আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। এটা হল আমার ১ম টিউন। আশা করি ভালো লাগবে। আজ আপনাদের দেখাবো কিভাবে যেকোনো Image থেকে Text কপি করবেন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। >>>ডাউনলোড করুন<<<
সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন। নিচের মতো একটা উইন্ডো আসবে। এখন আপনি যে Picture টি থেকে Text কপি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে নিচের মতো আরেকটি উইন্ডো আসবে। এখন Tools মেনু থেকে Copy Text From> Full Image সিলেক্ট করুন।
কিছুক্ষনপর নিচের মতো একটি মেসেজবক্স আসবে। এখন Continue ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। এবার যেকোনো স্থানে Paste করে আপনার কাঙ্খিত কাজ ঝটপট করে ফেলুন।
আরেকটি বিষয় সবাইকে জানিয়ে রাখিঃ
ডিফল্টভাবে এই সফটওয়্যারটি শুধুমাত্র ইংরেজি শব্দসমূহ Recognize করতে পারে। আপনার যদি বাংলা শব্দ Recognize করানোর প্রয়োজন হয়। তবে নিচের পদ্ধতি অনুসরণ করুন... মেন্যুবার থেকে File > Preferences সিলেক্ট করুন। নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে Add languages ক্লিক করুন। এখন আপনি যে Language টি ইন্সটল করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষনপর কাঙ্ক্ষিত Language ইন্সটল হয়ে যাবে। এইবার যে Language টি Recognize করাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন...এইবার কাজে লেগে পড়ুন...:)
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? টিউমেন্ট করে জানাবেন।
আমি কেডি সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই software টি কি freeware