ঈদুল ফিতর সমাগত। আর কয়েকদিন পরই হচ্ছে মুসলিম জাহানের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সকল মোবাইল অপারেটর এবং ওয়াইম্যাক্স অপারেটরা দিচ্ছে মাথা নষ্ট করা সব অফার। আসুন জেনে নেই সকল সিমের ঈদ অফার !
গ্রামীনফোন
জিপি বন্ধ সিম অফার
২৩ জুলাইয়ের আগের বন্ধ সিমের জন্য এই অফার।
২৯ টাকা রিচার্জে যে কোন জিপি নাম্বারে (রাত ১২:০০ টা থেকে বিকাল ৫:০০ টা) পর্যন্ত আধা পয়সা/প্রতি মিনিট এবং অন্য অপারেটরে (২৪ ঘন্টা) ১ পয়সা প্রতি মিনিট। মেয়াদ ৩০ দিন।
বিস্তারিতঃ
১) অফারটি ১৩ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে।
২) সকল জিপি নাম্বার (ইআরএস এবং বিপিও ব্যতিত) এই সার্ভিসটি পাবেন।
৩) আওতাভুক্তি চেক করতে “Jul 017xxxxxxxx” লিখে 9999 নাম্বারে সেন্ড করতে হবে।
৪) ৩১ ডিসেম্বর ২০১২ এর আগের বিনা রেজিষ্ট্রেনধারী নাম্বার ব্যবহারকারিরা এই অফার পাবেন না।
৫) কাষ্টমারেরা এই সার্ভিস থেকে বের হয়ে যেতে *111*59# চাপতে হবে।
২৯৯০ টাকায় জিপি স্মার্টফোন!
বিস্তারিতঃ
১) এতে আপনি সিম্পনী E10 হ্যান্ডসেটটি পাবেন।
২) কাষ্টমারেরা সাথে ২ জিবি ডাটা ফ্রি পাবেন।
৩) কাষ্টমারেরা ৫০ টাকায় ১৫০ মিনিট টক টাইম
৪) ২জিবি ইন্টারনেট পেতে “S” লিখে 5050 নাম্বারে পাঠাতে হবে। ইন্টারেনেটের মেয়াদ ১৫ দিন। এভাবে ২ মাসে সর্বোচ্চ ৮ বার ডাটা কিনতে পারবেন।
জিপি মাইক্রোসফট লুমিয়া বান্ডল অফার
অফারটি পেতে যেকোন গ্রামীনফোন সেন্টার অথবা মাইক্রোসফট লুমিয়া অথোরাইজড আউটলেট থেকে মাইক্রোসফট লুমিয়া ৫৪০ কিনতে হবে। তারপর offer লিখে ৫০৫০ নাম্বারে ম্যাসেজ পাঠালে ফিরতে ম্যাসেজে ২ জিবি ডাটা
অন্যান্যঃ
১) ৩জিবি ডাটা ২৫% ডিসকাউন্টে কিনতে ৫২৫টাকা রিচার্জ করতে হবে।
২) টাইপ করতে হবে Pack1 আর সেন্ড করতে হবে 5050 নাম্বারে।
৩) এভাবে ২ মাসে সর্বোচ্চ ৭বার ডাটা প্যাকটি কেনা যাবে।
দেয়ার খুশি
গ্রামীন ফোন লিমিটেড এবং ব্র্যাকের উদ্দোগ্যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দেয়ার খুশি নামে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। আপনার অব্যবহৃত ইন্টারনেট এনাবেল হ্যান্ডসেট গ্রামীনফোন সেন্টার বা ব্র্যাকের যে কোন শাখায় জমা দিলে সেটা গ্রামীনফোন ঘষামাজা করে ব্র্যাককে ফেরত দেবে। তারপর ব্র্যাক সেটা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরন করবে।.
বাংলালিংক
বাংলালিংক ইন্টারনেটে দিচ্ছে বোনাস এবং ডিসকাউন্ট
সর্বনিম্ন ৬৭% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বাংলালিংক গ্রাহকরা।
সেক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ডায়াল করতে হবে *5000*99#
তারপর যে ডিসকাউন্ট অফারে যে টাকা প্রদর্শন করবে সেই টাকা (১৫% ভ্যাট+সারচার্জ সহ) রিচার্জ করে *5000*99# ডায়াল করে ১ চাপতে হবে।
বাংলালিংক ১জিবি ডাটা মাত্র ৮৭ টাকায়!
রমজান ইন্টারনেট প্যাক
এই অফারটি পেতে ভ্যাট+সারচার্জ সহ ৮৭টাকা রিচার্জ করে *5000*516# চাপলে অফারটি সচল হবে।
ডাটা চেক করতে *5000*500# চাপতে হবে। মেয়াদ ৭ দিন।
রবি
৯ টাকা ও আধা পয়সায় ১ জিবি ইন্টারনেট
ক্যাম্পেইন চলবে ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায়।
বিস্তারিতঃ
১) *8666*09# ডায়াল করে অফারটি পাওয়া যাবে।
২) মেয়াদ ১০ দিন
৩) ডাটা ব্যবহার করা যাবে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
.৪) আপনি অফারটি পাওয়ার যোগ্য কিনা জানতে “A 018XXXXXXXX” লিখে 8050 নাম্বারে ম্যাসেজ পাঠাতে হবে।
রবি-মাইক্রোসফট লুমিয়া বান্ডল অফার
মাইক্রোসফট লুমিয়া ৪৩০ (মূল্য-৬৩০০টাকা)- মূল্যমানে ১০০% বোনাস
মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ (মূল্য-১১৪৯৯ টাকা)-মূল্যমানে ৫৫% বোনাস
মাইক্রোসফটলুমিয়া ৬৪০ এক্সএল (মূল্য-১৯৯৯৯ টাকা) মূল্যমানে ৩১% বোনাস
এই তিনটি মডেলের যে কোন একটি সেট বাংলাদেশের যেকোন রবি সেবা কেন্দ্র অথবা মাইক্রোসফট অথোরাইজড আউটলেট থেকে কিনে SIM1 এ যে কোন একটি রবি সিম ভরে যে কোন রবি নাম্বারে মাত্র ১ মিনিটের একটি সফল কল করলেই ৭২ ঘন্টার ভিতরে পাবেন বোনাস।
প্রথম মাসে,
১০০০ মিনিট (রবি টু রবি টকটাইম)
২০০ মিনিট (রবি টু অন্য অপারেটর)
৩জিবি ডাটা
দ্বিতীয় মাসে,
১০০০ মিনিট (রবি টু রবি টকটাইম)
২০০ মিনিট (রবি টু অন্য অপারেটর)
৩জিবি ডাটা
তৃতীয় মাসে,
১০০০ মিনিট (রবি টু রবি টকটাইম)
২০০ মিনিট (রবি টু অন্য অপারেটর)
৩জিবি ডাটা
এয়ারটেল
৮৯ টাকা রিচার্জে ১ জিবি ডাটা এবং মেয়াদ ৭ দিন!
একদম ৮৯টাকা রিচার্জেই পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট!!
ডাটা চেক করতে ডায়াল করুন *778*16#
এয়ারটেল ডাবল ইন্টারনেট বোনাস
১০০% বোনাস পাওয়া যাবে ১জিবি, ১.৫ জিবি এবং ২জিবির প্যাকে।
১জিবি ডাটার জন্য
১৯৯টাকা (ভ্যাট+সারচার্জ যোগ হবে) রিচার্জ করে ডায়াল করতে হবে *121*5014# তাহলে পাবেন ১জিবি অতিরিক্ত বোনাস। মেয়াদ ৩০ দিন।
১.৫ জিবি ডাটার জন্য
২৭৫ টাকা (ভ্যাট+সারচার্জ যোগ হবে) রিচার্জ করে ডায়াল করতে হবে *121*731# তাহলে পাবেন ১.৫ জিবি অতিরিক্ত বোনাস। মেয়াদ ৩০ দিন।
২ জিবি ডাটার জন্য
৩৫০ টাকা (ভ্যাট+সারচার্জ যোগ হবে) রিচার্জ করে ডায়াল করতে হবে *121*5020# তাহলে পাবেন ২জিবি অতিরিক্ত বোনাস। মেয়াদ ৩০ দিন।
এই অফারের আওতায় পাবেন আনলিমিটেড ফেসবুক একদম ফ্রি!!!
এয়ারটেল বন্ধ সিম অফার
মাত্র ১৯ টাকা রিচার্জে এই অফারটি পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে ৩জিবি ইন্টারনেট।
অফার চেক করতে ডায়াল করতে হবে *222*2#
টেলিটক
সিটিসেট ডিজিটাল
সিটিসেল দিচ্ছে জুম আল্ট্রা মডেমে (বন্ধ মডেম পূনরায় সচল) ১ টাকায় ১ জিবির দারুন অফার!!!
বাংলালায়ন WIMAX
বাংলা লায়ন ওয়াইম্যাক্স দিচ্ছে ডাবল ডাটা বোনাস। পাওয়া যাবে ৩৯৯টাকা, ৬৯৯টাকা, ৯৯৯টাকা এবং ১৪৯৯ টাকা রিচার্জ কার্ডে।
আমার টিউনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসলে খুব খুশি হব।
ব্লোগ লিংক : >> muktomoncho.com
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
২৩ জুলাইয়ের আগের বন্ধ সিমের জন্য এই অফার। লাইনটা বুঝলাম না।