How To Use GE.TT as a MP3 hosting Site?

আসসালামু আলাইকুম,

 

আপনাদের আমি আমার ২য় টিউনে বলেছিলাম কিভাবে ইউটিউব এমপি৩ Hosting Site হিসাবে ব্যবহার করবেন।

জানা আছে নিশ্চয়ই???

Embed Code একটু মডিফাই করে কেবল ভিডিওটিকে বাদ দেওয়া হয়েছিলো।

যাইহোক,নিশ্চয়ই আপনাদের আগের পদ্দতিটিকে সুবিধার মনে হয় নি।

আগের পদ্দতিতে ভিজিটর গান শুনতে পাবেন, কিন্তু ডাউনলোড করেতে পারবেন না।

আর ডাউনলোড করতে না পারলে আপনার গানের সাইট গিয়ে পরবে জলে!

তো আবার প্রশ্ন, “কিভাবে ফ্রি Host করব MP3 ফাইল?”

GE.TT এর নাম শুনেছেন? এটা একটা ক্লাউড ড্রাইভ।

শুনেন নি হয়তো। অথবা শুনলেও পাত্তা দেবেন না।

কারন এতে একটা একাউন্তে জায়গা থাকে মাত্র ২ জিবি!

হাসির ব্যাপার! তবে কেন মিডিয়াফায়ার ব্যবহার করেন না ?

GE.TT তে একটা সুবিধা আছে, যা অন্য কেউ দেয় না।

যেগুলো হল,

  • ডিরেক্ট ফাইল শেয়ারিং।
  • ইজি আপলোড।

আরেকটি সুবিধা আছে যা অন্য কেউ দেয় না, সেটা হল ডাইরেক্ট লিংক শেয়ারিং !

এতে কোনও অ্যাড থাকে না !

অনেক ক্ষেত্রে দেখা যায়, অ্যাডের জন্য ডাউনলোড বাটন পাওয়া যায় না।

আর ভাবছেন কি? মিডিয়াফায়ার থেকেও তো ডিরেক্ট লিংক বানানো যায়।

না। যায় না।

যায়, তবে তা ২৪ ঘণ্টা পর এক্সপায়ার হয়ে যাবে। http://www.youtube-mp3.org একই ভাবে ডিরেক্ট লিংক এক্সপায়ার করে দেয়।

তো GE.TT ব্যবহার করুন।

দাঁড়ান! আগে একটা লিঙ্কের নমুনা দেই। আর কিভাবে লিংক বের করবেন তা বলে দেই !

http://ge.tt/api/1/files/8E8IZRH2/0/blob?download

HighLight করা লিঙ্কটি কপি করে নিন। তাহলেই ডাইরেক্ট লিঙ্ক পাবেন।

তো MP3 ফাইলের ডাউনলোড লিঙ্ক তো পেলেন, Live Stream ও Download Bar বানাবেন কিভাবে ?

এক উত্তর, অডিও ট্যাগ।

চেনেন না ? ভাববেন না টিউন শেষ।

বলে দিচ্ছি।

<audio controls>

<source src="Paste The Direct Download Link Here" type="audio/mp3">

</audio>


ফলাফল আসবে এরকম,

উপরে যে কোড লিখলাম, তার সোর্সে আপনার গানের ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করে দিন।

পাশে ডাউনলোড বাটন বসিয়ে দিন।

এবার কোডটি এইচটিএমএলে পেস্ট করে দিন।

দেখুন, সুন্দর একটি সাউন্ড প্লে বার আসে পড়েছে।

গান যতবার বাজান হবে, ততবার ডাউনলোড বাড়বে।

২ জিবি শেষ হলে ?

নতুন ইমেইল দিয়ে নতুন আইডি খুলে নিন।

 

আমি তাওসিফ তুরাবি,

গ্রিন রেঞ্জার্স প্লাসের প্রতিষ্ঠাতা অ্যাডমিন

আমার ব্লগ, ভালো লাগলে দেখবেন

 

 

Level New

আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস