স্বপ্নের ক্যারিয়ার আইটি ক্যারিয়ার, বর্তমানে বাংলাদেশর সবচাইতে দ্রুত বর্ধমান সেক্টর আইটি সেক্টর। চাইলে আপনিও পারেন এই স্বপ্নের ক্যারিয়ার গড়তে, এর জন্য আপনাকে CSE তেই পড়তে হবে তার কোন বাধ্যবাধকতা নেই। আইটি ক্যারিয়ার গড়ার জন্য আপনার যা লাগবে সেটা হলো ধৈর্য, প্রবল ইচ্ছা আর যথাযত জ্ঞান।
এই সেক্টরে চাকরীর জন্য কখনও মামা-চাচা বা উৎকোচ এর প্রয়োজন হয় না। আপনি যদি যোগ্য হন, চাকরী আপনাকে খুঁজে নিবে।
এই সেক্টরে আপনার আয়/বেতন এর সীমা নির্ধারণকারী কেবলই আপনি।
বন্ধুসুলভ পরিবেশে কাজ করার জন্য সবচাইতে উপযুক্ত পেশা হলো আইটি।
আপনি চাইলে অফিসে গিয়ে বা নিজের ঘরে বসেও কাজ করতে পারবেন।
অপারেটিং সিস্টেম তৈরি থেকে শুরু করে অনলাইন মার্কেটিং পর্যন্ত যেকোনো বিষয়ের উপর নিজেকে দক্ষ করার জন্য পর্যাপ্ত রিসোর্স পাবেন অনলাইনে। এজন্য সর্বোত্তম স্থান হলো YouTube । এছারা কিছু অনলাইন প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাবেন। যাদের মাঝে Lynda, Tutsplus, udemy এবং pluralsight অন্যতম।
কিন্তু অনলাইন প্রশিক্ষণ সবার জন্য বন্ধুসুলভ হয় না। আপনি আপনার সকল প্রশ্নের উত্তর অনলাইন প্রশিক্ষনে নাও পেতে পারেন। অনলাইন প্রশিক্ষনে সবসময় সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা পাবেন না। চাহিদা অনুযায়ী তাৎক্ষনিক সমাধান পাবেন না বললেই চলে।
সেক্ষেত্রে স্থানীয় কোন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রশিক্ষন নেয়াই উত্তম।
আপনার যদি Database Administration এর উপর আগ্রহ থাকে তাহলে আপনি Oracle Database Administration এর উপর প্রশিক্ষন নিতে পারেন। Oracle Database Administration প্রশিক্ষনের জন্য ঢাকাতে বেশ কিছু সুমানধন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাদের মধ্যে IBCS Primax, .IT Bangla Ltd, IAC bangladesh Korea Information Access Center এগুলো অন্যতম।
IBCS Primax : ওরাকল ইউনিভার্সিটি স্বীকৃত (ওরাকল ট্রেইনিং এর জন্য)বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের মধ্যে IBCS Primax একটি। গোছানো ল্যাব, পর্যাপ্ত রিসোর্স এবং সর্বোপরি দক্ষ প্রশিক্ষকের কারনে Oracle Database Administrator এর উপর প্রশিক্ষণ নিতে চাইলে IBCS Primax কে পছন্দের শীর্ষে রাখতে পারেন।
ঠিকানা : # বাড়ি নংঃ ৫১, রোড ঃ ১০ A, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা।
# ৫০০ আল-মাদানী রোড, সোলাক বহর, বাদুরতলা, চট্ট্রগ্রাম-৪০০০।
ওয়েব : http://ibcs-primax.com/
কোর্স ডিটেইলস : http://ibcs-primax.com/education/course/oracle-certified-professional-ocp-11g-dba/
প্রশিক্ষন কালীন ব্যয় : ৬০,০০০ টাকা।
প্রশিক্ষন ব্যাপ্তি কাল : ১২০ ঘণ্টা।
মোবাইল :০1713397567
IT Bangla :ওরাকল ইউনিভার্সিটি স্বীকৃত (ওরাকল ট্রেইনিং এর জন্য)বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের মধ্যে IT Bangla একটি। আপনি চাইলে এখানেও প্রশিক্ষন নিতে পারেন, এখানেও ল্যাব সুবিধা সহ অন্যান্য সকল সুবিধা পাবেন। সেই সাথে পাবেন বিশ্বমানের শিক্ষক মণ্ডলী।
ঠিকানা ঃ # ৩২ টোপাখানা রোড, চট্টগ্রাম ভবন, তৃতীয় তলা, ঢাকা -১০০০।
#১৫৮ লেক সার্কাস রোড (দ্বিতীয় তলা) কলাবাগান, ঢাকা -১২০৫।
ওয়েব : http://www.itbangla.net/
কোর্স ডিটেইলস : http://www.itbangla.net/training_oracle.php
প্রশিক্ষন কালীন ব্যয় : ৫০,০০০ টাকা।
প্রশিক্ষন ব্যাপ্তি কাল : ১২০ ঘণ্টা।
মোবাইল ঃ 01733990541,01747685578
IAC Bangladesh Korea Information Access Center ঃ IAC মূলত BUET নিয়ন্ত্রিত ত্রাইনিং সেন্টার, এখানে BUET এর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রশিক্ষণ নিয়ে থাকেন, সুতরাং মানের ব্যাপার এ কোন প্রশ্ন থাকার কথা নয়। খরচও অন্য দুটি প্রতিষ্ঠানের চাইতে কম, রয়েছে অত্যাধুনিক ল্যাব সুবিধা। তবে এখানে প্রশিক্ষন নিতে চাইলে আপনাকে আগে অনলাইনে নিবন্ধন করতে হবে, তারপর বিশয় ভিত্তিক পরিক্ষা দিতে হবে, পরিক্ষায় উত্তীর্ণ হবার পর আপনি প্রশিক্ষন নিতে পারবেন।
ঠিকানা ঃ Bangladesh-Korea Information Access Center (IAC)
ECE Building (Ground Floor)
Bangladesh University of Engineering and Technology (BUET)
Dhaka-1000
ওয়েব : https://cse.buet.ac.bd/iac/index.php
কোর্স ডিটেইলস : https://cse.buet.ac.bd/iac/dma.php
মোবাইল : 01552-015596
Database Administration এর উপর যদি আপনি Certified হতে পারেন, তাহলে আপনার বেতন/ ইনকাম 6 digits হতে খুব বেশি সময় লাগবে না।
আমি Rifat ul alom। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।