একজন ব্লগার অথবা সাইট পরিচালকের জন্য এক্সএমএল সাইটম্যাপ
সম্পর্কে সাধারন জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ কারন অনলাইনে ব্লগ বেশিরভাগ পরিচিতি লাভ করে শুধুমাত্র সার্চ ইঞ্জিনের সাথে ভাল ব্লগের সম্পর্ক থাকার জন্য। তাই একজন ব্লগার হিসেবে আপনাকে প্রথমে সার্চ
ইঞ্জিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। মনে রাখবেন আপনার সম্পর্কের ভীত যত মজবুত হবে সার্চ ইঞ্জিন থেকে অনলাইন পাঠক তত বেশি পাবেন। স্বভাবতই আপনার মনে প্রশ্ন জাগতে পারে সার্চ ইঞ্জিনের
সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবো বা করবো ? আজকে আমাদের এই নিবন্ধটি গুগল এক্সএমএল সাইটম্যাপ সম্পর্কে যার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহজেই তৈরি করতে পারি।
এক্সএমএল (XML) সাইটম্যাপ কি ? গুগল এক্সএমএল সাইটম্যাপ সম্পর্কে আলচনার পূর্বে আমি আপনাদের সামনে এক্সএমএল সাইটম্যাপ সম্পর্কে আলোচনা করতে চাই। এক্সএমএল সাইটম্যাপ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জনপ্রিয় সকল সার্চ ইঞ্জিন ব্লগ বা ওয়েবসাইটের নিয়মিত প্রকাশিত নিবন্ধ বা উপাদান সম্পর্কে অবগত হয় এবং আপডেটকৃত ফলাফল সমুহ সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে এতে করে সার্চ ইঞ্জিনের সাথে ব্লগ বা ওয়েবসাইটের ভাল সম্পর্ক তৈরি হয়। সাইটম্যাপ
গুলোকে এক্সএমএল এর মাধ্যমে তৈরি করা হয় বলে এক্সএমএল সাইটম্যাপ বলা হয়।
গুগল এক্সএমএল (XML) সাইটম্যাপ কি ? গুগল এক্সএমএল সাইটম্যাপ হচ্ছে একটি বিশেষ ধরনের প্লাগিন যা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম এর উপরে নির্মিত। ব্যবহারকারিদের সুবিধার্থে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের জন্ম হয় এবং এই প্লাটফর্মকে আরো সহজ করে তুলতে প্রতিনিয়ত নতুন নতুন প্লাগিন তৈরি হচ্ছে। ব্লগ ব্যবহারকারিদের
সুবিধার্থে সাইটম্যাপ তৈরির জটিলতা অবসানের জন্য “গুগল এক্সএমএল সাইটম্যাপ” নামক প্লাগিনটি নির্মাণ করা হয়েছে।
কেন গুগল এক্সএমএল (XML) সাইটম্যাপ ব্যবহার করবেন ? ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহারকারিরা সহজেই তাদের প্লাগিন এরিয়া থেকে গুগল এক্সএমএল সাইটম্যাপ ইন্সটল করে নিতে পারেন। মনে রাখবেন আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনের আয়তায় আনতে এইধরনের প্লাগিন খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। বিশেষ করে আপনার ব্লগটি যদি ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি হয় তবে আমি এই প্লাগিনকে ব্যবহার করার জন্য বিশেষভাবে
রিকমান্ড করছি।
কিভাবে গুগল এক্সএমএল (XML) সাইটম্যাপ ইন্সটল
করবেন ? আপনি চাইলে সহজেই এই প্লাগিনটি ডাউনলোড করে নিতে
পারেন উপরের লিঙ্কটি ব্যবহার করে এবং ডাউনলোড করার পরে তা আপনার ব্লগের প্লাগিন বিভাগে ইন্সটল করুন অথবা আপনার ব্লগের এপেয়ারেন্স এর প্লাগিন থেকে নতুন প্লাগিন বাটনে ক্লিক করুন এবং Google XML Sitemap লিখে অনুসন্ধান করুন অতঃপর প্রদর্শিত প্লাগিন থেকে বেছে
নিয়ে ইন্সটল বাটনে ক্লিক করুন ব্যাস আপনার পছন্দের প্লাগিনটি সফল্ভাবে ইন্সটল হয়েছে এখন আপনাকে পরিক্ষা করে দেখতে হবে আপনার ইন্সটলকৃত সাইটম্যাপটি সঠিকভাবে কাজ করছে কি না। আপনার সুবিধার্থে নিম্নে দুটি উদাহরন দেওয়া হল। আপনার ব্লগ বা ওয়েবসাইটের সাইটম্যাপের ঠিকানাটি হবে এরকমঃ- http://tunertune.com/sitemap.xml যদি আপনার ব্লগে এরর বা সাইটম্যাপ প্রদর্শনে ত্রুটি দেখা দেয় তবে এভাবে চেস্টা করুন প্রয়োজনে এইচটিটিপি বাদ দিয়ে চেস্টা করুন। http://tunertunecom/sitemap.xml
দেখবেন আপনার ব্লগের সকল লিংকসমুহ সঠিকভাবে প্রদর্শন করছে কি না গুগল এক্সএমএল সাইটম্যাপ ডাউনলোডের পরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটিকে সার্চ ইঞ্জিনের তালিকাভুক্ত করা। কিভাবে আপনি এই
সাইটম্যাপকে সার্চ ইঞ্জিনে যুক্ত করবেন সে সংক্রান্ত Updating। আমার সাইট টিউনারটিউন
আমি অপু দেববর্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।