Payoneer কার্ড পেতে যে সমস্যা গুলো হয় বা তার পরবর্তী সমস্যা?

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি কিন্তু আমার Payoneer কার্ড পাওয়ার পর যে টিউন টা করছিলাম তাতে অনেকের সম্যসা তুলে ধরেছেন।আমি অত্যান্ত দু:খিত যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই।দয়া করে যাদের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা আমার ফেসবুক আইডিটাতে যোগাযোগ করুন।যাই হোক এবার মুল বিষয় এ আসা যাক তা হলো পাইওনার কার্ড পেতে আপনাকে প্রথমে পাইওনার এ রেজিষ্ট্রেশন করতে হবে এখন কিভাবে রেজিট্রেশন করতে হবে তা টেকটিউনস এ অনেকবার দেখানো হয়েছে। রেজিষ্ট্রেশন প্রসেস: এই লিংক এ ক্লিক করুন

সবাই তো Payoneer কার্ড কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয় তা বলে।কিন্তু আমি কয়েক টি সবধানতা এবং আর অন্য কি লাগে Payoneer কার্ড পেতে তা বলবো।আর যারা Payoneer কার্ড এর আয়ের উৎস জানতে চেয়েছেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা।

Payoneer কার্ড রেজিষ্ট্রেশন করার সময় আপনাকে অবশ্যই ঠিকানাটা ভালোভাবে পুরন করতে হবে।

Payoneer কার্ড ফর্ম পুরনের সময় দুইটা ঠিকানা দেওয়া যায়:

১। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানা।এই ঠিকানা অনেকের ভালো হয় বা খুব তাড়াতাড়ি খুজে বের করা যায়।আবার অনেকে ঝামেলার যেমন ধরেন আমার টা যা একটু সমস্যার ব্যপার খুজে বের করতে।তাই আমি দুইটা ঠিকানা যুক্ত করছি।

 

২। আপনি যদি অন্য কোন ঠিকানায় কার্ড নিতে চান।মানে মেইলিং অ্যাড্রেস যেখানে সহজে আপনার যে কোন চিঠি পেয়ে যাবেন।আমি সব সময় চেষ্টা করি সহজ কোন ঠিকানা দিতে আমি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এর ঠিকানা সব সময় ব্যবহার করি তা চাকরি বা অন্য কোন কাজে হোক।কারন টিউন ম্যানরা সহজ ঠিকানা বেশি খোজে। যাই হোক টিউনম্যান কে দোষ দিয়ে লাভ নেই এর অন্য কারনও থাকতে পারে।আপনি কোন পরিচিত দোকান বা অফিস এর ঠিকানা ব্যবহার করতে পারেন।যেখানে সহজে কোন চিঠি আদান প্রদান করা যায়।

Payoneer কার্ড পাওয়ার সম্ভবনা বাড়ানোর উপায়:

Payoneer কার্ড এর রেজিষ্ট্রেশন শেষ হলে এর পর যে কাজ টা খুবই করা দরকার তা হলো আয়ে উৎসটা ভালো ভাবে দেখিয়ে দিন।সেটা যেকোন Payoneer কার্ড সাপোর্টেড কোম্পানি হতে পারে। যারা Odesk, Freelancer, Fiverr, Elance, Infolinks নিয়ে কাজ করেন না তাদের জন্য একটি সহজ পদ্ধতি আছে টাকা উৎস দেখানোর আর তা হলো Revenuehits বা যে কোন অ্যাডভাটাইজ মেন্ট সাইট।আমি আমার আয়ের উৎস Revenuehits এর একাউন্টর এর সাথে যুক্ত করে দিয়ে ছিলাম।এতে আমার কার্ড পাওয়ার সম্ভবনা বেড়ে গেছে।

Payoneer কার্ড পাঠিয়েছে কিন্তু এখনো পাননি?

এ ক্ষেত্রে আপনি Payoneer এর সাথে যোগাযোগ করতে পারেন।তারা যদি বলে কার্ড পাঠিয়েছে অথচ আপনি ৩-৪ মাসেও কোন কার্ড পাননি তাহলে এখুনি Payoneer কার্ড এর ঠিকানা পরিবর্তন করে পুনরাই অর্ডর দিন আর আয়ের উৎস ভালোভাবে লক্ষ করুন।আপনার মাসিক ইনকাম ৩০ ডলার না হলে আপনি কার্ড অর্ডার থেকে বিরত থাকুন কারন Payoneer কার্ড এর অনেক শর্ত আছে।যেমন: Odesk, Freelancer, Fiverr, Elance এর জন্য পরপর তিন মাস কার্ডে কোন টাকা না থাকলে কার্ড বা একাউন্ট ব্লক হয়ে যাবে।কারন তারা প্রতিমাসে টাকা কাটে।তাই বুঝেশুনে একাউন্ট খুলুন।আমার কার্ড এর ক্ষেত্রে এটা প্রযোজয্য না কারন আমি Payoneer এর কার্ড ব্যবহার করি যার উপর Odesk, Freelancer, Fiverr, Elance  লেখা নাই শুধু Payoneer লেখা আছে।আর যার ফি বছরে একবার দিলেই হয়।আর আমি তা পরিশোধ করছি। মাত্র ২৯ ডলার।তাই শুধু কার্ড পাওয়ার আশাই ভবিষ্যৎ নষ্ট না করে আগে আয় করুন তারপর কার্ড অর্ডার দিন।

কার্ড পাওয়ার পরে যে সমস্যা গুলোতে আপননি পরতে পারেন:

১। আপনি হয়তো ভাবছেন Payoneer কার্ড যেহেতু Payoneer International Debit Mastercard তাই সকল International Debit Mastercard  থেকে টাকা নেয়া যায়।আমি কিন্তু দেয়ার কথা বলি নাই শুধু নেয়া।না যাবে না।কারন Payoneer সার্পোটেড প্রতিষ্ঠান না হলে আপনি পারবেন না।আমি Netex নামের একটি প্রতিষ্ঠান থেকে Payza to Mastercard Transfer এর জন্য চেষ্টা করেছি হয়নি।পরে Payoneer এর সাথে যোগাযোগ করলে তারা আমাকে জানায় এটা সম্ভব না।

২।যেহেতু Payoneer কার্ড পেয়ে গেছি তাই হয়তো ভাবছেন Paypal ভেরিফাইড করা সম্ভব।

উত্তর না সম্ভব না কারন Payoneer কার্ড Paypal একাউন্ট এর সাথে যুক্ত হয় কিন্তু ব্যাংক একাউন্ট হয় না কারন এটি একটি ভারর্টুয়াল ব্যাংক একাউন্ট যারা আগে করেছে তাদের কথা বলতে পারবো না কিন্তু বর্তমানে এটা সম্ভব না।আমি চেষ্টা করে দেখেছি হয় না এবং তাদের সাথে যোগাযোগ করে শুনেছি হবে না।

এখন হয়তো ভাবছেন ভাই সবই বললেন এখন টাকা ইনকামের উপায় বলেদেন।ভাই টাকা ইনকামের সবচেয়ে বড় উপায় হলো আমাকে ১০০টাকা দেন আমি বলছি।….. 😉

আমি জানি কেউ আমাকে টাকা দিবে না কারন সবাই চালাক।আপনারা টাকা দেন আর না দেন আমি আগামীতে আপনাদের টাকা ইনকামের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।খুব শিঘ্রই।

আমার সাথে যারা আলোচনা করতে চান তারা দয়া করে ফেসবুক এ আসুন বিস্তারিত জেনে মোবাইল নম্বর দিব।তাছাড়া সম্ভব না। https://www.facebook.com/liveme24

সময় থাকলে আমার সাইট দুটি থেকে ঘুরে আসতে পারেন:

এই সাইট টি যারা ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক্স এর ইঞ্জিনিয়ারিংএ পরেন তাদের জন্য এখানে ক্লিক করুন

যারা অনলাইন এ টিভি দেখেন তারা ঘুরে আসতে পারেন

BDTV7

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি পেওনিয়ার কার্ড পায়ছি এখন কি ভাবে এতে টাকা লোড দিবো

আমি পেওনিয়ার কার্ডে ডলার লোড করেছি… কিন্তু ঐ ডলার দিয়ে… GoDaddy থেকে আমার সাইটের রিনিউ করতে পারছি না। GoDaddy সাথে কন্টাক্ট করেছি… তারা বললেন.. অন্য কোন পথ বেছে নিতে… Payoneer সাথে যোগাযোগ করতে গেলাম… কিন্তু তাদের কোন সাড়া শব্দ পাচ্ছি না।… এখন কি করা যায়…. এই দিকে আমার সাইট-টি এই মাসের 17 তারিখের মধ্যে রিনিউ করতে হবে!

    @Al-Imran Akanda: আপনি পাইওনার এর সাথে লাইভ চ্যাট করেন।আজ রবিবার অফিস এর লাইভ সাপর্ট বন্ধ আগামীকাল বিকাল বা সন্ধ্যাতে নক করেন পাবেন কিন্তু লাইভ সাপোর্ট নিতে আপনাকে অপেক্ষা করতে হবে ৫-৩০ মিনিট পর্যন্ত।।আপনার সমস্যা তুলে ধরেন।আশা করি সাহায্য পাবেন।

Poroborti tune ar jonno opekkhay roylam.ar akta kotha card ar jonno apply korchi akhon card ki basay die jabe naki amake nie aste hobe?

বস আমার পেনিয়রে মাষ্টারকাডের আবেদন করার পর প্রথমে ভোটার আইডি সাবমিট করছি এরপরে complete the US Payment Service Questionnaire এখানে কি কবর বুঝতে পারছি না একটু বুঝিযে দেন তাহলে খুব ভালহয় ।আর আমার বাড়ি গ্রামে তাহলে কি আমার পোষ্ট অফিসে আসবে? না কোন সমস্যা হবে।আমার আইডি কাডের ঠিকানা দেওয়া আছে।

    @মানিক আহমেদ: আপনি কি কাজে পাইওনার কার্ড অর্ডার করছেন? মানে কোথাই থেকে আপনার টাকা কার্ডে টাকা লোড হবে এইটা বসাতে হবে।Odesk, Freelancer, Fiverr, Elance না অন্য কোন সইট থেকে??এখন আপনার কাজ হলো যেখান থেকে আপনার টাকা পাইনার নিবেন সেই একাউন্ট কে পাইওনার এ্যাকাউন্ট এর সাথে যুক্ত করতে হবে।

bro BD te KOno Mater card ba credit card kore nh jata interneation and website e granted hbh.

vaia, payoner suppoer e live chat korar link ta diben………..

রাজিব ভাই আপনার টিউন টি পড়ে pyeneer card পাওয়া অনেক সহজ কিন্তু আমি অনেক আগে আমি ভুল করে পেলেছি
আমার একাউন ভ্লক হয়ে গেছে ৫-৬ মাস আগের কথা আমার কার্ড হয়ে গেছে ওরা বল্ল তোমার থিকানায় কার্ড পাঠিয়ে দিয়েছে কিন্তু কাতারেরআমার ঠিকানায় কার্ড আসেনি তার পর আমি যোগাযোগ করিনি এখন আমি আবার একাউন্ট ওপেন করব জানালে উপক্রিত হব

    @মোহাম্মাদ রিপন: আপনি কাজ করেন নতুন ঠিকানা দিয়ে নতুন মেইল দিয়ে ট্রাই করেন যদি দেয় তাহলে ভালো আর না দিলে বাংলাদেশের ঠিকানা দিয়ে ট্রাই করেন। আমি ভুলবশত নতুন একাউন্ট খুলতে গেছিলাম কিন্তু তারা বলে এই নাম ও ঠিকানায়আর একটি এ্যাকাউন্ট আছে।যদি এইটা বলে তাহলে বাংলাদেশের ঠিকানায় ট্রাই করেন।ধন্যবাদ।