কোন পেমেন্ট গেটওয়ে বেশি নিরাপদ জেনে নিন কোনটি এবং কিভাবে?আর নিয়ে নিন তিনটি ট্রাফিক কুপন কোড।

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।এর আগের টিউনে আমি আপনাদের সাথে Clash Of Clans এর প্রাইভেট সারভার এর টুল শেয়ার করেছিলাম।এটা আমি যেখানে আপলোড করেছিলাম, তারা এই ফাইল ডিলিট করে দিয়েছে।তারা কোনো হ্যাকিং এর অন্তর্ভুক্ত ফাইল রাখে না।সে জন্য আমি ক্ষমাপ্রারথী।আবার অনেকেই বলেছেন, এটা কোনো হ্যাকিং টুল না,এটা দিয়ে শুধু সারভার চেঞ্জ করা যায়।আমি তো আর জোর করে ডাউনলোড করাইনি। যারা জানেন ভালো কথা। আর যারা না জানেন তাদের ও তো জানা দরকার।ঠিক না ভাই? এটা যদি এতো প্রয়োজনীয় না হত তাহলে ডাউনলোড এর সংখ্যা ১৯৬৫ ছেড়ে গেছে কিভাবে?
আবার অনেকেই বলেছেন,Clash Of Clans হ্যাক করা কোনোদিন সম্ভব নয়। আসলে কথাটা সত্য নয়।যারা এটা হ্যাক করতে পেরেছে,তারা আপনাকে কখনোই বলবেনা যা,তারা Clash Of Clans হ্যাক করেছে। কেননা এর একটি সুবিধা আছে যা দিয়ে ডলার আয় করা যায়।তাই এটা কেউ ছড়িয়ে দিতে চায় না।আমি তো বলছিনা আপনারা পারবেন না,লেগে থাকুন অবশ্যই পারবেন,আর সামান্য একটু মাথা খাটান।

এখন আসি মূল টিউনে,
আমরা অনেকেই অনলাইন আয়ের সাথে জড়িত।এর মধ্যে অনেকে অনেক পদ্ধতিতে টাকা আয় করি।এখন পদ্ধতি সম্পর্কে আলোচনা না ই করলাম।আমরা অনলাইন থেকে যে টাকা আয় করি তা নগদে পাওয়া না গেলেও বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পেয়ে থাকি।এর মধ্যে অন্যতম গুলো নিচে তুলে ধরা হলোঃ
Paypal
Payza
Bitcoin
PM(Perfect Money)
Payeer
Solidtrust
Netteler

এখন কথা কোনটা সবচেয়ে বেশি নিরাপদ???
এক কথায় বলে দিতে পারি, BITCOIN
এখন বলে দিই কেনো এর প্রাধান্য বেশি?
বিটকয়েনঃবাংলাদেশের অনেক মানুষ এখন বিটকয়েন আয় করে। কেউ বিভিন্ন ফ্রি সাইট থেকে আয় করে আর কেউ হয়ত বিভিন্ন পিটিসি সাইট থেকে আয় করা যেগুলো কিনা বিটকয়েনে পে করে।এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে,কোন বিটকয়েন ওয়ালেট বেশি নিরাপদ,সেক্ষেত্রে আমি বলব COINBASE।কয়েনবেসে কিভাবে একাউন্ট খুলতে হয় তা নিয়ে অনেক টিউন হয়েছে।যারা দেখেন নি তারা টেকটিউনসে সার্চ দিয়ে দেখতে পারেন।অনেকগুলো টিউন পাবেন।Coinbase এ আপনি একাউন্ট খুলার পর আপনি এখানে আপনার বিটকয়েন রাখতে পারবেন।আর অন্য কেউ যদি আপনার একাউন্ট হ্যাক করতে চায় তাহলে তাকে দুটো জিনিষ আটকে রাখবে।মূলত প্রথমেই আপনার ফোন নাম্বারে একটি Confirmation Code যাবে যা আপনাকে ওয়েবসাইটে টাইপ করতে হবে।কিন্তু কোনো হ্যাকারের সাধ্য নাই যে আপনার এই SMS চুরি করবে।আর দ্বিতীয়টি হলো আপনার E-Mail এ একটি Confirmation Link যাবে,যাতে ক্লিক করে আপনি আপনার CoinBase Wallet এ ঢুকতে পারবেন।এখন আপনারাই বলুন,বিটকয়েন নিরাপদ কিনা।আমার মতে ১০০ % নিরাপদ অন্যান্য গেটওয়ে থেকে।আর আমার এটা ও মনে হয় না এই জিনিস কোনো হ্যাকার চুরি করতে পারবে।

এখন বলি বাকিগুলির কি দোষ
আমরা যারা Paypal ব্যবহার করি তারা তো এমনিতেই চুরি করে ব্যবহার করি।তাহলে যদি Paypal একাউন্ট হ্যাক হয়,তাহলে তা ফিরিয়ে আনা যে কেমন হবে একবার চিন্তা করে দেখুন।Paypal কত কি Verification চাইবে,তা হয়ত বলে শেষ করা যাবে না।আর এখন বলি Payza এর কথা,আসলে কিছু দিন পর হয়ত শুনতে পারবেন,Payza সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কেননা ইতিমধ্যেই অনেক টাকা হাওয়া করে ফেলেছে।যাদের আমার কথা বিশ্বাস না হয় তারা গুগলে সার্চ মেরে দেখুন।অনেক রেজাল্ট পাবেন।আর যদি Payza থেকে টাকা উধাও হয়,তারা তা ফেরত না দিয়ে মিষ্টি কথায় বলে দেয়,এটা আমদের টেকনিক্যাল প্রব্লেম।এর জন্য আমরা আন্তরিকভাবে SORRY।এখন আসি Perfect Money এর ব্যাপারে,আসলে এর ব্যাপারে খারাপ কিছু বলার নেই।কারণ এই পর্যন্ত এর থেকে টাকা চুরির অভিযোগ খুবই কম পাওয়া গিয়েছে।আর যা গিয়েছে তা তারা ফেরত দিয়ে দিয়েছে সাথেসাথে।এটাই হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে যেখানে কিনা শুধু E-mail Verification।কিন্তু কোনো টাকা চুরি নাই।পুরা আজব!।আর বাকিগুলির চলাচল বাংলাদেশে খুব কম,আর যারা ব্যবহার করেন,তারা সাবধানে করবেন।

আর আরেক কথা তো বলাই হয় নি মূল পেমেন্টের অর্ধেক যায় পেপাল এর পেটে আর পেইজার পেটে
আর যারা ডলার আয় করেন তাদের বলব Perfect Money ব্যবহার করার জন্য কেননা এর কোনো ফি নেই।০.০১ ডলার ও ট্রান্সফার করতে পারবেন।

Links:::
Coinbase
Paypal
Payza
PerfectMoney

এখন আসি অন্যদিকে,আমি TrafficKeeper এর একজন কাস্টমার।তারা সাইটে Real Visitor এনে দেয়।যাদের ওয়েবসাইট আছে তারা কম টাকায় ট্রাই করে দেখুন।আমি তাদের এখানে লটারিতে তিনটি কুপন জিতেছি।আমার কুপন নাম্বার কোডঃ
৬৫৯৮-৪৫৮৭-২৬৫৩-৪৫৮৭
আরেকটু জানিয়ে দিই,এটা কোন রেফারেল লিঙ্ক না,আপনি এ কুপন দিলে আপনাকে চেক রিভিউ প্যকেজে ১০০ টাকা ছাড় দিবে।এটির দাম-২০০৳।আপনি পাবেন ১০০ টাকায়।এর মাধ্যমে আপনি ৫০০ Real Visitor পাবেন।আমার কেউ নেই যে আমি কাউকে এটি দেব।টেকটিউনসের সম্মানিত কিছু ভাইদের কাছে শেয়ার করে আমি খুব খুশি।যারা কুপনটি ব্যবহার করবেন তারা একটি ধন্যবাদ দিয়ে যাবেন প্লিজ।আর তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ০১৭৯৯৪৫৪৩২০ বা [email protected]।Payment Gateway:Paypal,Payza,Bitcoin,SolidTrust সহ আরো অনেক।আমার মনে হয় কল করা ভালো কারণ তারা ইমেইল পরে রেস্পোন্স করে।আর যদি বলে,আপনি কিভাবে জানলেন?তাহলে আপনি বলে দিবেন,আমি তার বন্ধু।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।কোনো অভিযোগ অথবা টিউনে কোন ত্রুটি দেখলে টিউমেন্টে জানাবেন প্লিজ।কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন(দয়া করে)।

Level 0

আমি ডিজে এমেলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami payza verfication kore sokol terms sesh kore taka bank e ase kina tai dekhar jonne onek $ thaka sotte o 30$ withdraw diyechi, ekhon payza login kore dekhi je confirm kora payza 30$ amr ac te pathiyeche, then amr bank ac check kore dekhi kono tk aseni, then live chat korlam payza customar care e, bollo wait korte, dui din gelo ekhon o to bank ac te taka jog holo nah, cintai achi, now ki korbo bujhtecina?

    ভাই আপনার থেকে আমার কষ্ট বেশি।আমার ১২০ ডলার নিয়ে উধাও।দেখেন আপনার টা পান কিনা ।দোয়া করি

vai apnar 120$ kemne nise? amr motoi naki? i mean withdraw disilen kintu aseni naki balance theke automatic gayeb??