একজন সফল ব্যাক্তির মধ্যে যে ধরনের বৈশিষ্ট আছে ! সেই রকম বৈশিষ্ট কি আপনার মধ্যে আছে? (নিজেকে সফল করতে হলে এগুলা অব্যশই জানতে হবে)

আসসালামু আলাইকুম?

সবাই কেমন আছেন? আশা করি ভালা আছেন? :-)  :roll:

আমি ও  আল্লাহ্‌ ওর রহমতে ভালা আছি!

আজ আপনদের জানবো কি কি গুন থাকে একজন সফল ব্যক্তির মধ্যে !

তা হলে আসুন জানিঃ

একজন  সফল ব্যক্তি যে ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন :roll:

সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন না। যারা জীবনে সফল হয়েছেন তাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। সাধারণ মানুষদের তুলনায় তারা কিছুটা আলাদা হয়ে থাকেন। জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন।

১. তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে :

লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত। এই মূলমন্ত্রটি সফল ব্যক্তিদের জানা। এ কারণেই জীবনের পথ চলার শুরু থেকেই তারা এই মূলমন্ত্রকে অনুসরণ করে আসেন। জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। আর ঐ লক্ষ্য অর্জনের নিমিত্তে কঠোর পরিশ্রমই তাদের সফল ব্যক্তিতে পরিণত করে দেয়।

২. তারা আত্মসচেতন হয়ে থাকেন :

জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেয়াটা অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনোপ্রকার দ্বিধাবোধ করেন না সফল ব্যক্তিরা। তারা নিজেদের জীবন সম্পর্কে বেশ সচেতন থাকেন। কোন কাজে ভাল হবে কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকেন। যার ফলে তাদের জীবনে বিফলতা খুব কমই আসে এবং তারা সফল হন।

৩. উদ্যোগী মনোভাব :

কোনো কাজের জন্য উদ্যোগ নেয়া বিষয়টি একেবারে ছেলেখেলা না। পৃথিবীর সব ব্যক্তিই উদ্যোগী হতে পারেন না। অনেকেই এই বিষয়টিকে খুব ভয় পান। কিন্তু জীবনে সফল ব্যক্তিরা বিষয়টিকে খুব সহজভাবেই নিয়ন্ত্রণ করেন। তারা জীবনের চ্যালেঞ্জ নিতেই বেশি পছন্দ করেন। আর এ জন্য উদ্যোগী মনোভাবেই নিজের কাজে এগিয়ে নিয়ে যান এবং নিজের আত্মবিশ্বাসের কারণে তারা সত্যি সত্যি সফল হন।

৪. স্বপ্ন দেখতে ভালোবাসেন :

স্বপ্ন যদিও অনেকেই দেখতে ভালোবাসেন তারপরও সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তায়নের চেষ্টা চালিয়ে যান। তারা কখনই স্বপ্ন দেখে হাত পা গুটিয়ে বসে থাকেন না। স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের কঠোর পরিশ্রম দিয়ে স্বপ্ন পূরণ করেন।

৫. তারা পরিশ্রমী হয়ে থাকেন :

কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিষয়টি আসলেও সত্যি। কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবেন। শুধুমাত্র পরিশ্রমই মানুষকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল ব্যক্তিতে পৌঁছিয়ে দেয়।

৬. নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন :

ছাত্র বয়সেই ক্যারিয়ারে সচেতন হয়ে থাকেন সফল ব্যক্তিরা। আর এই ছাত্র বয়সেই অনেককিছু করতে ইচ্ছা করে, জীবনের প্রকৃত স্বাদ পেতে ইচ্ছা করে। দেখা গেল বন্ধুরা অনেক ধরনের মজা করলেও সফল ব্যক্তিরা কখনই এসব বিষয়ে সময় অপচয় করেন না। তারা এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন।

৭. তারা কিছুটা স্বার্থপরও হয়ে থাকেন

শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যেমন ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে পারেন তেমনি আবার যেকোনো মূল্যেই নিজের স্বার্থ উদ্ধার করে থাকেন। সবকিছুর মূলে তারা নিজের স্বপ্ন বা লক্ষ্যটিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং সফল ব্যক্তিতে পরিণত হন।

কি জানলেন তো সফল ব্যাক্তির মধ্যে কি কি থাকে!

তা হলে আজ থেকে এই এই গুলা মানার চেষ্টা করুন আর নিজকে সফল করে তুলুন!

 

 

 

 আমায় পাবেন ফেইসবুক এ

https://www.facebook.com/MR.masum.ahmed

আপনি যদি সিলেট ই হন তা হলে মেসেজ এ একটু জানবেন!

 

, ভাল থাকবেন আপুনি! ভাল রাখবেন আপনার পাশের মানুষ গুলা কে !!

বিদায়

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for share

ধন্যবাদ 😀

আপনার লেখাটি পাঠ করে বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাই লেখাটি লিখার জন্য এবং আমাদের সকলের সাথে ইহা বিনিময় করার জন্য। ‘কিভাবে সফল হওয়া যায়’ – এই সম্বন্ধে যদি আরও কোন লেখা লিখেতেন তবে আমরা আরও বেশি উপকৃত হতাম। সেই আশা রইলো এবং আপনার শুভ কামনা করছি।

আপনার কথা একদম ঠিক । আমাদের আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়েরিং কলেজ, বরিশাল ক্যাম্পাসে গত ১৭ তারিখ একটা সেমিনার এ একজন সফল ব্যাক্তি আসছিলেন । উনার কথা আর আপনার টিউনটি পুরাই এক।মনে হচ্ছে সেই সেমিনার এর কথা গুলাই লেখা আকারে পড়ছি আমি । আপনাকে অনেক ধন্যবাদ ।