আচ্ছা মনে আছে গত বছর সনি তাদের Xperia Z Ultra এর ডিসপ্লেতে একটা নতুন প্রযুক্তি নিয়ে আসে? যেটা এর পরের সব Z series এর সেট গুলোতে ছিল? জী আমি ট্রাইলুমিনাস ডিসপ্লের কথা বলছি! অনেকই হয়ত জানেন না যে ওটাই প্রথম মোবাইল যেটাতে কোয়ান্টাম ডট ব্যবহার করা হয়েছিল!
ট্রাইলুমিনাস নিয়ে বিস্তারিত বলার আগে বলতে হবে প্রিজম এর কথা। প্রিজম নিয়ে আমরা সবাই একটা কথা কম বেশী সবাই জানি। সেটা হল প্রিজমে সাদা আলো থেকে ৭ টা রং পাওয়া যায়। তো নরমালি আমরা যেসব ডিসপ্লে ব্যবহার করি ওখানে সাদা ব্যাকলাইট ব্যবহার করা হয় এবং স্ক্রিনে থাকে এক প্রকার প্রিজম কিংবা প্রিজম সদৃশ ফিল্টার যাদের কাজ হল ওই সাদা ব্যাকলাইট থেকে শুধু মাত্র মূল তিনটা রং কে ফিল্টার করে বের করা। ব্যপারটা ছবি দেখলেই বুঝবেন।
তো যারা খুঁতখুঁতে স্বভাবের তারা বলবে, হ্যাঁ সবই তো ঠিক আছে বাট কালার গুলো কেমন কেমন, রিচ না কিংবা বর্ডার গুলোতে কালার গুলা ঠিক নাই। আর বেসিক তিনটা কালারই যদি ঠিক না থাকে তাহলে অন্যান্য কালার গুলো নিখুঁত হবে? এই প্রোবলেম থেকে বের হওয়ার একটা উপায় বের করলো সনি। সেটা কি? আচ্ছা এক বর্ণী আলো ব্যবহার করলে কেমন হয়! তার মানে কি আমাদের স্ক্রিনের ব্যাকলাইটে ৩ টি মূল রং ব্যবস্থা করতে হবে? নাহ হবে না!
ট্রাইলুমিনাস ডিসপ্লেতে ব্যাকলাইট হিসেবে ব্লু LED ব্যবহার করা হয়। আর স্ক্রিনে প্রিজম টাইপের কিছু ব্যবহার না করে ব্যবহার করা হয় কোয়ান্টাম ডটস! ২-১০ ন্যানোমিটারের এই কোয়ান্টাম ডট গুলোকে নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত করা গেলে ওগুলো নির্দিষ্ট বর্ণের আলো প্রোডিউস করে। সনি এভাবেই তাদের তাদের স্ক্রিনে পিউর তিনটা মৌলিক রং এর ব্যবস্থা করে যার কারণে তাদের Color gamut এর রেন্জ অন্যান্য sRGB থেকে ৫০% পর্যন্ত বড়।
মোট কথা হল ট্রাইলুমিনাস ডিসপ্লেতে আপনি বিশাল একটা কালার রেন্জ পাবেন যেটা সাধারণ ডিসপ্লেতে পাবেন না।
এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। সনির Bravia Engine/Bravia Engine 2 এর পরবর্তী সংস্করণ হল X-Reality. এটা একটা ইমেজ প্রসেসিং ইউনিট যার মূল কাজ হল ছবির বা ভিডিওর প্রতিটা অংশের কালারকে ব্যালান্স করা, নয়েজ কমানো ইত্যাদি ইত্যাদি। এটার সাথে ট্রাইলুমিনাস প্রযুক্তির কোন সম্পর্ক নাই।
টীকা
Color Gamut: কোন ডিভাইস কি পরিমাণ কালার প্রোডিউস করতে পারে কিংবা সেটার মধ্যে কি পরিমান কালার Available তারই গ্রাফে দেখানো একটা ক্ষেত্র।
sRGB : Standard Red Green Blue. কোন ছবির Color gamut একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট হলে ওটাতে sRGB কালার ব্যবহার করা হয়েছে বলা হয়। বাংলায় বলি দুনিয়াতে সাধারণ যত ছবি দেখেন, সবই sRGB.
আরেকটা নমুনা sRGB এর
যারা কোয়ান্টাম ডটস থেকে কিভাবে নিদিষ্ট রং এর আলো আসে তা সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা এখানে যেতে পারেন।
আমার ফেইসবুক পেজ ফটোশপ এর জন্য
Source:Droid52
আমি মাহফুজুর রহমান ভুইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx.
because i also use Xperia z ultra but i don’t know fully-featured about Triluminos display.