আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। কিছুদিন আগে এখানে একটি টিউন করেছিলাম “অ্যাডসেন্স ও ব্লগস্পট থেকে ইনকাম বিষয়ক আমার বাস্তব অভিজ্ঞতা ও কিছু পরামর্শঃঃআমি পেরেছি আশা করি আপনিও পারবেন।”শিরোনামে। টিউন লিংক: https://www.techtunes.io/adsense/tune-id/347971 (প্রয়োজন হলে দেখে নিবেন)
তারই ধারাবাহিকতায় আমার আর একটি ক্ষুদ্র প্রয়াস।
সম্প্রতি অনেকেই টিউনমেন্ট এর মাধ্যমে জানতে চেয়েছেন কিভাবে ওয়েবসাইট বা ব্লগের টিউন গুলো কে অটোমেটিক্যালি ফেসবুক,টুইটার সহ অন্যান্য ফ্যান পেজে ইনসট্যান্ট প্রকাশিত করবেন? এই টিউনটিতে আমি তা আলোচনা করার চেষ্টা করছি, নতুনদের হয়তো উপকারে আসবে। এ বিষয়ে আগে টিউন হয়েছে কিনা তা আমরা চোখে পড়েনি, হয়ে থাকলে এবং ভূল ত্রুটি গুলোকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ওয়েবসাইট বা ব্লগের টিউন গুলো কে অটোমেটিক্যালি ফেসবুক,টুইটার সহ অন্যান্য ফ্যান পেজে ইনসট্যান্ট প্রকাশ করার জন্য অনেক পদ্ধতির মধ্যে আমি ডেলিভার ইট এই সাইটি নিয়ে আলোচনা করবো। আমি আমার ব্লগের জন্য এই ওয়েবসাইটি ব্যবহার করে থাকি। যা আমার ব্লগে যে কোন টিউন পাবলিশ করার সাথে সাথে আমার সাইট এর বিভিন্ন ফ্যান পেজে অটোম্যাটিক্যালি টিউন করে দেয়। আসুন দেখি কিভাবে আপনি করবেন, এবং কিভাবে এটি কাজ করবে।
১. প্রথমেই https://dlvr.it/ এই সাইটিতে যান। নিচের মত দেখতে পাবেন।
এখান থেকে সাইন আপ এ ক্লিক করুন: নিচের মত দেখতে পাবেন:-
আপনি চাইলে আপনার ফেসবুক বা টুইটার একাউন্ট দিয়েও লগিন করতে পারবেন, না চাইলে আপনার ই-মেইল আইডি দিয়ে সাইন আপ করুন, সাইন আপ হয়ে গেলে, এখন লগ-ইন করুন। তখন নিচের মত ড্যাশবোর্ড পাবেন:
এখন আপনি আপনার হাতের বাম দিকে "Start Feeding" এখানে ক্লিক করুন: নিচের মত দেখতে পাবেন।
এখন আবারো প্রথমেই আপনার হাতের বাম দিকে আসুন, এখানে "Your blog or other website URL" এ আপনার ব্লগ বা ওয়েবসাইট এর ফিড URL টি দিন,এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে অবশ্যই ফিড URL টি দিতে হবে, আপনার সাইট এর শুধুমাত্র এড্রেসটি দিলে কাজ হবে না। উদাহরন স্বরূপ বলতে পারি মনে করুন আপনার সাইটের এড্রেসটি হলো "http://www. yoursite.com" সে ক্ষেত্রে আপনার সাইটের ফিড URL টি হবে অনেকটা এ রকম "http://www. yoursite.com/feeds/posts/default" কাজেই আপনার সাইটের ফিড URL টি খুজে বের করুন।
এখন ফিড URL টি দিয়ে "Verify Feed" এ ক্লিক করুন
এখন আপনার ফিডটি ঠিক থাকলে বাম পাশে একটি ধুসর টিক চিহ্ণ দেখতে পাবেন। নিচের চিত্রের মত:
এখন আপনার বাম দিকের কাজ শেষ, এখন চলে আসুন ডান দিকে। "Choose a Destination" এখান থেকে একটি আইকোন এ ক্লিক করুন যেখানে আপনি টিউনটি প্রকাশিত করতে চান, ধরুন আমি চাই ফেসবুক এ আমার ফ্যান পেজ এ আমি আমার ওয়েব সাইট এর টিউন গুলো পাবলিশ করতে। আপনি চাইলে আপনার ব্যক্তিগত প্রোফাইলেও পাবলিশ করতে পারবেন। যাই হোক ফেসবুক আইকোনটির উপর ক্লিক করুন, সে ক্ষেত্রে নিচের মত দেখতে পারবেন:
এখন বামদিকে লক্ষ্য করুন "Choose Where to Post:" একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন যেখানে Accounts লেখা আছে, সেখান থেকে নির্বাচন করুন আপনি কোথায় পাবলিশ করতে চান। বলে রাখা ভালো আপনাকে আপনার ফেসবুক একাউন্ট এ লগ-ইন থাকা লাগবে। আপনার ফেসবুক একাউন্ট এ লগিন যদি থেকে থাকেন, তাহলে Accounts লেখা স্থলে আপনার ব্যক্তিগত প্রোফাইল সহ এর সাথে সংশ্লিষ্ট পেজ গুলো শো করবে। এখান থেকে প্রোয়জন মত পেজ সিলেক্ট করুন। নিচের মত:
এর পর Continue এ ক্লিক করুন। নিচের মত দেখতে পাবেন:
আরো একাউন্ট যোগ করতে চাইলে (যেমন- একাধিক ফেসবুক পেজ বা প্রোফাইল বা টু্ইটার) বাম পাশে ADD বাটনে ক্লিক করুন, সব শেষ হলে Done এ ক্লিক করুন। তখন একটি মেসেজ দেখাবে এবং ওকে করলে নিচের মত দেখাবে।
তার মানে হলো আপনি সব কিছু সফল ভাবে সম্পন্ন করেছেন এবং এখন থেকে আপনি আপনার সাইটে যা-ই টিউন করুন না কেন অটোমেটিক্যালি তা আপনার সিলেকটেড পেজ এ চলে যাবে।
বিষয়টি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা সাইট (এখানে) ও আমার ফেসবুক পেজ (এখানে) এর ঠিকানা দিলাম, লক্ষ্য করে দেখুন আমার সাইটের প্রতিটি টিউন করার সাথে সাথে তা আমার ফেসবুক পেজ এ চলে এসেছে।
বিষয়টি ধাপে ধাপে চিত্র সহকারে বুঝানোর চেষ্টা করলাম আশা করি কারো বুঝতে সমস্যা হবে না, তার পরও কোন সমস্যা হলে টিউনমেন্ট করে জানাবেন। টিউনটি ভালো লাগলেও জানাবেন, কিন্তু দয়া করে কেও বাজে টিউমেন্ট করবেন না। একটি টিউন করতে অনেক সময় লাগে কিন্তু আপনার পড়তে ২ মিনিটও লাগে না। আপনাদের ভালো টিউনমেন্ট টিউনারদের ভালো টিউন উপহার দিতে উৎসাহিত করে।
আর হ্যা, সময় পেলে ঘুরে আসবেন আমার সাইট থেকে: আমার সাইট এখানে,
যোগাযোগ করতে পারেন আমার পেজ এ: আমার পেজ এখানে
আমি sajal007bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা ভাইয়া একটু হেল্প করুন প্লিজ। আমি বাংলাদেশি ডোমেইন প্রভাইডারের কাছ থেকে একটা ডোমেইন কিনেছি। এখন আমাকে তাদের সাইট থেকে আমার ডোমেইন কন্ট্রোল করতে হচ্ছে ( Nameserver, epp code) দেখতে পারছি , পরিবর্তনও করতে পারতেছি। এখানে Cpanel কোনটা ? Cpanel টা ঠিকমতো বুঝতেছিনা। আর ফ্রী নেট অর টেকনোলজি বিষয়ক সাইট এর জন্য কত এমবি Hosting লাগবে।