অপেরা ইউনাইট কি? & কিভাবে ব্যবহার করবেন?

অপেরা ইউনাইট সাম্প্রতিক মুক্তি পাওয়া অপেরা ১০ ব্রাউজারে যুক্ত হওয়া একটি নতুন বৈশিষ্ট।এটি আপনার ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারে পরিনত করবে যার ফলে আপনি ব্রাউজিংয়ের পাশাপাশি বন্ধুদের সাথে ফাইল শেয়ারিং,চ্যাট,মেসেজ পাঠাতে পারবেন এমনকি ওয়েব সাইট হোস্ট করতে পারবেন।

Image Hosted by ImageShack.us

সহজ উদাহরনে বলি আপনি কোনো ফাইল আপনার বন্ধুর সাথে শেয়ার করতে হলে প্রথমে কোনো ফাইল হোস্টিং সাইটে আপলোড করেন তারপর সেই লিঙ্ক আপনার বন্ধুকে দেন যেটা ব্যবহার করে পরে সে ফাইলটা ডাউনলোড করবে।কিন্তু অপেরা ইউনাইট দিয়ে ফাইলটি সরাসরি আপনার কম্পিউটার থেকে শেয়ার করতে পারবেন।সোজা কথায় অপেরা ইউনাইট কম্পিউটার থেকে সরাসরি ফাইল শেয়ার এর সুবিধা দিয়ে ফাইল আপলোডের বিষয়টি অপ্রয়োজনিয় করে তুলেছে।

কিভাবে চালু করবেন?
Image Hosted by ImageShack.us

১. প্রথমে অপেরার সাইট থেকে অপেরার লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করেনিন।তারপর সিস্টেম বারে থাকা অপেরা ইউনাইট আইকনে ক্লিক করুন এবং “এনাবল অপেরা ইউনাইট” সিলেক্ট করুন।

২. অপেরা ইউনাইট সেটাপ পেজ আসলে নেক্সট এ ক্লিক করুন।
Image Hosted by ImageShack.us

৩. এখন যে কাজটই অবশ্যই করতে হবে তা হল অপেরা ইউনাইট একাউন্ট রেজিস্টার করা এবং রেজিস্টার করা হলে নেক্সট এ ক্লিক করুন।

৪. এই ধাপে কম্পিউটার নেম সিলেক্ট করুন এবং ফিনিশ এ ক্লিক করে সেট আপ শেষ করুন।এখন থেকে নেট এ যুক্ত হওয়ার সাথে সাথে কম্পিউটার নেম অপেরা ইউনাইট ওয়েব ঠিকানার একটি অংশ হয়ে যাবে।

কিভাবে ব্যবহার করবেন?
Image Hosted by ImageShack.us

অপেরা ইউনাইট সেটাপ কমপ্লিট হওয়ার পর অপেরা ইউনাইট এর ডিফল্ট পেজ খুলবে যাতে আপনার শেয়ার কৃত ফাইলের সব তথ্য থাকবে। অপেরা ইউনাইটে ইক্সেস(লগিন)করতে হলে প্রথমে ব্রাউজারের সিস্টেম বারে থাকা আইকনে(চিত্রের মত)ক্লিক করুন।বাম পাশে ট্যাব বার উপেন হলে অপেরা ইউনাইট আইকনে ক্লিক করুন।চিত্রে দেখে থাকবেন যে অপেরা ইউনাইট এর ৬টি সার্ভিস আছে।ফাইল শেয়ার,ফ্রিজ,ফটোশেয়ার,মিডিয়া প্লেয়ার,মেসেঞ্জার,ওয়েব সার্ভার।আপনাকে ব্যবহারের আগে প্রতিটি সার্ভিস আলাদা ভাবে ইন্সটল করতে হবে।

ফাইল শেয়ারিং
Image Hosted by ImageShack.us

বন্ধুদের সাথে সরাসরি ফাইল শেয়ার করতে এটা ব্যবহার করা হয়। ফাইল শেয়ার আইকনে ডাবল ক্লিক করে যে ফাইলটা শেয়ার করতে চান তা ব্রাউজ করে দেখিয়ে দিন।আপনি যে ফোল্ডারটি শেয়ার করবেন তার সব ফাইলই আপনার পেজে দেখাবে।আপনি ইচ্ছা করলে ফোল্ডারকে নিয়ন্ত্রন করতে পারবেন।ফোল্ডারটি সবার জন্য উম্মুক্ত অথবা প্রাইভেট অথবা লিমিটেড এক্সেস করতে পারবেন।

নোটঃ ফোল্ডারের ভেতরকার হিডেন ফাইলও শো করবে।আপনি আলাদা ভাবে কোনো ফাইল প্রাইভেট করতে পারবেন না। পুরো ফোল্ডারটিকে হয় উম্মুক্ত অথবা প্রাইভেট অথবা লিমিটেড এক্সেস করতে হবে।

ফ্রিজ

Image Hosted by ImageShack.us

ফ্রিজ ব্যবহার করে অপেরা ইউনাইটে আপনার বন্ধুরা আপনাকে বার্তা পাঠাতে পারবে।আপনিও নিজের বার্তা যোগ করতে পারবেন যা অন্যরা পড়তে পারবে।

মিডিয়া প্লেয়ার

Image Hosted by ImageShack.us
মিডিয়া প্লেয়ার অনেকটা আইটিউনের পাল্পটিউনের মত যা ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার থেকে মিউজিক সরাসরি স্ট্রিমিং করতে পারবেন। মিডিয়া প্লেয়ারএ ডাবল ক্লিক করুন & যে ফোল্ডারে আপনার মিউজিক আছে তাতে ক্লিক করুন।এখন সমস্ত গান আপনার অপেরা ইউনাইট এর হোম পেজে দেখাবে অটোপ্লে,শাফল,রিপিট,সর্ট ইত্যাদি অপশন সহ।

ফটো শেয়ারিং

Image Hosted by ImageShack.us

ফাইল শেয়ারের মতই ফটোশেয়ারিং।যে ফোল্ডারটি শেয়ার করতে চান ব্রাউজ করে তাতে ক্লিক করুন।এখন ফোল্ডারে থাকা সমস্ত ফাইল থাম্বনেইল আকারে দেখাবে।ইচ্ছা করলে আপনি আপনার বন্ধুদেরকে ফোল্ডারে এক্সেস কন্ট্রোল করতে পারেন।যাতে সবাই ফটো শেয়ার করতে না পারে।

মেসেঞ্জার
Image Hosted by ImageShack.us
এটা কি জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন।বলার অপেক্ষা রাখেনা এটা চ্যাট করার কাজে লাগে। অর্থাৎ অপেরা ইউনাইটে থাকা বন্ধুদের সাথে চ্যাট করতে এটা ব্যবহার করা হয়।সমস্ত চ্যাট আপনার পিসি কে হোস্ট করে হবে। অর্থাৎ আপনার পিসিই আপনার চ্যাট রুম। শুধু ইনভাইটে ক্লিক করে আপনার বন্ধুদেরকে মেসেঞ্জার লিংক পাঠান।তারা আপনার পাঠানো লিংক ধরে উক্ত পেজে গিয়ে শুধু নিক নেইম দিয়ে এন্টার মেরে চ্যাট রুমে এসে চ্যাট করতে পারবে।আপনার পিসিতে চ্যাট রুম হোস্ট হওয়ার সাথে সাথে আপনি মেসেঞ্জার এ থাকা যে কাউকে শুধু রাইট ক্লিক করে কিক মেরে বের করে দিতে পারবেন।

ওয়েব সার্ভার
Image Hosted by ImageShack.us

ওয়েব সার্ভার ব্যবহার করে আপনি আপনার ওয়েব সাইট হোস্ট করতে পারবেন।আপনি যদি সার্ভার কিনে পয়সা খরচ করতে না চান তাহলে এটা আপনার জন্য ভাল অপশন। ডাবল ক্লিক করে ওয়েব সার্ভার সার্ভিস সিলেক্ট করুন এবং যে ফোল্ডারে আপনার ওয়েব সাইটের ফাইল গুলো আছে তা দেখিতে দিন।আপনি শুধু HTML ফাইল হোস্ট করতে পারবেন।

উপসংহার
Image Hosted by ImageShack.us

বলার অপেক্ষা রাখেনা এটা অপেরার গ্রেট সার্ভিস।যারা সহজে অনলাইনে বন্ধু বান্ধবের সাথে ফাইল শেয়ার করতে চান তাদের জন্য এটা ভাল একটা অপশন। তবে তার জন্য ব্রাউজার সবসময় খোলা রাখতে হবে & সবসময় ব্যবহার করতে হলে আপনার পিসি ২৪/৭ অন রাখতে হবে যা এর একটি সমস্যা।যদি ফাইল শেয়ার করতে চান তাহলে যেকোনো সিস্টেমেই তা সম্ভব।কিন্তু যদি ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনার দরকার হাই স্পিড ইন্টারনেট কানেকশন সাথে অতিরিক্ত ব্যান্ডউইথ এবং ২৪/৭ অন রাখা যাবে এমন একটা সিস্টেম।

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো ফিচার, খুব ভালো টিউন। ধন্যবাদ।

গ্রেট একটা টিউন করেছেন।
প্রিয়তে………….

জটিল

অপেরা ডাওনলোড করতে পারেন http://www.operadownload.org/ থেকে।

এটার মাধ্যমে কি বড় ফাইল যেমন সিনেমা শেয়ার করা যাবে??

গেলে স্পিড কার উপর নির্ভর করবে?

এখন যদি ১৫ পাই তাহলে তখন কত পাব যদি যায়??

    জী ভাই।সিনেমা শেয়ার করতে পারবেন। সেটা নির্ভর করবে আপনার আপ্লোড ও যার সাথে শেয়ার করবেন তার ডাউনলোড স্পিড কত তার উপর।

Level 0

opera ইউজ করি না , কারণ এতে বাংলা লিখা উল্টা পাল্টা দেখা যাই !!! এর সমাধান দিলে আসা করা যাই , ইউজ করতে পারি ।