এমপি৩ ফাইলের ওয়েবসাইট বানাতে চান অনেকে।
কিন্তু ফ্রী Hosting পান না।
আরে ভাই! আমরা ব্যাবসা খালি স্টার্ট করসি ! টাকা কই পামু???
সেই জন্যে আপনাদের শেখাবো কিভাবে ভিডিও বাদ দিয়ে ইউটিউব ভিডিও ইমবেড করতে হয়।
আরও একটি উপায় আছে,তবে আমি সেটা পরের টিউনে বলব।
আপনারা জানেন, ইউটিউবে ইচ্ছামতো,যেকোনো সাইজের ভিডিও আপলোড করা যায়।
আমরা সেটাকেই কাজে লাগাবো।
থাক! আগেই বলে দেই, আপনি ge.tt ব্যবহার করতে পারেন।
পরের টিউনে আমি ge.tt কিভাবে এমপি৩ Host করবেন সেটা আমি বলে দেব।
তবে ইউটিউব ব্যবহার করার চেয়ে ge.tt ব্যবহার সোজা ও মজার।
আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good