কম্পিউটার শিক্ষা #৬ কম্পিউটার কেনার নির্দেশিকা | আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? তাহলে এই টিউনটি আপনার জন্য

মরা গত পর্বগুলোতে জেনেছি, কম্পিউটার কি? কম্পিউটারের গঠন এবং ইতিহাস। এ পর্বে জানবো কিভাবে এবং কোথা থেকে একটি কম্পিউটার কেনা যায়।
 
বাজারে নানান ধরণের কম্পিউটার রয়েছে। এর মধ্যে থেকে আপনাকে আপনার উপযুক্ত কম্পিউটার কিনতে হবে। প্রথমে নির্ধারণ করুন ডেস্কটপ না ল্যাপটপ কিনবেন।

 

 

পনি যদি কম্পিউটার নিয়ে বাইরে কাজ না করেন, অডিও ভিডিও এডিটিং, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে আপনার ডেস্কটপ কেনা উচিত। কারণ আপনি চাইলেই ডেস্কটপে ইচ্ছেমত যন্ত্রাংশ সংযোজন করতে পারবেন, কিন্তু ল্যাপটপে এ কাজটা একটু জটিল।
 
ল্যাপটপ মূলত তাদের জন্য যারা লেখালেখি, গান বা মুভি দেখা, ইন্টারনেট ব্যবহার করা কিংবা ইচ্ছেমতো যেখানে খুশি কম্পিউটার নিয়ে কাজ করতে পছন্দ করেন। ল্যাপটপ ডিজাইন করা হয় হালকা কাজের জন্য, যদিও আজকাল উচ্চক্ষমতার ল্যাপটপ পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটি ডেস্কটপ কম্পিউটার কিভাবে কিনতে হয় তা দেখবো, যদিও ল্যাপটপেও একই যন্ত্রাংশ থাকে।

 

 

একটি কম্পিউটার বানাতে লাগে:-

১. প্রসেসর

২.মাদারবোর্ড

৩. র‌্যা

৪. হার্ডডিস্ক

৫. নিটর

৬. কিবোর্ড ও মাউস

৭. কেসিং

 

চলুন দেখি কিভাবে আমরা এ যন্ত্রগুলো কিনবো?
 

প্রসেসর | Processor

ম্পিউটারের জন্য প্রসেসর প্রস্তুতকারী জনপ্রিয় দুটি প্রতিষ্ঠান হলো Intel ও AMD (Advanced Micro Devices)। আপনি আপনার সাধ্য ও চাহিদা অনুযায়ী রানিং মডেলের Intel কিংবা AMD প্রসেসর কিনুন।

 

Intel নাকি AMD

 

স্বল্প মূল্যে অধিক ফিচার বা সুবিধা সম্বলিত প্রসেসরের জন্য AMD খ্যাত হলেও Intel'র ব্যাবসায়িক পলিসির কারণে এটি পিছিয়ে রয়েছে। আপনি Intel প্রসেসরের জন্য যতগুলো মডেলের মাদারবোর্ড পাবেন AMD'র জন্য ততগুলো পাবেন না। AMD প্রসেসর কেনার ক্ষেত্রে কেবল মাদারবোর্ড প্রাপ্তির এই সীমাবদ্ধতাটুকু বাদে আর কোন অসুবিধা নেই। AMD'র গ্রাফিক্স পারফরমেন্স Intel এর চেয়ে অনেক গুণ ভালো। এজন্য Apple তাদের Macbook এ AMD গ্রাফিক্স কার্ড ব্যবহার করছে। আর যদি আপনি দামের কথায় আসেন তাহলে ইন্টেলের চেয়ে অনেক কম দামে একই ফিচার সম্বলিত AMD প্রসেসর পাবেন। যাহোক আমি আপনাকে কোনভাবে প্ররোচিত করতে চাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি যদিও কম্পিউটারের (ডেস্কটপ ও ল্যাপটপ) প্রসেসর বাজার ইন্টেল একচেটিয়া দখল করে রেখেছে, মানের দিক থেকে AMD Processor ইন্টেল এর চেয়ে কম না। মোটকথা হলো দুটো প্রতিষ্ঠানই ভালো মানের প্রসেসরের জন্য বিখ্যাত।
 

মাদারবোর্ড | Motherboard

Gigabyte হলো সর্ববৃহৎ মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তারপর রয়েছে ASUS। তাছাড়া রয়েছে MSI এবং FOXCONN। আপনি এদের মধ্যে যেকোন ব্র্যান্ড কিনতে পারেন। মাদারবোর্ড কেনার সময় জেনে নিন এটি আপনার নির্বাচিত প্রসেসরকে সমর্থন করে কি না।
 

motherboard

 

আপনি জানেন কি?
* Apple কেবল iPhone ও iPad ডিজাইন করে, কিন্তু বানায় মূলত Foxconn. গোটা পৃথিবীতে যে কয়টি ব্যক্তি Private অর্থাৎ ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানে সবচেয়ে বেশী কর্মী রয়েছে তার মধ্যে Foxconn হলো দ্বিতীয়, প্রথমে রয়েছে আমেরিকান প্রতিষ্ঠান Walmart। Foxconn এ কাজ করে ১.২ মিলিয়ন বা ১২,০০,০০০ (১২ লক্ষ) মানুষ
* একবার Intel একটি মডেলের মাদারবোর্ড বানাতে গিয়ে সমস্যায় পড়ে। সমস্যাটা কোনভাবে সাড়াতে পারছিলো না ইন্টেলের Engineer রা। কে ঐ মাদারবোর্ডের সমস্যার সমাধান করেছিলো জানেন? ASUS। এ ঘটনার পর থেকে Intel কোন Processor বাজারে রিলিজ করার আগেই তার Access দেয় ASUS কে।

 

র‌্যাম | RAM

Hynix, Samsung ও Crucial, এ তিনটি প্রতিষ্ঠান র‌্যামের বাজারে শীর্ষস্থান দখল করে আছে। এদের মধ্যে Hynix সর্বাধিক জনপ্রিয়। Apple Macbook ও iMac এ Hynix র‌্যাম ব্যবহার করছে। র‌্যাম এর বাজারে আমেরিকান ব্র্যান্ড Crucial খুবই পরিচিত যদিও এটি এখনও বাংলাদেশে সহজলভ্য নয়। কিন্তু Gskill, Corsair ও Transcend র‌্যাম বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

 

Ram
Ram

 

হার্ডডিস্ক | Hard Disk

র্তমানে দুই ধরণের হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে, প্রচলিত ডিস্কভিত্তিক হার্ডডিস্ক ও SSD তথা ফ্ল্যাশ হার্ডডিস্ক। SSD'র দাম বেশী হলেও এটি অনেক ফাস্ট, শব্দহীন ও দীর্ঘস্থায়ী। Western Digital, Seagate, Toshiba হলো প্রথম সারির হার্ডডিস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
 

 

Hard Disk
Hard Disk

 

মনিটর | Monitor

LCD ও LED এ দু ধরণের মনিটর বর্তমানে ব্যাবহৃত হচ্ছে। Samsung, ASUS, HP, DELL বিভিন্ন আকৃতির মনিটর তৈরী করছে। A4tech, Logitech, HP সহ আরো অনেক প্রতিষ্ঠান উন্নতমানের কিবোর্ড ও মাউস তৈরী করছে। কেইস তৈরী করে ASUS, DELL, Gigabyte, Lenovo সহ আরো অনেক প্রতিষ্ঠান
 

Monitor
Monitor

 

অন্যান্য যন্ত্রাংশ | Other Components

তাছাড়া আপনি যদি সিডি কিংবা ডিভিডি চালাতে চান তাহলে ডিভিডি রাইটার, গেইম খেলতে বা ভিডিও নিয়ে কাজ করতে আলাদা গ্রাফিক্স কার্ড, অডিও নিয়ে কাজ করতে সাউন্ড কার্ড এবং পাওয়ার ব্যাকআপের জন্য UPS কিনতে পারেন।

 

Case
Case

 

সতর্কতা! | Warning!

টাকা বাচাঁতে নিম্নমানের যন্ত্র কিনবেন না। প্রসেসর, মাদারবোর্ড ও র‌্যাম এই তিনটি যন্ত্র হলো কম্পিউটারের প্রাণস্বরূপ। তাই এগুলো যেন একটু ভালো মানের হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার বাজেট কম থাকলে আপনি হার্ডডিস্ক কম কিনুন। যেমন ৫০০ গিগার বদলে ৮০ গিগা। কারণ এতে কম্পিউটারের পারফরম্যান্সের কোন হেরফের হবে না। কিন্তু ভুলেও কোয়ালিটি নিয়ে কোন ছাড় দেবেন না।

 

Warning!
Warning!

 

কোথা থেকে কিনবেন? | Where to Buy?

 

Where to Buy?
Where to Buy?

 

ঢাকার অ্যালিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার হলো বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট। আগারগাওয়ে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি যা আইডিবি ভবন নামে পরিচিত। এটি ফার্মগেইট থেকে প্রায় চার কিলোমিটার দূরে। উত্তরায় রয়েছে এইচ এম পাজা, সাঈদ গ্র্যান্ড সেন্টার। তাছাড়া দেশের প্রায় সব জেলা শহরে কম্পিউটারের দোকান রয়েছে।

 
 

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

Download Links | ডাউনলোড লিংক

ডাউনলোড ভিডিও | সাইজ: 30 মেগাবাইট [720p]
ডাউনলোড অডিও | সাইজ: 4 মেগাবাইট [256 kbps]
ডাউনলোড PDF | সাইজ: 240 কিলোবাইট

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

 
আগের পর্বগুলো

কম্পিউটার শিক্ষা #১ কম্পিউটারের ধারণা | কম্পিউটার সম্পর্কে যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ভিডিও
কম্পিউটার শিক্ষা #২ কম্পিউটার পরিচিতি | কম্পিউটার বিষয়ে যারা নতুন তাদের কাছে কম্পিউটারকে পরিচয় করাতে এই ভিডিও টিউন
কম্পিউটার শিক্ষা #৩ কম্পিউটারের পরিচয় ও গঠন
কম্পিউটার শিক্ষা #৪ কম্পিউটার কি?
কম্পিউটার শিক্ষা #৫ কম্পিউটারের ইতিহাস

Level 0

আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট

carry on……………..

Level 0

কেউ বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে আজকাল গেম বা গ্রাফিক্স ডিজইন এর কাজ করে না । আর প্রসেসিং পাওয়ার এর কথা বলছেন বিভিন্ন টেকনোলজিক্যাল সাইট ঘুরে এসে তারপর INTEL নিয়ে কথাগুলো বলবেন। INTEL এবং AMD নিয়ে যা বললেন তা দেথে বোঝা যাচ্ছে অনেকদিন আগের পুরোনো ধ্যান ধারনা নিয়ে বসে আছেন। যেকোন টেকনোলজিক্যাল টিউন করার আগে ভালো করে খোজ খবর নিয়ে টেউন করলে আপনার তথ্য গুলো থেকে যারা জানে না তারা উপকৃত হবে।

    আপনার কমেন্টটি ভাল লাগলো।

    দয়া করে মনগড়া কথা বলবেন না। বাংলাদেশে কত ভাগ কম্পিউটার ব্যাবহারকারী এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যাবহার করে? এ কথা সত্য যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, এনিমেটর রা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যাবহার করে। কিন্তু বাকি রা? মানে সাধারণ ব্যাবহারকারী রা?

    বাংলাদেশে যারা কম্পিউটারে গেইম খেলে তাদের অধিকাংশের কম্পিউটারে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড নেই। এদের বেশীরভাগই আর্থিক সীমাবদ্ধতার কারণে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড কিনতে পারে না, এটা নিজের এক্সপিরিয়ান্স থেকে দেখা।

    ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক, যেমন আপনি যদি গুলশান বা উত্তরায় বসবাসরত কম্পিউটার ব্যাবহারকারীদের কথা বলেন তাহলে আপনার কথা ঠিক, কিন্তু গ্রামে বা ঢাকা জেলার বাইরে প্রেক্ষাপট টি একদমই ভিন্ন।

    আমি কোথাও বলি নি Intel এর চেয়ে AMD এর প্রসেসিং পারফরমেন্স ভালো, আমি যেটা বলেছি Intel এর চেয়ে AMD’র দাম কম, তাছাড়া AMD’র বিল্টইন গ্রাফিক্স Intel এর চেয়ে ভালো।

    এ কথা কি ভুল?

    এখানে দেখুন তূলনামূলক কার পারফরম্যান্স ভালো AMD নাকি Intel এর?

    Source: https://www.cpubenchmark.net/common_cpus.html

    বিল্টইন গ্রাফিক্স কার্ড দিয়ে কোন ব্যাবহারকারী কি করবে সেটা সেই ব্যাবহারকারীর ইচ্ছে, আকাংখা, সামর্থ্য, প্রয়োজন ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করবে। কোন প্রসেসরের পারফরমেন্স কেমন তা সেই প্রসেসরের বেঞ্চমার্ক এর ভিত্তিতে বিবেচনা করা হয়। এ কথা আমার কথা না, দেখুন উইকিপিডিয়া কি বলে:-

    Source:https://en.wikipedia.org/wiki/Benchmark_%28computing%29

    আপনি যদি সিপিউ বেঞ্চমার্ক ডট নেট http://www.cpubenchmark.net সাইট টি ভিজিট করেন তাহলে আমার কথার সত্যতা পাবেন। মানে আমি যা বলে ছিলাম একই ফিচার বা সুবিধা সম্বলিত Intel এর চেয়ে AMD প্রসেসরের দাম কম।

    আপনি যদি তালগাছ আমার টাইপের না হন তাহলে সিপিউ বেঞ্চমার্ক ডট নেট সাইটে কমন সিপিউ সেকশন টি দেখলেই বুঝতে পারবেন। প্রমাণস্বরূপ আমি উপরে স্ক্রিণশট দিয়েছি । আমি নিজেকে সচ্ছ রাখতে আবারো বলছি, আমি আমার টিউনের কোথাও এরকম কথা উল্লেখ করিনি যে Intel এর চেয়ে AMD এর প্রসেসিং পারফরমেন্স ভালো। আমি কি বলেছি সেটা হুবুহু্ নিচে দিয়ে দিচ্ছি।
    “স্বল্প মূল্যে অধিক ফিচার বা সুবিধা সম্বলিত প্রসেসরের জন্য AMD খ্যাত হলেও Intel’র ব্যাবসায়িক পলিসির কারণে এটি পিছিয়ে রয়েছে। আপনি Intel প্রসেসরের জন্য যতগুলো মডেলের মাদারবোর্ড পাবেন AMD’র জন্য ততগুলো পাবেন না। AMD প্রসেসর কেনার ক্ষেত্রে কেবল মাদারবোর্ড প্রাপ্তির এই সীমাবদ্ধতাটুকু বাদে আর কোন অসুবিধা নেই। AMD’র গ্রাফিক্স পারফরমেন্স Intel এর চেয়ে অনেক গুণ ভালো। এজন্য Apple তাদের Macbook এ AMD গ্রাফিক্স কার্ড ব্যবহার করছে। আর যদি আপনি দামের কথায় আসেন তাহলে ইন্টেলের চেয়ে অনেক কম দামে একই ফিচার সম্বলিত AMD প্রসেসর পাবেন। যাহোক আমি আপনাকে কোনভাবে প্ররোচিত করতে চাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি যদিও কম্পিউটারের (ডেস্কটপ ও ল্যাপটপ) প্রসেসর বাজার ইন্টেল একচেটিয়া দখল করে রেখেছে, মানের দিক থেকে AMD Processor ইন্টেল এর চেয়ে কম না। মোটকথা হলো দুটো প্রতিষ্ঠানই ভালো মানের প্রসেসরের জন্য বিখ্যাত।”

    আমি এই টিউনের কোথায় ভুল কিছু বলেছি দয়া করে সেটা মনগড়া কথা না বলে যুক্তি দিয়ে দেখিয়ে দেবেন।

    আপনি কি জানেন কে প্রথমে ৬৪ বিট প্রসেসর আনে, 8 Core প্রসেসর আনে?

    AMD

প্রশ্ন:আপনি যে আপনার এই টিউনটি ওডিও ভার্সন আপলোড দিয়েছেন এটা কি নিজের বলেছেন অথবা Text-to-speech সফটওয়্যার ব্যবহার করেছেন।যদি সফটওয়্যার ব্যবহার করে থাকেন তবে দয়া করে এন্ডয়েড ভার্সন হিসেবে সফটওয়্যার টা শেয়ার করেন।ধন্যবাদ।

    আমি টিউনে আপলোড করা অডিওটি আপলোড করেছি, কোন টেক্সট টু স্পীচ সফটওয়্যার দিয়ে অডিও জেনারেট করিনি বরং রেকর্ড করেছি মাইক্রোফোনের সাহায্যে।

ধন্যবাদ।মূল্যবান মতামতের জন্য।যদি এন্ড্রয়েড এর জন্য বাংলা Text-to-speech কোনো সফটওয়্যার এর কথা জানা থাকে তবে শেয়ার করলে অনেক উপকৃত হব।

Level 0

খুজে খুজে এমন একটা সাইট এর নাম দিলেন যা কেউ কাউন্ট করে না। ভালো Authentic দুই একটা সাইট এর নাম দিন যাদের রিভিউ মানুষ দেখে…………..যেমন:-http://www.anandtech.com, কিছু intel আর amd এর তুলনা দেই কোনদিন দেখে না থাকলে এখান থেকে দেখে নিন।
http://cpuboss.com/cpus/Intel-Pentium-G3258-vs-AMD-FX-6300
http://cpu.userbenchmark.com/Compare/Intel-Pentium-G3258-vs-AMD-FX-6300/2434vs1555
http://www.cpu-world.com/Compare/248/AMD_FX-Series_FX-6300_vs_Intel_Pentium_Dual-Core_G3258.html
এগুলো প্রথম সারির টেকনোলজিক্যাল সাইট । আর বাংলাদেশি একটা সাইট আছে http://banglagamer.com এখানে আপনার এই লেখাটে দিলে আপনাকে তারা বাহাবা দিত।

Level 0

আামি যে দু্‌টি প্রসেসরের পাথক্য দেখিয়েছি দয়া করে প্রসেসর দু্টির মাকেট প্রাইস যাচাই করে আপনার কম দামের অধিক ক্ষমতা সম্পন্ন AMD প্রসেসর আর অধিক দামের কম ক্ষমতসম্পন্ন INTEL প্রসেসর এর WEEKPEDIA BENCHMARK দেখতে পারবেন।