় পত্র (NID) জন্য যে আবেদন করা হয় সেটা কে। আর ঢাকার NID অফিসে জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য যে আবেদন করা হয় সেটা বালা হচ্ছে জরুরী। বর্তমানে ঢাকার NID অফিসে জাতীয় পরিচয় পত্র (NID) correction বা সংশোধনের জন্য কোন আবেদন গ্রহন করে না।
৪) কোন ক্যাটাগরি টাকা জমা দেওয়া হবে সেটিতে টিক মার্ক দিতে হবে। এবং ক্যাটাগরির কোড উল্লেখ করতে হবে।
পুরো প্রক্রিয়াটি ভিডিও টিউটোরিয়ালে মাধ্যমে দেখতে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন।
আমার Youtube channel link
আর জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে আরও টিউটোরিয়াল পেতে আমার Youtube channel subscribe করতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আর টিউনসে টিউমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।