আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করতে আসলাম। আমার প্রথম টিউনে আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি তাই ভাবলাম আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করি। আমার প্রথম টিউনটি ছিল জাতীয় পরিচয় পত্র (NID) হারিয়ে গেলে কিভাবে উঠাতে হয়। যারা দেখেন নাই তারা এই লিংকে প্রবেশ করে দেখে নিতে পারেন। গত পর্বে আমি জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য ৪টি ধাপের কথা বলেছিলাম, তার মধ্যে টাকা জমা দেওয়া ছিল একটি ধাপ। সরকার জাতীয় পরিচয় পত্র (NID) বাবদ ২ টা ব্যাংকের মাধ্যমে টাকা জমা নেয়। একটা হলো সোনালী ব্যাংক আর একটা হলো ডাচ্ বাংলা ব্যাংক। আজ আমি লিখবো জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য কিভাবে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হয়।
তাহলে শুরু করি,
১) প্রথমে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এ একটা একাউন্ট থাকতে হবে।
২) মোবাইল থেকে *৩২২# ডায়েল করতে হবে।
৩) পেমেন্ট দেওয়ার জন্য ১ ডায়েল করতে হবে।
৪) বিল পে করার জন্য আবারও ১ ডায়েল করতে হবে।
৫) তারপর বিলার আইডি চাইবে। এখালে নির্বাচন কমিশন/ সরকার ১০০০ আইডিতে টাকা জমা নেয়। এখাল থেকে ১০০০ ডায়েল করতে হবে।
৬) তারপর যে জাতীয় পরিচয় পত্র (NID) বাবদ টাকা জমা দেব সেই জাতীয় পরিচয় পত্র (NID) নাম্বার লিখতে হবে।
৭) তারপর Amount টাইপ করতে হবে।
৮) তারপর PIN নাম্বার লিখতে হবে।
পুরো প্রক্রিয়াটি ভিডিও টিউটোরিয়ালে মাধ্যমে দেখতে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন।
আমার Youtube channel link
আর জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে আরও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলকে subscribe করতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আর টিউনসে টিউমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai amr I’d registration kora prai 2 year hoye gelo but akhono hate pelam na ai bapar e ki help korte parben?