দ্বিতীয় ধাপঃ পরের পেজ এ
- My e-mail address is:স্থানে আপনার E-mail address টি দিন।
- I am a new customer. রেডিও বাটনে ক্লিক করুন।
- My name is: এখানে আপনার নাম দিন।
- My e-mail address is: আপনার ইমেইল এড্রেস দিন।
- Type it again: এ পুনরায় আপনার ইমেইল এড্রেস দিন।
- Enter a new password এ আপনার পাসওয়ার্ড দিন।
- Type it again: এ পুনরায় আপনার পাসওয়ার্ড দিন।
- এর পর নিচের Create account বাটনে ক্লিক করুন।
- Your Account Information এ
- Payee Name এর জায়গায় আপনার নাম দিন, অবশ্যই আপনার ব্যাংক, ন্যাশনাল আইডি কার্ড, পেওনারের মাষ্টার কার্ড অনুযায়ি দিন।
- এবং বাকি ঘর গুলো অবশ্যই সঠিক তথ্য দ্বারা পূরণ করুন।
- এর পর Next বাটনে ক্লিক করুন।
- What is the name of your website? আপনার ওয়েব সাইটের নাম দিন।
- What is the URL of the website(s) you will use to send traffic to Amazon?আপনার ওয়েব সাইটের URL দিন।
- What is your website(s) about?আপনার ওয়েব সাইটের বর্ণনা দিন।
- Which of the following topics best describes the topic of your website(s)? আপনার ওয়েব সাইটের ক্যাটাগরি দিন।
- What type of Amazon items do you intend to list on your website(s)?আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা দিন, তবে চাইলে সবগুলো টিক দিয়ে দিন।
- What type of site is your website(s)? এ প্রথম টিতে Blog, দ্বিতীয় টিতে Content or Niche Website দিয়ে দিন।
- How do you drive traffic to your website(s)? এ সবগুলো টিক দিয়ে দিন।
- How else do you monetize your website(s)? এ Amazon Associate in the only way I monetize my site দিয়ে দিন।
- How do you usually build links?আপনার ওয়েবসাইট টি কোন প্রগ্রামি ল্যাংগুয়েজে তৈরি সেটা দিন।উদহারনঃ html, wordpress ইত্যাদি।
- How many unique visitors does your website(s) get per month?আপনার ওয়েবসাইট এ মাসে কতজন ভিজিটর আসে সেটা উল্লেখ করুন।এখানে আপনি ৫,০০১-৫০,০০০ দিয়ে দিন।
- What is your primary reason for joining the Amazon Associates Program? এ To monetize my site দিন।
- How did you hear about us? এ Online Search দিন।
- Type the characters in the above image ঘরে ক্যাপচা দিন। এর পর Next বাটন ক্লিক করুন।
- Enter Telephone Number এ, +88 সহ আপনার মোবাইল নম্বর দিন, এবং call me now বাটনে ক্লিক করুন।
- নিচে একটি চার অংকের পিন কোড দেখাবে, এবং আপনার মোবাইলে একটি কল আসবে।
- কল রিসিভ করার পর আপনাকে চার অংকের পিন কোডটি মোবাইলে চাপতে বলা হলে অংকের পিন কোড মোবাইলে চাপুন।
- আবার ওয়েব সাইটে যান।
- You agree to the terms and conditions of the Associates Program Operating Agreement বাটন ক্লিক করুন।
- এর পর Finish বাটন ক্লিক করুন।
- How to Set up Payment Information.
- Enter your Payment and Tax Information এ আপনার কাছে যদি Payoneer মাষ্টার কার্ড থাকে তাহলে Now বাটনে ক্লিক করুন। অথবা Later বাটন ক্লিক করুন।
- Your Payment Method
- Pay me by direct deposit (United States Based Associates Only) বাটনে ক্লিক করুন।
- Bank Name এর স্থানে Payoneer মাষ্টার কার্ড এর US Bank এর নাম দিন।
- Bank Account Holder Name এর স্থানে পেওনারের মাষ্টার কার্ড অনুযায়ি আপনার নাম দিন।
- Bank Account Type এChecking দিন।
- Bank Account Number এBank Account Number দিন।
- Routing Number / ABA Number এRouting Number / ABA Number দিন।
- Submit and Continue with Tax Information বাটনে ক্লিক করুন।
- যারা Later বাটন ক্লিক করেছেন তারাও এখানে আসবে।
- না আসলে https://affiliate-program.amazon.com/…/as…/network/main.html ক্লিক করুন।
- What is Tracking ID and How to Cteate a New One.
- What is Tracking ID: Tracking ID র মাধ্যমে আপনার সেল গুলোকে Track করতে পারবেন।
- Amazon Associateএর হোম পেইজে যান।
- উপরের বাম পাশের মেনু থেকে Tracking ID manage এ কিক্ল করুন।
- এখানে আপনি আপনার Tracking ID গুলো দেখতে পারবেন।
- নতুন Tracking ID তৈরি করতে, Add Tracking ID ক্লিক করুন।
- Find a tracking ID বক্সে একটি ইউনিক নাম দিন।
- এরপর Search বাটন ক্লিক করুন।
- আপনার দেয়া নাম টিতে পাওয়া গেলে Continue বাটনে ক্লিক করুন।
- পরের স্টেপে tracking ID এর কাজ নিয়ে আলোচনা করবো।
- প্রথমে আপনি আপনার Amazon Associateএ লগইন করুন।
- এর পর আপনার নির্বাচিত প্রোডাক্ট টি খুজে বের করুন amazon.com থেকে।
- প্রোডাক্ট খোঁজার জন্য বিভিন্ন উপায় আছে, যেমন Search বক্স এ Search করতে পারেন বা ক্যাটাগরি অনুযায়ী পেতে পারেন।
- Link to this page: সরাসরি লিংক নেয়ার জন্য।
- Add To Widget: Widget তৈরি করার জন্য।
- Add to aStore: Store তৈরি করার জন্য।
- Share: ফেসবুক/টুইটারে Share করার জন্য।
- Items Shipped মানে আপনার মাধ্যমে কত গুলো প্রোডাক্ট সেল হল তার তালিকা।
- Revenue মানে আপনার মাধ্যমে মোট কত ডলার সেল হল তার তালিকা।
- Advertising Fees আপনি কত কমিশন পাবেন তার তালিকা।
অনলাইন হতে সংগৃহীত
http://www.blog.careersourcebd.com/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9F/
নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।