আমাদের ভাবনাগুলো হয় যেমনঃ
১। কোন কিছু নিয়ে ভাবতে আমরা অনেক ভালবাসি। তার থেকে বেশি ভালবাসি, যেটা ভাবতেছি তার সুফলগুলো নিয়ে ভাবতে।
২। আমরা কোন কিছু শুরু করতে অনেক পছন্দ করি। তার থেকে বেশি পছন্দ করি, যেটা শুরু করতেছি তার শুরুটা যেন অবশ্যই ভাল হয়।
৩। আমাদের ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তিত থাকি আমরা। তার থেকে বেশি চিন্তিত থাকি, কোন ক্যারিয়ারটা নিজের জন্য ভাল হবে সেটা নিয়ে।
কিন্তু, ভাবনাগুলোর পরিনতি হয় যে রকমঃ
১। ভাবনাগুলো ভাবনাই থেকে যায়।
২। শুরুটা অনেক সুন্দর হয় কিন্তু শেষটা আর হয় না।
৩। সবশেষে, ক্যারিয়ারটা ছেড়ে দেন ভাগ্যের হাতে।
দারুন ভাবনা আমাদের !!
কিন্তু, যদি একটু অন্যরকমভাবে ভাবতেন, তাইলে ক্যামন হতো?
১। একজন রমণীর সাথে প্রেমে লিপ্ত হলে, তার সান্যিদ্ধে সুখ ভোগ করবেন এটা ভেবেছেন। কিন্তু, সেই সুখ ধরে রাখতে হলে যে লক্ষী দেবীর কৃপা প্রয়োজন সেটা কি একবারও ভেবেছেন?
প্রত্যেকটা ভাবনার সাথে তার পজেটিভ ও নেগেটিভ দিকগুলো ভেবে নিলে কি ভালো হতো না?
২। হয়তো ভেবেছেন ইন্টারনেট থেকে টাকা ইনকাম করবেন। তাই কম্পিউটার, ইন্টারনেটসহ যাবতীয় হাই-টেকনোলজির প্রোডাক্ট কিনে এনেছেন এবং ভালভাবে শুরুও করেছেন। কিন্তু, কনটিনিউ করতে পেরেছেন কি?
শুরুটা কত সুন্দর করবেন সেটা নিয়ে ভেবেছেন কিন্তু শুরু হওয়ার পর সেটা কিভাবে কনটিনিউ করবেন সেটা কি একবারও ভেবেছেন?
শেষটা কিভাবে করবেন? সেটা নিয়ে আপনি কি একবারও কিছু ভেবেছিলেন? ভাবেন নাই।
৩। ছোটবেলায় ভেবেছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। কলেজ লাইফে এসে ভেবেছেন বড় কোন প্রতিষ্ঠানে চাকরি করবেন। আর পড়াশুনা শেষ করে এখন ভাবছেন যেকোন একটা কাজ পেলেই চলবে!!
মূল সময়ে এসে এই অবস্থা ক্যানো? কারন, পূর্বেই আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে দৃঢ় ছিলেন না।
ক্যারিয়ার নিয়ে যদি সন্দেহে না থেকে, যেকোন একটা বিষয়ে দৃঢ় থাকতেন, সেটাই কি উত্তম হতো না?
নিজেকে প্রশ্ন করুন আর স্বয়ং বিচার করুন।
ভালো থাকুন সবাই।
ফেসবুকে আমিঃ Uttam Barai
আমি Krisnendu Maharathi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙁