আজ ৬ ই জুন থেকে শুরু হলো কলেজে ভর্তির আবেদন। জেনে নিন কিভাবে কি করতে হয়। এবার থাকছে ইন্টার্নেটে ভর্তি আবেদনের সুযোগ।

গত ত্রিশ ই মে SSC পরীক্ষার  ফলাফল প্রকাশিত হয়েছিল।

আজ ৬ ই মে থেকে শুরু হতে যাচ্ছে ভর্তি আবেদন। আমিও এবার SSC পরীক্ষা দিয়েছি।  শুরুতে বলে রাখি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভাল কলেজে ভর্তি হতে পারি।   কলেজে ভর্তি সম্পর্কে জানার বিভিন্ন দিকে খোজ খবর করে যা চেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করবো।

বিগত বছর গুলোতে ভর্তির নিয়ম ছিল এই রকম::

টেলিটক এর খুদে বার্তার মাধ্যমে একটি একটি করে পছন্দ মত যেকোন ৫ টি কলেজে আবেদন করা যেতো।  প্রতিটি আবেদন আলাদা ভাবে করতে হতো। এবং প্রতিটি আবেদন এর জন্য ১২০ টাকা দিতে হতো। অর্থাৎ মোট পাঁচটি আবেদনের জন্য দিতে হতো ৬০০ টা।

এই বারের (2015-2016) ভর্তির নিয়ম এই রকম::

বিগত বছর গুলোতে যেই ভাবে টেলিটকের খুদে বার্তার মাধ্যমে আবেদন করা হতো এবার ও সেই নিয়ম চালু থাকবে। তবে এবার আবেদনের আরেকটি নতুন নিয়ম চালু হয়েছে। সেটি হচ্ছে অনলাইনে ভর্তি আবেদন। SSC তে উত্তীর্ণ হওয়া যেকোন ছাত্রছাত্রী https://xiclassadmission.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে একটি আবেদনে পছন্দ মত ৫ টি কলেজ নির্ধারণ করে দিবে। এর জন্য তাকে মোট দিতে হবে ১৫০ টাকা মাত্র। এবার শিক্ষা বোর্ড কতৃক তার ফলাফল এবং অন্যান্য সব সুবিধা অসুবিধা চিন্তা করে তার জন্য উপযুক্ত একটি শিক্ষা প্রতিষ্টান নির্দিষ্ট করে দিবে। যদি কারো নাম ৫ টি কলেজের কোন কলেজে না আসে তাহলে তাকে অন্য কলেজে ভর্তি হতে হবে। আজ ৬ জুন দুপুর 12 টা থেকে আবেদন করা যাবে। এবং এই আবেদন করা যাবে আজ 12 টা থেকে ১৮ ইা জুন পর্যন্ত।

ফলাফল প্রকাশিত হবে ২৫ ই জুন। এবং ভর্তি হতে পারবে ৩০ ই জুন এর মধ্যে। কোন শিক্ষার্থী এই সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে তাকে বিলম্ব ফি সহ পরবর্তীতে ভর্তি হতে হবে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোন কিছু না বুঝলে জানাবেন।  ভুল হলে ক্ষমার ‍দৃষ্টিতে দেখবেন।   আর দোয়া করবেন 🙂   🙄

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

nice tune!!!!

সুন্দর হয়েছে।

ভেরি ভেরি ধন্যবাদ ভাই

সুন্দর

দরকারি টিউন

টেকনিক্যাল এডমিশনের খবর কেউ দিতে পারবেন…

আমিও এবার ভর্তি হব।।।

great