কুসংস্কারের মাঝে বিজ্ঞানের ছোঁয়া + একটি মজার অংক (শুধুমাত্র পুরুষদের জন্য)

আসসালামু আলাইকুম, আমি ভাল আছি । আপনারা সবাই কেমন আছেণ ? নিশ্চয়ই ভাল । আপনারা কি কেউ কুসংস্কার বিশ্বাস করেন ? আমার মনে হয় বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে কুসংস্কারে বিশ্বাস করা লোক কমই খুঁজে পাওয়া যাবে । কিন্তু আগের যুগের মানুষ নানা কুসংস্কারে বিশ্বাস করত এবং সে অনুযায়ী অনেক কাজ করত । এই কুসংস্কারের বশবর্তী হয়ে এমন কিছু কাজ করত যা খুবই বিজ্ঞান সম্মত । কিন্তু তারা এই ব্যাপারে কিছুই জানত না কিন্তু ফল লাভ করত সঠিকভাবে। এধরনের দুটি বিষয় নিয়েই আমার আজকের টিউন । তাহলে আসল কথায় আসি ---

১। অনেক দিন আগের কথা । তখন কলেরা রোগে অনেক লোক মারা যেত । অনেক সময় এটা মহামারী আকারে ছড়িয়ে পড়ত । দেখা যেত কোন এক বাড়িতে কলেরা হলে তা ঐ বাড়ির বাম বা ডান পাশের বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ত কিন্তু অপর পাশের বাড়ির লোকদের কিছু হতনা । এজন্য তখনকার লোকদের কুসংস্কার ছিল যে এই কলেরার জন্য দায়ী এক চোখ কানা বুড়ি । সে বুড়ি শুধু একদিকেই দেখত এজন্য কলেরা শুধু এক দিকেই ছড়াত । তারা বিশ্বাস করত বুড়ির যদি ঐ চোখ কানা করে দেয়া যায় তবে আর কলেরা ছড়াবে না । এইজন্য তারা লোহার রড বা এই জাতীয় কিছু খুব উত্তপ্ত করে পানির কলসের মধ্যে ডুবিয়ে রাখত । এরপর দেখা যেত কলেরা আর কারো হতনা । তারা তখন ভাবত বুড়ির এক চোখ কানা করে দেয়াতে আর কলেরা হচ্ছেনা ।

বিজ্ঞানসম্মত ব্যাখ্যা : আমরা জানি কলেরা হচ্ছে পানিবাহিত জীবাণুঘটিত একটি রোগ । কলেরা জীবাণু মিশ্রিত পানি পান করলে কলেরা হবে । আগের দিনের মানুষের পানির মাধ্যমে কলেরা ছড়াত । আর যখন তারা বুড়ির চোখ কানা করার জন্য লোহা উত্তপ্ত করে পানিতে ডুবিয়ে রাখত তখন তাপে পানির কলেরার জীবাণুগুলো ধ্বংস হয়ে যেত ফলে আর কলেরা হত না । এজন্য পানি ফুটিয়ে পান করার জন্য বলা হয় ।

২। আমরা সবাই ধোপার কি কাজ তা জানি । আগের দিনের ধোপারা কাপড় কাচার পড় ধোয়ার জন্য পুকুরে বা খাল বিলে যেত । সেখানে পানিতে খোলা জায়গায় কাপড় না ধুয়ে যেখানে কচুরিপানা আছে সেখানে কচুরিপানা সরিয়ে কাপড় ধুত । কেন তারা এটা করত টা বলতে পারত না যা ছিল অনেকটা কুসংস্কারের মতই । কিন্তু দেখা যেত কাপড় সেই পানিতে খুব ভাল পরিষ্কার হত ।

বিজ্ঞানসম্মত ব্যাখ্যা : পানি দুই প্রকার. যথা - মৃদু পানি ও খর পানি । মৃদু পানিতে কাপড় ভাল পরিষ্কার হয় আর খর পানিতে কাপড় ভাল পরিষ্কার হয়না এবং প্রচুর সাবানের অপচয় হয । পুকুরের পানির খোলা জায়গার পানির তুলনায় কচুরিপানার নিচের পানির খরতা অনেক কম। এর কারন হল কচুরিপানার নিচের অংশের যে কালো দাড়ির মত অংশ থাকে তা পানিতে খরতার জন্য দায়ী যেসকল লবন বা পদার্থ দ্রবীভূত থাকে তা অনেকটা ছেকে ফেলে। ফলে ঐ অংশের পানির খরতা খুব কম হয় । এজন্য ঐ পানিতে কাপড় বেশি পরিষ্কার হয় ।

মজার অংক : আগেই বলে নিচ্ছি এটা শুধু মজা করার জন্য । কেউ কিছু মনে করবেন না প্লীজ । আর ঠিকমত লিখতে পারছিলাম না তাই ছবি আকরে দিলাম ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ei equation ta kon movie te jani deksilam mone portese na, but nije ekta erokom mojar equation ber kore amader upohar den.

Level 0

বাহ ভালো পয়েন্টগুলো তুলে ধরেছেন । আর ইকুয়েশানটা জটিল… 😀

মেয়েরা দেখলে ক্ষেপতে পারে 😉

এখনও কোন মেয়ে কমেন্ট করে নাই । টেকটিউনে কি কোন মেয়ে টিউনার নাই ?

অংকটা ভাল লেগেছে তাই ধন্যবাদ।

শাহাবাগ আজিজ মার্কেট থেকে এই Equation-এর একটা T-shirt কিনেছিলাম, হুবহু এই Print…

Level 0

Great MATH….