সবাইকে সালাম জানিয়ে টিউনটি শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছেন।
বর্তমানে আমরা প্রতিনিয়ত অনলাইনে কেনাকাটা ছাড়া ও বিভিন্ন ব্যক্তিগত তথ্য ব্যবহার করে থাকি। কেনাকাটা করার সময় বিভিন্ন ব্যাংকিং তথ্য, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করি। এসব তথ্যগুলো খুবই স্পর্শকাতর, যে কোন সময় এসব তথ্য হ্যাকারা সহজেই হ্যাক করে নিতে পারে। কারন আমরা জানি না আমরা যেসব সাইটে এসব তথ্য ব্যবহার করছি সেগুলো নিরাপদ কিনা ! সাইট নিরাপদ কিনা সেটা বুঝা খুব সহজ, আমরা এখন মোটামুটি সবাই আলি এক্সপ্রেস, পেপাল, ইবে, গুগল, ফেসবুক, ইত্যাদি ব্যবহার করি। এগুলো ব্যবহার করার সময় আপনার ব্রাউজার এর এড্রেসবার লক্ষ্য করলে দেখবেন সাইটির নাম https:// দিয়ে শুরু হয়েছে, আর নরমাল সাইট গুলো http:// দিয়ে শুরু হয়। এইযে http এটি একটি অনিরাপদ প্রোটোকল, এইটার সাথে যখন S যুক্ত হয় এই প্রোটোকল এর সাইটি নিরাপদ। এখানে আপনি নিরাপদ, এসব সাইট গুলোতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং তথ্য, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করতে পারেন। এই প্রোটোকল বা সাইটে https:// তখনই আসে যথন ঐ সা্ইটে SSL (SECURE SOCKETS LAYER) CERTIFICATE ব্যবহার করা হয়।
আজকে আমি আপনাদের কাছে SSL কি ? SSL CERTIFICATE এর ধরন এবং একটা সাইটে SSL CERTIFICATE ব্যবহারে সাইটে কি কি উন্নতি হয় এসব নিয়ে আমার আজকের এই টিউনটি।
SSL CERTIFICATE কি ?
SSL CERTIFICATE হল একটি সিকিউর লেয়ার যা, যেকোন সাইটের ব্যবহারকারীর তথ্য থেকে শুরু করে ঐ সাইট এর বিভিন্ন লিংক এনক্রিপ্ট করা করে রাথে, যাতে হ্যাকারা এসব তথ্য খুজে বের করতে না পারে। SSL একটি সা্ইট এর ব্যবহারকারীর লগ ইন নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদে রাখে।
সাধারণত, ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে পাঠানো তথ্যে ব্যবহারকারী টেক্সট-প্লেইন মাধ্যমে পাঠিয়ে থাকে । যদি সেসময় কোন হ্যাকার ওয়েব সার্ভারের মধ্যে পাঠানো তথ্যে হ্যাক করতে যায় তখন, SECURE SOCKETS LAYER তাকে বাধা প্রদান করে, হ্যাকার তথ্যে গুলো নিতে পারবে না এবং ধরা পড়ে যাবে।
আরো নির্দিষ্টভাবে বলতে গেলে SSL একটি নিরাপত্তা প্রোটোকল. প্রোটোকলে কিভাবে লিংক এবং তথ্য উভয় প্রেরিত হচ্ছে, SSL প্রোটোকল, এনক্রিপশন ভেরিয়েবল দ্বারা তা নির্ধারণ করে থাকে।
SSL CERTIFICATE এর ধরন :
SSL CERTIFICATE বিভিন্ন ধরন এর হয়ে থাকে যেমন :
এখন আসা যাক SSL গুলোর কাজ ও ব্যবহার নিয়ে :
SSL CERTIFICATE আছে এমন ওয়েব সাইটগুলো বুঝবেন কি করে ?
SSL CERTIFICATE নিয়ে মোটামুটি অনেক কিছু জেনে গেছেন। এবার আসা যাক কি করে, SSL CERTIFICATE আছে এমন ওয়েব সাইটগুলো বুঝবেন কি করে তা একটি চিত্র এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম :
উপরে উল্লেখকৃত বৈশিষ্ট্যগুলো একটি SSL CERTIFICATE প্রাপ্ত ওয়েব সাইটে থাকবে। এতে সহজেই বুঝতে পারবেন ওয়েব সাইটি বিশ্বাসযোগ্য ও নিরাপদ।
ওয়েব সাইটে SSL CERTIFICATE ব্যবহার করে কি লাভ ?
এখন আসা যাক ওয়েব সাইটে SSL CERTIFICATE ব্যবহার করে কি হবে ? এতে লাভ কি ?। এতে যদি ব্যবহার করে যদি লাভই না হতো তাহলে, google , yahoo, facebook, bing, wordpress, aliexpress, ebay, digital point এছাড়া আরও অনেক জনপ্রিয় ব্লগ, সাইট, SSL CERTIFICATE ব্যবহার করত না !!
ব্যবহার করে আপনার লাভ -
বিভিন্ন ধরনের SSL CERTIFICATE দাম ও কমপেয়ার করতে ঘুরে আসতে পারেন এ সােটে । আর একটাই কথা বলব, নিরাপদ সাইট গুলো ব্যবহার করুন, পেমেন্ট করুন। এতে আপনার সব তথ্য নিরাপদ থাকবে।
বিভিন্ন ধরনের SSL CERTIFICATE দাম ও কমপেয়ার করতে ঘুরে আসতে পারেন এখানে । আর একটাই কথা বলব, নিরাপদ সাইট গুলো ব্যবহার করুন, পেমেন্ট করুন। এতে আপনার সব তথ্য নিরাপদ থাকবে।
আর যদি এর অসুবিধা, খারাপ দিক খুুজতে যান একটাই দিক ই পা্বেন সেটা হলো এর প্রাইজ মানে দাম একটু বেশি .. 😀
বর্তমানে SSL CERTIFICATE এর জনপ্রিয় যেসব ব্র্যান্ড , মানুষ তাদের সাইটে ব্যবহার করে
আমি নেটকন ওয়েবহোস্টিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্যক ধন্যবাদ টিউন করার জন্য। আসলে অনেকদিন ধরেই এই বিষয়ে জানার চেষ্টা করছিলাম এবং দেশী-বিদেশী অনেক সাইটেই এই সুবিধাটি দেখেছি। আজ সেই বিষয়টি ক্লিয়ার করলেন। খুবই ভাল লাগলো এবং একদম সরাসরি প্রিয়তে। আচ্ছা এই সুবিধাটি যুক্ত করতে কত খরচ হবে??