গ্রামিণফোন সিমে FNF এড করুন কোন প্রকার চার্জ ব্যতীত।

আসলামুআলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

ভালো থাকার জন্য ভালো কিছু কাজে সবসময় নিয়োজিত থাকতে হয় এটি আমার ধারনা তাই তো আমি নিয়মিত আপনাদের মাঝে এসে আপনাদের কে কিছু দিতে চাই যা আপনাদের উপকারে আসতে পারে।

সৌজন্যেঃ

http://www.thebdblog24.com

আমরা জানি যে গ্রামিণফোন সিমের বন্ধু প্যাকেজে ১৮ টি FNF সহ আরো ১ টি Super FNF করা সম্ভব। কিন্তু সম্ভব তো বটটে তার সাথে অাবার চার্জ নিয়ে থাকে যার জন্য অনেকে করতে চায়না অার যদি করে তবে সেটা অার পরিবর্তন করার কথা কল্পনাতে অানেনা।

আমাদের আসল কথায় আসা যাক তাহলেঃ
প্রথ‌মে,
সুপার FNF এর জন্য, জি‌পি সি‌মে,

ডায়াল করুন *2888# তারপর মেনু পাবেন সেখান থেকে ১ সিলেক্ট করুন এবং আপনি যে নাম্বার টি এড করতে চান সেটি দিন (অবশ্যই গ্রামিণফোন হতে হবে) তারপর Ok দিয়ে কনফার্মেশন বার্তার জন্য অপেক্ষা করুন। বার্তা যদি শুভেচ্ছা জনিত হয় তবে হয়ে গেছে।

আরো ১৮ টি FNF এর জন্য ড‌ায়াল করুন *2888# তারপর সিলেক্ট করুন ২ এবং যে নাম্বার এড করতে চান বসিয়ে আগের মতো Ok চাপুন অপেক্ষা করুন।

যেভাবে এফ,এন,এফ নাম্বার ডিলেট করবেন। ডায়াল করুন *2888# তাপর সিলেক্ট করুন ৩ যে নাম্বার টি ডিলেট করতে চান সেটি দিয়ে ওকে চাপুন।।অপেক্ষা করুন।

যেভা‌বে FNF লিস্ট দেখ‌বেন বা চেক কর‌বেন। ডায়াল করুন *2888# তাপর ৪ সিলেক্ট করুন ওকে চাপুন অপেক্ষা করুন।

আপ‌নি, *2888# ডায়াল ক‌রে FNF এবং Super FNF পরিবর্তন করতে পারবেন।

আর তাতেও যদি না পারেন তাহলে টিউমেন্ট করুন। আমাকে পাবেন ফেসবুকে Mahmudul Hasan Manik

যদি ভালো লাগে তবে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.thebdblog24.com

দৈনন্দিন ছোট খাটো কাজের টিউটোরিয়াল পেতে ঘুরে আসতে পারেন আমার টিউটোরিয়াল কেন্দ্র থেকে। আশা করি উপকৃত হবেন।

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস