যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন। (লিঙ্ক আপডেটেড)

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি টিউনটি আগেও করছিলাম কিন্তু তখন হয়ত অনেকেই টিউনটি মিস করেছেন। তাই টিউনটি আবার প্রকাশ করলাম।  বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

একটি চাকরি ১ম স্টেপ হচ্ছে একটি Resume তৈরি করা। কারন আপনি যখন আপনার Resume অর সিভি জমা দেবেন তখন আপনার ডিজাইন টা যদি সুন্দর না হয় তাহলে যারা আপনাকে চাকরী দিবে তারা হায়তবা দৃষ্টি গোচর না হতে পারে। তার জন্য আমার দেয় এই Resume টি সঙ্ঘে রাখুন।ভাল ক্যারিয়ার এর জন্য সুন্দর একটি রিজিউম প্রয়োজন কারণ সুন্দর একটি রিজিউম চাকরী পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্ধন্দী থেকে এক কদম এগিয়ে রাখে। কারণ চাকরীদ্বাতা সাধারণত যে কোন রিজিউম দেখতে গড়ে ৫/৭ সেকেন্ড এর বেশী সময় দেয়না।

তাই এই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে তুলে ধরতে হবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা বা আরো বেশী কিছু যদি থেকে থাকে আর তা হতে হবে দৃষ্টিনন্দন এবং নির্ভূল যা অনেক ক্ষেত্রে রিজিউম তৈরী করার পর সেটা সঠিক এবং নির্ভূল হলো কিনা তা নিয়ে শংকায় ভূগী। এ সমস্যা থেকে সমাধান দিতে না হয় জিবনে অনেক ভুল করবেন। আপনি যদি চান এম এস ওয়ার্ড বা ফটোশপ এ এডিট করতে পারবেন।

 

>>>ডাউনলোড করুন এখান থেকে<<<

 

কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? টিউমেন্ট করে জানাবেন। আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। ভাল থাকুন, সুস্থ থাকেন এবং টেকটিউনস এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

 

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর কটা টিউন করবেন এটা নিয়ে

    অনেকেই হয়ত আগে টিউন মিস করেছে । তাঁদের জন্য করলাম ।

      ধন্যবাদ, আসলে আগে আমি এইটা ডাউনলোড করার চেষ্টা করে পারি নাই তাই সত্যি বলতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আপনি যেটা দিতে চাইছেন সেটা আমি নিতে চাইছি।

      মিস করে নাই, মিস করানো হয়েছে

    সব জায়গাতেই আপনার টিউনমেনট থাকেই। ব্যাপারটা কি ভাই?

      মনির ভাই এটা কেমন কথা বললেন একজন টিউনার হিসাবে, ৫ বছর ধরে টিটি তে আছি, AC করতে পেরেছি অনেক পরে, এখন টিউনমেনট এর প্রয়োজনটা অনুভব করি

        কিছু মনে করবেন না ভারতীয় বাঙ্গালী ভাই । আসলে সব টিউনেই আপনার টিউনমেনট দেখি তো তাই কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম আরকি ।