বিভিন্ন বস্তুর X-RAY করা কিছু ছবি

প্রতিদিন ই তো প্রযুক্তি ও কম্পিটার সম্পর্কে  অনেক পড়ি। আজ না হয় ভিন্ন কিছু দেখি। সবগুলো ছবি ই X-RAY করা।

ছবি-১

ছবি-২

ছবি-৩

ছবি-৪

ছবি-৫

ছবি-৭

ছবি-৮

ছবি-৯

ছবি-১০

ছবি-১১

ছবি-১২

ছবি-১৩

ছবি-১৪

এবার বলতে হবে কোন ছবি কিশের? আর বলার সময় ধারা অনুযায়ী বলবেন। ছবি গুলো দেখে কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে তবে ছবিগুলো কোনটা কিসের বিস্তারিত লিখলে ভালো হত।

11,12,13 ভালোই লাগলো 🙂

এইটা কি আসল, না কি ফটোশপিং?

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

Level 0

১। শংখ, ২। শামুক, ৩। মাকড়শা, ৪।কাকড়া, ৫।বাস ভরা মানুষ, ৭। হ্যাংগার, ৮। ঘর, ৯। ফুল, ১০। বাদুর, ১১। মেয়ের পা, ১২। পেপার সহ মানুষ, ১৩। ডল, ১৪। সাগরের মাছ

    ৭,১৪ নং ভুল হয়েছে।
    http://ngm.nationalgeographic.com/2010/10/photo-journal/veasey-photography
    এখানে গিয়ে বিস্তারিত দেখুন।
    আপনাকে অনেক ধন্যবাদ। সবগুলো ই বলার চেষ্টা করেছে। আমার পক্ষ থেকে একটি ছোট গোলাপ-কলির শুভেচ্ছা

আচ্ছা জাকির ভাই ঘরের ছবিটা কিভাবে করল? এত বড় ৪স্টোরিড হাউজ করে ফেলল? চমৎকার জিনিস দিলেন। ভাল্লাগলো….

    আমি ও জানি না। তবে অনেক ভালো লাগলো তাই সবার সাথে শেয়ার করলাম

ইদানিং দেখি ফটোগ্রাফারেরা slr ক্যামেরা বাদ দিয়া x-ray মেশিন নিয়া কাজ করছে।

    বেশ ভাল হয়েছে।

    আমার ও তাই মনে হচ্ছে। তবু ও ভালো, খারাপ না

বেশ মজার, ভালো লেগেছে, ধন্যবাদ

বাস মানুষ সহ xray হইল সেটা মাথায় ঢুকল না ।আমার মনে হয় আপনি সবাইরে বেকুব পাইছেন ।

    আমি বেকুপ পাই নি। এটা national geographic website থেকে পাওয়া।
    http://ngm.nationalgeographic.com/2010/10/photo-journal/veasey-photography
    go and see, thanks for comments.
    “হে মুহাম্মাদ (সাঃ) আপনি বলুন আল্লাহ্‌ একক, যিনি অভাবহীন , তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং কাহারও দ্বা” কারো নাম এটা হতে পারে না। আপনি পুরো বাক্য ও শেষ করেন নি। আপনি হয়তো ইসলাম প্রচারের উদ্দেশ্য এরকম নাম দিলেন তবে এটা করে ইসলাম কে আরো হাস্য সম্পদ করে তুললেন। দয়া করে ইসলাম কে হাস্য সম্পদ করে তুলবেন না। এটা আমার রিকোয়েষ্ট।
    আর আমার এ কমেন্ট কি সঠিক নয় কি তা জানাবেন।

    জাকির ভাইয়ের কথাটা শুইনা আপনার টাইটেল টা চেন্স করে। আপনার কি নাম নাই? নাকি নাম খুজে পান নাই।

    আপনি লেখাটা সুন্দর করে লেখতে পারতেন।
    ভাই আপনার মাজে যদি ইসলামের প্রতি ভালবাস থাকত, তাহলে ইসলামে নিয়া এভাবে উপহাস করতেন না।

জাকির ভাই ধন্যবাদ ছবি গুলু শেয়ার করার জন্য।
আর জনাব,
“হে মুহাম্মাদ (সাঃ) আপনি বলুন আল্লাহ্‌ একক, যিনি অভাবহীন , তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং কাহারও দ্বা”
আপনার নামটা পরিবর্তন করে অরজিনাল নামটা প্রকাশ করুন,আপনি এই নাম দিয়ে কি বুঝাইতে চাইতেছেন জানিনা তবে নামটা ভাল হয় নাই।
আজকাল দেখি টেকটিউন্সে কিছু ব্যতিক্রম নাম দিয়ে টিউনার কমেন্টার আসচেন জানিনা এতে সুবিধাটা কি হয় তবে আমার মনে হয় নিজের আসল নামটাই প্রকাশ করা উচিত।

    আপনাকে ও ধন্যবাদ।

    আর তারাই জানে তাদের কি লাভ

জাকির ভাই ধন্যবাদ ছবিগু্লো শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ মাজহারুল ভাই

ধন্যবাদ জাকির ভাই! ভিন্নধর্মী কিছু উপহার দেয়ার জন্য।

Level 0

golaper jonno dhonnobad. ami avro te likhte pari, phonetic, unijoy, probhati likhte pari na. tai no 7 plane hanger likhte na pere just hanger likhechi.

ভাই ছবি গুলা ডাউনলোড কইরা ফটোশপ এ নেগেটিভ করেন।শব বুজতে পারবেন।