আস-সালামুয়ালাইকুম।
আপনারা সবাই কেমন আছেন? আশা কর সবাই ভালো আছেন ?
আমি Mahmudul Hasan Manik আপনাদের কাছে আবারো চলে আসলাম।
এবার আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিন্ন ধরনের টিউন।
আজকের টিউন টা তে আপনার নিজেদের অভিজ্ঞতা কে বুঝতে পারবেন। আপনার যারা মিডিয়া ভালোবাসেন। মিডিয়াতে কাজ করতে চান। মিডিয়ার সাথে সম্পৃক্ত কাজকে ভালোবাসেন তাদের জন্য আজকের টিউন টি খুবই গুরুত্বপূর্ণ।
তো চলুন কিছু টিপস গ্রহন করিঃ
১) পরিচালক কে সর্বদা সৎ, নিষ্ঠাবান হতে হবে।
২) সর্বদা সময়ের প্রতি মূল্য দিতে হবে।
৩) নিজের উপর বিশ্বাস রাখতে হবে।
৪) নিজেকে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
৫) নিজের কাজ কে প্রাধান্য দিতে হবে।
৬) অভিনয় শিল্পীদের প্রতি সদা দৃষ্টি রাখতে হবে।
৭) অভিনয় শিল্পীদের কাজের জন্য যথেষ্ঠ সময় দিতে হবে।
৮) প্রথমে তাদের মনের মতো করে অভিনয় করার সুযোগ দিতে হবে। তাতে আপনি সন্তুষ্ট না হলে আপনার ধারনা তাদের পেশ করতে হবে তবেবে খুবই নম্র ভাবে।
আজ এ পর্যন্তই। আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট উপহারঃ
আমরা অনেক দিন ধরে লক্ষ করছি যে আমাদের দেশে অতিরিক্ত গরম পরছে।? তাই
এই গরমকে লক্ষ করে আমারা একটি বিনোদন মূলক Short Flim তৈরি করেছি। আশা করি এটি আপনাদের
একটু হলেও মনে আনন্দ দিতে সক্ষম হবে। এখানে উপরিউক্ত টিপস গুলো প্রয়োগ করে তৈরী করা হয়েছে।
তো দেরি না করে দেখে নিন Short Flim টি
Youtube লিংকঃ
short flim এর youtube লিংকঃ Short flim দেখতে ক্লিক করুন এখানে
আর হ্যা বন্ধুরা প্লিজ সবাই জানাবেন যে কেমন হল আমার লাইফের এই প্রথম কাজটি ??
আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।