**আসসালামুয়ালাইকুম **
আমার ৩য় টিউন এ আপনাকে স্বাগতম । এই টিউন এর টাইটেল টি শুনে অনেকেই অবাক হচ্ছেন । হা অবাক করা বিষয় ই কারন আর মাত্র ৫ দিন পর LightSail নামক একটি প্রতিষ্ঠান তাদের ২০১৬ LightSail মিশন এর জন্য আগামি ২০ মে স্থানীয় সময় ১০ঃ৪৫AM এ ছোট একটি মহাকাশযান মহাশুন্য তে পাঠাবে ।
এটি সূর্যের ভর বেগ কে ব্যবহার করে চলবে । এবং এটাকে অনেকটা পাল তোলা নৌকার মত পালতোলা মহাকাশযান এর মত দেখায় ।
তাই লাইট সেইল প্রতিষ্ঠান টির মহকাশযানে আপনি না যেতে পারলেও আপনি আপনার সেলফি পাঠাতে পারবেন ।
সেলফি পাঠাতে এখনি এই লিঙ্ক এ যান
http://www.planetary.org/get-involved/messages/lightsail/
এবং আপনার সেলফি সাবমিট করার পর আপনার সার্টিফিকেট নামিয়ে নিন ।
ধন্যবাদ ।
ভুল ত্রুটি ক্ষমা করবেন ।
Facebook এ আমিঃ http://www.Facebook.com/ontorsumon
+++The End+++
আমি আবু সাঈদ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।