১। ডেস্কটপের উপর মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে প্রোপারটিস সিলেক্ট করুন।
২।এখন সিস্টেম প্রোপারটিস থেকে হার্ডওয়্যার ট্যাবে ক্লিক করে ডিভাইস ম্যানেজার বাটনে ক্লিক করুন।
৩।এখন ডিভাইস ম্যানেজার খোলার পর "ডিস্ক ড্রাইভ" এর উপর ক্লিক করলে "ডিস্ক ড্রাইভ" এক্সপান্ড হলে দেখবেন সেখানে দুটো ড্রাইভ দেখাচ্ছে।একটি হল হার্ড ড্রাইভ ও অন্যটি পেন ড্রাইভ।
৪।পেন ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে প্রোপারটিস সিলেক্ট করুন।
৫।পেন ড্রাইভ এর প্রোপারটিস খুলার পর দেখবেন সেখানে দুটো অপশন আছে।
optimisize for quick removal
optimisize for performance
৬।optimisize for performance সিলেক্ট করে ok করে দিন।
৭।মাই কম্পিউটার খুলে পেন ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে ফরমেট সিলেক্ট করুন।
৮।ফরমেট ডিস্ক উইন্ডো খুলার পর ফাইল সিস্টেম ম্যানুতে দেখবেন এনটিএফএস(ntfs) এসে গেছে।এখন ফরম্যাট দিয়ে দিন।
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
Ntfa r Fat er modde parthokko Ki?