মাত্র একদিনে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ যে পরিমাণ মলমূত্র ও জৈব আবর্জনা ত্যাগ করে, তার ঝাঁক্কি সামলাতে পরিবেশের কত আয়োজন করতে হয় জানেন কি?
আমরা প্রতিনিয়ত-প্রতিদিন বর্জ্য পদার্থ অপসারণ করে যাচ্ছি। যে কোন ভাবেই হোক ,এই আবর্জনার শেষ আশ্রয়স্থল হল পানি। পানিতেই এই আবর্জনা আবার মূল উপাদানে বিভাজিত হয়ে চক্রাকারে আবর্তিত হবার জন্য প্রস্তুত হয়। এই কাজটি করার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু জানেন কি, মাত্র একদিনের এই সামান্য আবর্জনাকে মূল অজৈব উপাদানে পরিণত করতে পানিতে দ্রবণীয় প্রায় ১০০ গ্রাম পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়।
মাত্র ১০০ গ্রাম?!!
না আনন্দে নাচবার কোন কারণ নেই। কারণ সাধারণ অবস্থায় প্রায় ২০০০ গ্যালন পানিতে এই 'মাত্র' ১০০ গ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকে! ২০০০ গ্যালন পানি!! বিষয়টার একটু তুলনা করা যাক।
নিচের ছবিটার দিকে লক্ষ্য করুন_
বাক্সের মাঝের ভরাট নীল অংশটা হল পানি। আপনার দৈর্ঘ্যের সাথে তুলনা করে ২০০০ গ্যালন পানি। বিষয়টা এবার একটু ঘোলাটে লাগছে কি? হ্যাঁ, এটা আশ্চর্যজনক হলেও সত্য যে আমরা প্রত্যেকে নিজের প্রতিদিনের বর্জ্যকে শোধন করতে প্রাকৃতিক পানি থেকে এই বিপুল অক্সিজেন ছিনিয়ে নিচ্ছি। আর এ কাজটা করছি প্রতিনিয়তই।
অবাক করা বিষয় হলেও সত্য যে এই কাজটি প্রকৃতি হাজার হাজার বছর ধরেই করে আসছে। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীতে জনসংখ্যার যে মাত্ররিক্ত বর্জ্যচাপ, এটার ভার বহন করা আমাদের এই ধরণীমাতার জন্য অবশ্যই একটা কষ্টসাধ্য ব্যাপার। আর তাই জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে পানি দূষণের অনেকগুলো কারণের মধ্যে এই ব্যাপারটি এরূপেই প্রত্যক্ষভাবে জড়িত।
বর্তমান যে জনসংখ্যা, সেটা এই মুহূর্তেই আমরা কমাতে পারি ন। কিন্তু পরিকল্পিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুদূর ভবিষ্যতে আমরা এর অনুপাত অনেক কমিয়ে আনতে পারি। প্রাকৃতিক সম্পদের সাথে সামঞ্জস্য রেখে একটা সুন্দর পৃথিবী গড়তে পারি।
*পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
আমি শঙ্খ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উত্তাল সমুদ্রের অতলে হারিয়ে মুক্তা কুড়াতে চাই উত্তর মেরুর কোণে বরফ ঘরে বসে রবি ঠাকুর পড়তে চাই...
পৃথিবীতে মানুষ যা আসার আসবেই এইটাই নিয়তি,
এবং কেয়ামতের আগে সারা পৃথিবী লোকে লোকারন্য হয়ে যাবে,
তবে আমাদের এখানে করনীয় হল যেই কয়টাদিন পৃথিবী থাকবে এবং আমরা থাকব
আসুন আমরা আমাদের প্রিয় পৃথিবীটাকে সুন্দর করে ও পরিছন্ন করে রাখি,
আর যেই কয়টা দিন বাঁচব সুন্দর ভাবে সুস্থ ভাবে বাঁচব।
ধন্যবাদ লেখাটি প্রকাশ করার জন্য,আপনার লেখার ভঙ্গিও ভাল।