জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কিভাবে উঠাতে হয়

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি। আমি টেকটিউনসে এই প্রথম টিউন করছি। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, টিউমেন্ট বক্সে টিউমেন্ট করবেন। আমি আজ টিউন করব জাতীয় পরিচয় পত্র NID কার্ড নিয়ে। আমরা NID কার্ড নিয়ে খুবই সমাস্যার মধ্যে আছি যেমন কার্ড হারিয়ে গেলে কিভাবে উঠাতে হয়। উঠাতে গেলে কি কি করা লাগবে। কিভাবে ভোটার এলাকা স্থানান্তর করতে হয়। কিভাবে ভুল সংশোধন করতে হয়। ভুল সংশোধন করতে কি কি লাগবে ইত্যাদি।  এখন আসি কাজের কথায়

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে যা যা করতে হবে

১. প্রথমে NID/Voter Number এর যে কোন একটি নাম্বার সংগ্রহ করতে হবে। নাম্বার সংগ্রহ করার জন্য উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। যে উপজেলা নির্বাচন অফিসের আন্ডারে আপনি বর্তমানে ভোটার আছেন।

২. নাম্বার সংগ্রহ করার পর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করতে হবে। যে থানার এরিয়াতে কার্ডটি হারিয়ে গেছে সেই থানায় জিডি করতে হবে। কিভাবে কার্ডটি হারিয়ে গেছে তার বিবরণ জিডি কপির মধ্যে  উল্লেখ করতে হবে। এছাড়া সাধারণ ডায়রীর (জিডি) কপির মধ্যে অবশ্যই এনআইডি নাম্বার উল্লেখ করতে হবে। তারপর সাধারণ ডায়রীর (জিডি) মূল কপি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। যে উপজেলা নির্বাচন অফিসের আন্ডারে আপনি বর্তমানে ভোটার আছেন। অথবা NID অফিস ঢাকাতেও আবেদন করা যায়। সেখানে আবেদন জমা দিলে এক দিনের মধ্যে কার্ড ডেলিভারি দেয়।

আবেদন করার আগে যে কাজ গুলো করতে হবে

৩. আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

৪. ব্যাংকে টাকা জমা দিতে হবে।

জাতীয় পরিচয় পত্র বিষয়ে আরও বিস্তারিত জানতে channel visit করুন। channel কে subscribe করুন এবং আরও বিস্তারিত দেখতে থাকুন

চ্যালেন লিং

ভিডিও লিং

ধন্যবাদ সবাইকে, সবাই ভাল থাকবেন আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ

Level New

আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share.

Level New

আমার সাথেই থাকুন NID নিয়ে সিরিজ টিউন নিয়ে আসছি । টিউন টি পড়ার জন্য অনেক ধন্যবাদ

সুন্দর পোষ্ট

    Level New

    ধন্যবাদ টিউন টি পড়ার জন্য। সাথেই থাকুন। ভিডিও সহ আরও টিউনস পেতে channel কে subscribe করুন। channel link