কি খবর!! কেমন আছেন সবাই!!
আমরা আজকাল অনেকেই ইন্টারনেট ব্যবহার করার উপর বেশ জোড় দিয়েছি কিন্তু যদি ইন্টারনেট থেকে ফ্রি কল করা যেত অনেকটা লাভ হত। কারন আমাদের তো ইন্টারনেট ব্যবহার করতেই হয়। পাশাপাশি কল করার সুবিধাটা পাওয়া গেলে অনেক লাভ হত।
আমি অনেকদিন খোজ করার পর আজ একটি ওয়েব সাইটের দেখা পেলাম যে টা থেকে সত্যিই ফ্রি কল করা যায়। আরো অনেক সাইটের খোজ পেয়েছি কিন্তু ফ্রি বটে আগে তাদের একটা প্যাকেজ কিনতে হয়। এটা আমাদের জন্য ঝামেলা কারন কিনতে চাইলেও আমাদের ক্রেডিট কার্ড আছে কয়জনের।
এই টিপসটি প্রথম আমি পেয়েছিলাম অন্য একটি ব্লগে।কিন্তু তখন আমি নিজেই টিপসটি প্রয়োগ করতে পারিনি।কত চেষ্টা করেছি তাও ফ্রি কল যায় না।আমি ভাবলাম যে এটি ভুল টিপস।কিছুদিন আগে কি মনে করে যেন আবার ট্রাই করলাম।ওমা! এবার দেখি ঠিকঠাক সব হলো !!আসলে ফ্রি কলের সেবাগুলো মোবাইল অপারেটরগুলো টের পেয়ে ব্লক করে দেয়।যার কারনে অনেক সময় ইন্টারনেট থেকে ফ্রি কল করতে গেলে আমরা অনেক সময় বাধাপ্রাপত হই আর ভাবি আসলে এটি ভুয়া
যাই হোক এবার বলি কিভাবে ফ্রি কল করা যায়। আমি এটা আগে পরীক্ষা করে নিয়েছি। প্রথমে ওয়েলিংটনে আমি কল করেছি এর জন্য।
ফ্রি কল করার জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে Software টি ডাউনলোড করে নিন।
এবার ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
নোট: এটি সম্পুর্ণ ভা-ইরাস মুক্ত। (টেস্টেড) তবুও যদি সেটাপ দিতে সমস্যা হয় অথবা প্রোগ্রাম ওপেন না হয়, তাহলে এন্টি-ভা-ইরাস অফ করে রাখুন অথবা আন-ইন্সটল করে ফেলুন :)। কারণ সফটওয়্যারটি প্যাচ (Patch) করা এবং BTRC এর লাইন ব্লকের কারণে ঝামেলা হতে পারে। 🙂
ইন্সটল করার পর স্টার্ট মেনু থেকে PirateBOXcall এপ্লিকেশন ওপেন করুন এবং মজা লুটেন!! 😀 😀
যে নাম্বারে কল করতে চান সে নাম্বার লিখে এন্টার করুন। পিসিতে মাইক্রোফোন না থাকলে From Number এর জায়গায় আপনার একটা ফোন নাম্বার এবং To Number এর জায়গায় যাকে কল করতে চান তার নাম্বার লিখে Call বাটনে ক্লিক করুন। ৫ মিনিটের মধ্যে আপনার ফোনে একটা কল যাবে। কল রিসিভ করে যাকে কল করতে চান তার নাম্বার আবারও ডায়াল করুন। সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যাবে। এরপর আবার কল করে কথা বলতে পারবেন। 😀
পরের টিউনে দেখা হবে! 🙂 সবাই ভালো থাকবেন! :*
সমস্যা হলে নিচের টিউন ফলো করুনঃঃ
কয়েকদিন আগে আমি একটা টিউন করেছিলাম ফ্রিতে কল করার উপর। কিন্তু অনেক মানুষ একসাথে ট্রাই করার ফলে বাংলাদেশিদের জন্য এটি বন্ধ করে দেয়া হয়। 🙁
এজন্য অনেকে ট্রাই করে হতাশ হন। আবার Failed to Extract file সমস্যারও মুখোমুখি হন। অনেকের আবার ব্রাউজারে সমস্যা হয়েছে। তাঁদের সবার জন্য আমি সমাধান নিয়ে এসেছি। 😀 😀
এ সমস্যার সমাধানের জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে DNS changer ডাউনলোড করুন।
এবার ফাইলটি ওপেন করুন।
Select Network Adapter : All Network Adapter
Choose a DNS Server : 1. US - Google Public DNS
এইরকম সিলেক্ট করে তারপর বামদিকে Apply DNS এ চাপুন। 😀
নিচের ছবি ফলো করবেন।
আমি ColorCode। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।