আশাকরি সবাই ভালো আছেন।সবাইকে জানাই ঈদ-উল-ফিতর ও রথ যাত্রার শুভেচ্ছা!শুরু করছি আজকের টিউন।কোন ভুল-ত্রুটি হলে আশা করি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।কারণ, আমি কিন্তু ছোট! 😆
যাহোক,আজ আমি আপনাদের দেখাব কিভাবে জানবেন কোথা থেকে ফেসবুক চালাচ্ছে আপনার ফেসবুকের ভাইডি।আবার কেউ ফেক আইডি থেকে আপনাকে বিরক্ত করলেও লোকেশন বা আইপি এড্রেস ট্র্যাক করে ভয় দেখিয়ে দিতে পারেন তাকে!কিন্তু সমস্যাটা হলো এ পদ্ধতিতে সবসময় সঠিক ঠিকানা নাও পাওয়া যাইতে পারে। 😥 আমি শুধু এ মেথডটা আপনাদের দেখাচ্ছি।আশানুরূপ ফলাফল না পাইলে দয়া করে আমাকে ক্ষমা করবেন।আইপি ও লোকেশন ট্র্যাকিং এর আরো অন্যান্য কার্যকরী ট্রিক পরে ইনশা আল্লাহ শেয়ার করব।এ বিষয়ে আগে কেউ লিখে থাকলে অবশ্যই তাকে আমি ক্রেডিট দিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজ যে পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি তার জন্য প্রথমে আপনার একটি ফেক আইডি তৈরী করে নিতে হবে।এরপর যার লোকেশন ট্র্যাক করতে চান তাকে একটা মেসেজ দিন।তার রিপ্লাই এর অপেক্ষা করুন।সে রিপ্লাই দেওয়ার পরই আপনার উইনডোস এর কমান্ড প্রম্পট অন করুন। Run এ গিয়ে cmd লিখে OK press করুন।দেখুন Command Prompt এসেছে।এবার কমান্ড প্রম্পট এ টাইপ করুন netstat -a এবং Enter চাপুন।আপনি যদি মেসেজিং এর ক্ষেত্রে পিসি তে ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন,তবে netstan -nbt লিখে ইন্টার প্রেস করুন।দেখুন,এখানে আপনার কম্পিউটারের সব আইপি এড্রেস এবং সব রিসিভ করা আইপি এড্রেস দেখাবে।আপনার নেটওয়ার্কের আইপি এড্রেস আগে চেক করে নিন এখান থেকে এবার কমান্ড প্রম্পটের আপনার আইপি ছাড়া অন্য যে আইপি এড্রেস দেখবেন, সেটিই রিসিভড, অর্থাৎ সেই ফেসবুক ইউজারের আইপি এড্রেস!
এবার আসা যাক যে সেই আইপি এড্রেস্টা কোন এরিয়ার তা কীভাবে বুঝবেন। এখানে ক্লিক করে Location Finder সিলেক্ট করে IP Address টি দিন আর ম্যাপ সহ দেখুন লোকেশন!এ পদ্ধতিটাতে কিছুটা সময় লাগে ঠিকই,তদে চাইলে চেস্টা করে দেখতে পারেন।আবারো বলছি,এ পদ্ধতি সবসময় কাজ নাও করতে পারে।আর কোন ভুল হলে দয়া করে ক্ষমা করবেন,এবং আমার কোন ভুল হলে বা এ পদ্ধতিতে কোন সমস্যা হলে তা টিউনমেন্টে জানাবেন।
ধন্যবাদ।আজ এটুকুই।সবাই ভালো থাকবেন।আমার পাশেই থাকুন।ফেসবুকে আমি- Shahriar NiHAL, Shahriar NiHAL (Page)
টুইটারে আমি- Shahriar NiHAL
আমি শাহরিয়ার নিহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi There!This Is Me,Shahriar NiHAL!I'm Very Glad To Have Tunership Here On Techtunes!I'm A School Student From Bangladesh.& I Think I'm A Genious! :P Pls Visit http://www.shahriarnihal.blogspot.com/ Visit My Entertainment Site: Best Toons Network http://largesttoonnetwork.blogspot.com
Thanks