আর নয় বিদেশী ওয়েব সাইট এখন থেকে বাংলাদেশি ওয়েব সাইট থেকে ফ্রি লটারিতে জিতে নিন আকর্ষণীয় সব উপহার সামগ্রী (মোবাইল,টি-শার্ট,বই,টাওয়েল ইত্যাদি)। বিস্তারিত বিবরণ ও স্কিনসট সহ টিউন-টি দেখে নিন এখনই…

Giftapply.com কি?

নতুন এক পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রসারের লক্ষে প্রমোশনাল আইটেম জনসাধারণের কাছে লটারীর মাধ্যমে গিফট্ দিয়ে থাকেন। ব্যবসা প্রসারের জন্য এটি একটি অতি আধুনিক প্রচার মাধ্যম। Giftapply.com বিশ্বে সর্ব প্রথম নিয়ে এসেছে ব্যবসা প্রসারের এ প্রচার মাধ্যম। সুচনা করেছে এক নতুন অধ্যায়।

সাধারণ সদস্য হবার নিয়মাবলী:

সাধারণ সদস্য কি?

যারা Giftapply.com ওয়েব সাইটে গিফট্ প্রাপ্তির জন্য সাইন আপ বা রেজিস্ট্রেশন এর মাদ্ধমে  একাউন্ট করেন তারাই হল সাধারণ সদস্য।

সাধারণ সদস্য হতে হলে কি কোন ফি লাগে?

না। সাধারণ সদস্য হতে হলে কোন ফি লাগে না।

কোন প্রতিষ্ঠান বা গ্রুপ কি গিফট্ প্রাপ্তির জন্য সদস্য হতে পারবেন?

না। এটি একক ব্যক্তির জন্য। কোন প্রতিষ্ঠান বা গ্রুপ গিফট্ প্রাপ্তির জন্য সদস্য হতে পারবেন না।

একই ব্যক্তি কি একাধিক একাউন্ট করতে পারবেন?

না। একই ব্যক্তি একটির বেশি একাউন্ট করার সুযোগ পাবেন না। Giftapply.com টিম এ ব্যাপারে সর্বদা সচেষ্ট। ভুল তথ্য দিয়ে কেহ একাধিক একাউন্ট করার চেষ্টা করলে উক্ত ব্যক্তির পূর্বের একাউন্ট বাতিল হবে এবং পরবর্তীতে পুনরায় একাউন্ট করার সুযোগ পাবেন না।

সাধারণ সদস্য হিসেবে সাইন আপ বা রেজিস্ট্রেশন বা একাউন্ট করার নিয়মগুলো কি কি?

১) সর্বনিম্ন বয়স হতে হবে ১৩ বছর।

২) একটি ব্যক্তিগত ইমেইল একাউন্ট থাকতে হবে।

৩) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গিফট্ প্রাপ্তির জন্য চিঠির ঠিকানা অর্থাৎ মেইলিং এড্রেস সঠিক ভাবে পূরণ করতে হবে।

৪) নির্দিষ্ট মাপের নিজের রংঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে। ছবি সংযুক্ত না করলে একাউন্ট প্রোফাইল অ-সমাপ্ত অবস্থায় থাকবে। একাউন্ট প্রোফাইল বা স্টাটাস ১০০% না হলে উক্ত একাউন্ট লটারী কার্যকমে আসবে না।

৫) বাবা বা মায়ের নাম এবং নিজের জন্ম তারিখ উল্লেখ আছে এমন যে কোন আই.ডি. কার্ড বা সার্টিফিকেট এর স্কেন কপি সংযুক্ত করতে হবে। যেমন:- জাতীয়তা আই.ডি. কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, ইত্যাদি। এগুলোর যে কোন একটি সাবমিট করে একাউন্ট ভেরিফাই না করলে একাউন্ট প্রোফাইল অ-সমাপ্ত অবস্থায় থাকবে।

৬) কমপক্ষে পরিচিত নতুন একজনকে রেফারেল এর মাধ্যমে Giftapply.com এর সদস্য বানাতে হবে

৭) এছাড়া রেজিস্ট্রেশন ফিল্ডের/ফরমের বিভিন্ন তথ্য পূরণ করতে হবে।

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ Giftapply.com

সকল সাধারণ সদস্য কি গিফট্ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন?

উপরোক্ত নিয়মে যে কেহ সাধারণ সদস্য হতে পারবেন। তবে শুধুমাত্র যে সকল সদস্য এর প্রোফাইল / স্টাটাস ১০০% সম্পূর্ণ হয়েছে শুধু তারাই গিফট্ এপ্লাই লটারী কার্যক্রমে আসবেন।

কি ভাবে সাধারণ সদস্যের প্রোফাইল বা স্টাটাস ১০০% সম্পূর্ণ হবে?

এটি খুবই সহজ প্রক্রিয়া। আপনার ছবি, চিঠির ঠিকানা, উপরে উল্লেখিত আই.ডি. কার্ড সংযুক্ত করতে হবে এবং পরিচিত নতুন একজনকে রেফারেল লিংক দ্বারা Giftapply.com এর সাধারণ সদস্য হবার জন্য রেফার বা ইমেইল করতে হবে।

প্রোফাইল ১০০% করতে নিচের ছবি গুলো পর্যায়ক্রমে ফলো করুন ↓

বাংলাদেশি যারা বিদেশে থাকেন তারা কিভাবে সাধারণ সদস্য হবেন?

বিদেশে থাকেন যে কোন বাংলাদেশি, বাংলাদেশের প্রদত্ত গিফট্ প্রাপ্তির জন্য সদস্য হতে পারবেন। সেক্ষেত্রে তিনি বাংলাদেশের ঠিকানা ব্যবহার করবেন। এবং গিফট্ বিজয়ী হলে উনার অনুমোদিত ব্যক্তি গিফট্ গ্রহন করতে পারবেন।

গিফট্ আইটেম এবং লটারী প্রক্রিয়া:

প্রমোশনাল গিফট্ কেমন হতে হবে?

১) নিজেদের প্রস্তুতকৃত অথবা বাজার থেকে কেনা যে কোন পণ্য প্রমোশনাল গিফট্ দেয়া যাবে।

২) নগদ টাকা, বই, খাদ্য দ্রব্য, প্রাইজবন্ড, শর্ত বিহীন বৃত্তী, স্কলারশীপ, দেশ বিদেশের কোন টিকেট ইত্যাদিও প্রমোশনাল গিফট্ হিসেবে প্রদান করা যাবে।

৩) চাইনিজ রেস্টুরেষ্ট তাদের দুপুরের/রাতের খাবার ফ্রি অফার করতে পারবেন। খাবার দোকান তাদের খাবার গিফট্ দিতে পারবেন। খাবার খাওয়ানো বা পাঠানো সম্ভব না হলে সমমূল্য পরিশোধ করিবেন।

৪) আবাসিক হোটেল তাদের রুম থাকার জন্য ফ্রি দিতে পারবেন। তবে বিজয়ীর থাকার অপারগতায় হোটেল মালিক সমমূল্য পরিশোধ করিবেন।

৫) কোন প্রকার ভারচুয়াল গিফট্ যেমন – কোর্স ফী ডিসকাউন্ট, ভর্তির জন্য লটারীর মাধ্যমে সিলেকশন, অযোক্তিক টিকেট, শর্ত সাপেক্ষে টিকেট, পণ্য ক্রয়ের বিপরীতে গিফট্, শর্ত পূরণ পূর্বক ফ্রী গিফট্ ইত্যাদি প্রদান করা যাবে না।

৬) গিফট্ আইটেম প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে সাজানো হতে পারবে। যেমন – প্রথম পুরস্কার টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ক্যামেরা, তৃতীয় পুরস্কার ডিভিডি প্লেয়ার, চতুর্থ পুরস্কার ১০টি প্রেসার কুকার। অথবা শুধুমাত্র একই গোত্রের অধিক সংখ্যক গিফট্ থাকতে পারবে। যেমন – ১০০০টি টি-শার্ট।

৭) গিফট্ এর উপর নিজেদের প্রতিষ্ঠানের নাম বা লগো ব্যবহার করা যাবে।

কিভাবে বিজয়ী নির্বাচন করা হবে?

পূর্ব নির্ধারিত লটারীর তারিখে কম্পিউটার সংক্রিয় ভাবে র‌্যান্ডম সিলেকশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করে তালিকা তৈরি করবে এবং তালিকাটির একটি কপি উক্ত প্রাতিষ্ঠানিক সদস্য পাবেন। পাশাপাশি যারা বিজয়ী হবেন প্রত্যেকের ইমেইলে একটি অভিনন্দন মেসেজ পাবেন।

একই তারিখে যদি অনেকগুলো লটারীর তারিখ থেকে থাকে তাহলে সবগুলোই একই প্রক্রিয়ায় সংগঠিত হবে।

বিজয়ীর অবর্তমানে মনোনীত ব্যক্তি কি গিফট্ সংগ্রহ করতে পারবে?

হ্যাঁ পারবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ দেখাতে হবে।

লটারী এবং অন্যান্য সব বিষয়ে কি স্বচ্ছতা থাকবে?

Giftapply.com কর্তৃপক্ষ সব বিষয়ে স্বচ্ছ থাকতে বন্ধ পরিকর। সাধারণ সদস্য এবং প্রাতিষ্ঠানিক সদস্য উভয়ই যাতে নিজ নিজ স্বার্থ রক্ষা করতে পারে সে সকল বিষয়ের উপর সজাগ দৃষ্টি রয়েছে। কোন পক্ষই যাতে কেহ কাওকে ঠকানো বা মিথ্যা আশ্রয়ে না যেতে পারে সে সকল বিষয় বিবেচনা করে ওয়েব সাইটে ব্যবস্থা রাখা হয়েছে।

কি গিফট্ পেতে পারেন ↓

তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন আর জিতুন সব আকর্ষণীয় সব উপহার।

Level 1

আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লটারি কি প্রতিদিন করা হয়?

আপনি যে কম্পানির লটাটিতে এপ্লাই করবেন সেই কম্পানি একটা নির্দিষ্ট তারিখ দিয়ে রাখবে আর সেই তারিখেই লটারির ড্র হবে। আর একজন ব্যাক্তি প্রতিদিন একটা করে লটারি ধরতে পারবে।