কিভাবে হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন?

অনেক সময় আমাদের হার্ডডিস্কের কোনো পার্টিশনে নানা কারনে খালি জায়গা কমে যায়।তখন অন্য কোন পার্টিশন থেকে খালি জায়গা(ফ্রী স্পেস) আনার প্রয়োজন হয়।অনেকে ঝামেলা মনে করে একাজ করতে চায় না।তবে এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর ব্যবহার করে একাজটি খুব সহজে করা যায়।

নিচের কয়েকটি ধাপে তা সহজে দেখানো হলঃ
১.কোন ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তা ঠিক করে নিন।
২.কোন ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তা ঠিক করে নিন।
৩.কি পরিমান খালি জায়গা আপনার দরকার তা বের করে নিন।
এখন এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর খুলুন।মেইন উইন্ডোতে বামপাশের সাইডবারে “increase free space” ক্লিক করুন।

Image Hosted by  ImageShack.us
যে ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তাতে ক্লিক করুন।

Image Hosted by  ImageShack.us
আমি এফ(F) ডাইভ সিলেক্ট করেছি।এখানে আমি মুভি জমা রাখি।

Image Hosted by  ImageShack.us
এবার যে ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তাতে টিক দিন।তারপর নেক্সট এ ক্লিক করুন।

Image Hosted by  ImageShack.us

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।এই ধাপে আপনাকে দেখাবে ড্রাইভের মিনিমাম স্পেস(যে ড্রাইভের জায়গা বাড়াবেন তার অরিজিনাল স্পেস) এবং ড্রাইভের ম্যাক্সিমাম স্পেস “(যে ড্রাইভের জায়গা বাড়াবেন তার অরিজিনাল স্পেস+ সোর্স ড্রাইভের ফ্রী স্পেস[যে ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন])”।আমি পরামর্শ দিব ড্রাইভের সম্পূর্ন স্পেস না নিয়ে ৫-৬ জিবি স্পেস বাড়াতে।তাতে সোর্স ড্রাইভের ফ্রী স্পেস নিয়েও ভবিষ্যতে সমস্যা হবে না।উদাহরনঃ ডাইভের জায়গা যদি ৪৫ জিবি হয় তাহলে তা বাড়িয়ে ৫০ জিবি করা যেতে পারে।আর যদি আপনার হার্ডডিস্কে যথেস্ট জায়গা থাকে তা হলে ইচ্ছেমত জায়গা বাড়ানো যেতে পারে।টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের হার্ডডিস্কে যথেষ্ট পরিমান জায়গা নেই।

Image Hosted by  ImageShack.us

Image Hosted by  ImageShack.us
এখন আপনি ফিনিশ এ ক্লিক করার সাথে সাথে কোনো প্রসেস ছাড়াই মেইন উইন্ডোতে চলে যাবে।এক্রোনিজ আপনার অপারেশনকে পেন্ডিং রাখবে যাতে আপনি অন্য কোন পার্টিশনের স্পেস বাড়াতে,কমাতে পারেন।

Image Hosted by  ImageShack.us

এখন পানি মেইন উইন্ডোতে ফ্লাগ বাটনে ক্লিক করুন।

Image Hosted by  ImageShack.us
এখন যে উইন্ডো খুলবে তাতে ‘প্রোসিড’ বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক বাকী কাজ শেষ হয়ে রিস্টার্ট নিবে।রিস্টার্ট শেষে কম্পিউটার উপেন হলে মাই কম্পিউটার খুলে ড্রাইভ স্পেস চেক করুন দেখবেন যে ড্রাইভের স্পেস বাড়িয়েছিলেন তা আপনার চাহিদা মত বেড়েছে।

এটা উইন্ডোজ এক্সপিতে দেখানো।ভিস্তা ও 7 এও একই ভাবে হবে।

DOWNLOAD

Acronis Disk Director Suite 10.0.2160

http://www.mediafire.com/?mdyhentjym0


আমার ব্লগ

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo tune. Dhonnobad apnake . Apnar theke aro valo tune er opekkhai thaklam….

    thanks.ভাল কিছু দেওয়ার চেস্টা করব।

      morning_star ভাই, আমি তো মনে হয় অনেক দেরি করে মিস করছি। কি করব টিটি তে আমি নতুন।মূলত এই ধরনের জিনিসই আমি খুজছিলাম।পেয়েও গেলাম, কিন্তু কি দুর্ভাগ্য, সব link ই invelid হয়ে গেছে। google এ সার্স দিয়ে software টি ডাউনলোড দিলাম,কিন্তু trial হবার কারনে কাজ হচ্ছে না। অনুগ্রহ করে যদি serial টি দেন তাহলে খুব খুশি হব।Email- [email protected]

ভালো টিউন কিন্তু ডাউনলোড লিঙ্ক তো দেখতেছিনা।

খুব ভাল টিউন। তবে এসব কাজ করার আগে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নেয়া খুব জরুরী।

    জ্বী ভাই।ভাল কথা বলছেন।আমার বলতে মনে ছিলনা।ধন্যবাদ।

এতো ভাল টিউন আগে আসে নাই কেন।
ধন্যবাদ শেয়ার করার জন্য। সকলের কাজে আসবে।

operating system যে drive এ আছে তার জায়গা কমানো যাবে কি ?

    জ্বী ভাই।একই ভাবে।

খুবই ভালো টিউন বলে মনে করি

অসাধারন টিউন হয়েছে।

লিঙ্ক দেন না ভাই। উইন ৭ (৬৪ বিট)। আমিও এটাকে খুবই ভালো টিউন বলে মনে করব লিঙ্ক দিলে।

মিডিয়াফায়ার এর লিঙ্ক দেখতে পারেন।http://www.mediafire.com/?mdyhentjym0

    মন্তব্য ও mediafire linkএর জন্য ধন্যবাদ।

এটা দিয়ে একই পদ্ধতিতে ‘সি’ ড্রাইভের খালি জায়গা বাড়ানো যাবে কি?

    জ্বী ভাই।সেটা দেখানোর জন্য এই টিউন।

আমি দুটি primary partition এ দুটি OS ব্যবহার করি। আমার একটি primary partition এর space বাড়ানো দরকার। আমি কি এই সফটওয়্যার ব্যবহার করে logical drive থেকে space কেটে তা primary partition এ add করতে পারবো?
ধন্যবাদ টিউনের জন্য। সংগ্রহে রাখার মত একটি software.

    দুটোর মধ্যে একটা যদি লিনাক্সের কোন ডিস্ট্রো হয় তাহলে আর চিন্ত কি? সিডিতে দেখুন জিপার্টেড দেয়া আছে। ওটা দিয়ে খুব সহজেই যা ইচ্ছা যে ভাবে তাই করতে পারবেন।

অসাধারন টিউন,
সুন্দর এবং খুবই কাজের টিউনটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তে রেখে দিলাম।

    আপনাকে ও ধন্যবাদ।

কাজের পোস্ট, ধন্যবাদ শেয়ার করার জন্য!

Level 0

একটু ভয় লাগে এই সব কাজ করতে ! যদি আবার পিসি কেই পারটিশন করতে হয়(?)

    বেশী ভয় কাজ করলেতো শিখতে পারবেন না।অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে।খুজে দেখবেন আপনার জন্য নিরাপদ কোনটা ।সেটা ফলো করবেন।

জটিল টিউন… অসংখ্য ধন্যবাদ। আমি হুদাই বিদেশী সাইটে ঘুরাঘুরি করি…

অনেক কাজের টিউন।অসংখ্য ধন্যবাদ।

আমি সি ডাইভ আমার মেন । ওটাটে এক্সপি লোড দেওয়া আছে। আমি আমার ডি ডাইভ থেকে সি ডাইভে নিত পারব কোন সমস্যা হবে না

    ডি থেকে কি সি তে জায়গা নিতে চাচ্ছেন? হা পারবেন ।কেয়ারফুলি করবেন,ব্যাক আপ রেখে।ধন্যবাদ।

ভাই, আমি তো মনে হয় অনেক দেরি করে মিস করছি। কি করব টিটি তে আমি নতুন।মূলত এই ধরনের জিনিসই আমি খুজছিলাম।পেয়েও গেলাম, কিন্তু কি দুর্ভাগ্য, সব link ই invelid হয়ে গেছে। google এ সার্স দিয়ে software টি ডাউনলোড দিলাম,কিন্তু trial হবার কারনে কাজ হচ্ছে না। অনুগ্রহ করে যদি serial টি দেন তাহলে খুব খুশি হব।Email- [email protected]