জার্মানিতে উচ্চশিক্ষা – পর্ব – #৩ রিকোয়ারমেন্টস, প্রোফাইল, শহর

জার্মানিতে উচ্চশিক্ষা

জার্মানিতে উচ্চশিক্ষা – পর্ব – #১ মোটিভেশন / উৎসাহ

জার্মানিতে উচ্চশিক্ষা – পর্ব – #২ কোর্স, ভাষা, সেমিস্টার, খরচ, স্কলারশিপ

e) Required Entry Qualification Profile:

তা কোর্স সার্চ(https://www.daad.de/deutschland/studienangebote/international-programs/en) এর কথা বলছিলাম। সেখানে কোন কোর্সে গেলে IELTS, TOEFL লাগবে কিনা, কত লাগবে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সেকশনে। মজার ব্যাপার হলো, আমরা চার বছর ইংলিশ মিডিয়ামেই পড়ি, এই জন্যে অনেক ভার্সিটিই IELTS, TOEFL চায় না (তবে সেরকম ভার্সিটির সংখ্যাটা খুবই কম)। এটা যদি আগে জানতাম তাহলে মিনিমাম ফোর্থ ইয়ারে থাকা অবস্থায়ই অনেকগুলা জার্মান ভার্সিটিতে এপ্লাই করতাম। তবে হাইর‍্যাঙ্কড ভার্সিটিগুলো চাইতে পারে, ইভেন Gre-ইও। আর সেইফ সাইডে থাকার জন্যে IELTS , TOEFL, GRE করা থাকলে গ্রহণযোগ্যতাও বাড়ে, ভিসাতেও সুবিধা হয়। তবে এগুলা করার ভয়ে এপ্লাই করা থেকে বিরত থাকাটাও বোকামি।

ক, কোর্স সার্চ: https://www.daad.de/deutschland/studienangebote/international-programs/en/

খ, অন্যান্য খবর: https://www.study-in.de/en/

গ, টেকনিক্যাল ইউনিভার্সিটি : http://www.tu9.de/graduate/master.php

ঘ, আরও খুঁজলে: http://www.hochschulkompass.de/en/degree-programmes/suche.html

অনেক ভার্সিটি আবার হয়তো ইন্টারভিউও নিতে পারে। যেমন আমার ক্ষেত্রে হইছিলো। কিন্তু আমি বলবো, ভয়ের কিছু নাই। নিজের লাইফে এপর্যন্ত যত ইন্টারভিউ দিছি, যার মধ্যে ৩ বার দিছি ফরেইনারদের কাছে- এই অভিজ্ঞতা আর অন্যদের কাছ থেকে শুনেই বলতেছি, এই ইন্টারভিউ একেবারে সোজা। যেটা পারিনা সেটা সরল স্বীকারোক্তি দিয়ে বলছি -পারিনা, কিন্তু শিখে নিবো। জার্মানির চাকরির ইন্টারভিউতে প্রশ্নকর্তারা তাদের কোম্পানি কি কি কাজ করে, যে পজিশনের জন্যে ইন্টারভিউ হচ্ছে তার দায়িত্ব কি হবে- তা বুঝায়, অবশেষে আপনি আপনার জ্ঞান, মেধা দিয়ে কোম্পানিকে কিভাবে সাহায্য করতে পারবেন - এ জাতীয় প্রশ্ন। সুতরাং যারা বাংলাদেশে কোনো চাকরির ইন্টারভিউ বা ভার্সিটিতে সেন্ট্রাল ভাইভা দিছে তাদেরকে বলবো- চিয়ার আপ! হোয়াই ডেয়ার??!!

f) শহর, ভার্সিটিঃ

Relevant additional information অংশটা দেখাটা জরুরি এই কারণে যে, ভার্সিটির অবস্থান (র‍্যাঙ্কিং), শহরের অবস্থা, থাকার ব্যবস্থা কেমন – এই ব্যাপারগুলা ক্লিয়ার করা যাবে। বিশেষ করে শহর- অনেক শহরের ক্ষেত্রে লেখা থাকে “Only a little chance of part-time jobs”. সুতরাং সাবধাণে স্টেপ নিলে থাকা-খাওয়া-বাঁচা-মরা নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবেনা। আর র‍্যাঙ্কিং জিনিসটা নিয়ে আর যাই হোক- জার্মান ভার্সিটিগুলোর পুরো চিত্রটা উঠে আসেনা। পড়ালেখার মান মোটামুটি সব জায়গায়ই একই- পার্থক্য রিসার্চের সঙ্খ্যা অনুসারে। সেদিক থেকেও আবার একেক ভার্সিটি একেক ফিল্ডের জন্যে বেস্ট বলা যায়।

-কিছু ইউনিভার্সিটির বিবরণ[ঐখানে পড়তে থাকা স্টুডেন্টের মুখেই শুনুন]

আগামীকাল, পর্ব - #৪-এপ্লাই করা এবং তারপর

Write-up by Jamal Uddin Adnan
Munich, Germany

 

Level 0

আমি ক্যাপ্রিসিয়াস বাছেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস