অনেক দিন পরে লিখতে বসলাম। আশা করি, সবাই ভাল আছেন। আসল নকল এর যুগে কোনটা আসল কোনটা নকল খুজে বের করা অনেক কষ্ট! বিশেষ করে সেইটা যদি হয় স্মার্টফোন।
আজ আমি আপনাদের দেখাব কোনটা আসল কোনটা নকল খুজে বের করার ছোট একটা টিপস!!
যা যা লাগবে,
১. যেই মোবাইল টা চেক করবেন সেই স্মার্টফোন
২. একটি পিসি অথবা অন্য একটি মোবাইল
৩. একটি সফটওয়ার
৮. ইন্টারনেট কানেকশন (দুই মোবাইল বা পিসিতে লাগবেই!)
৫. শুধুমাত্র ব্রান্ডেড স্মার্টফোনেই এটা কাজ করবে।
তো চলুন শুরু করা যাক
আশা করি সবাই প্রয়োজনীয় সব টুলস নিয়ে বসেছেন। তো প্রথমে যে মোবাইল টি চেক করবেন করবেন সেই মোবাইলের প্লেস্টোরে যান আর সার্স করুন Antutu Officer . অথবা আপনি apk ফাইল ডাউনলোড করতে চাইল এখান থেকে ডাউনলোড করতে পারেন।
অন্য একটি পিসি অথবা অন্য একটি মোবাইল থেকে গুগলক্রোম অথবা সেটের অরজিনাল ব্রাউজার ওপেন করুন। পিসি থেকে হলে যেকোন ব্রাউজার হলেই চলবে।
ব্রাউজারে টাইপ করুন http://y.antutu.com। একটি কিউয়ার কোড পাবেন।
এবার আপনি আপনার যে ফোনটি চেক করবেন এবং যে ফোনে আপনি অনতুতু অফিসার ডাউনলোড করেছেন। সেখান থেকে অনতুতু অফিসার ওপেন করুন।
স্টার্ট বাটনে ক্লিক করুন।
মোবাইলটি দিয়ে পিসির স্ক্রিনের কিউয়ার কোডটি স্ক্যান করেন।
কিছুক্ষন অপেক্ষা করেন।
কমপ্লীট হলে এবার আপনার পিসি অথবা অন্য যে মোবাইলের ব্রাউজার এর থেকে স্ক্যান করছেন সেই মোবাইলে তাকান!
যদি পিসির স্ক্রীনে দেখেন GooD আসে তাহলে তো আপনি লাকি!! মানে আপনি একদম খাটি মানে ভেজাল মুক্ত স্মার্টফোন ইউস করতেছেন। 🙂
আর তার বিপরীত হলে তো বুঝতেই পারছেন !! আর বলা লাগবে না আশা করি।
কারো যদি কোন সমস্যা হয় ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন!
আর পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।
কোন সমস্যা হলে জানাতে পারেনঃ
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
জেনে