আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আশা করি সবাই ভালই আছেন, অনেকদিন পর আপনাদের মাঝে টিউন নিয়ে হাজির হলাম । এখন প্রায় সবাই whatsapp ব্যবহার করছে আর whatsapp তাদের নতুন ফিচার calling যুক্ত করছে যেটা সকলেরই দৃষ্টি আকর্ষন করেছে ।কিন্তু whatsapp ডাউনলোড করলেই তাদের এই অপশনটি যুক্ত হয় না যা খুবই বিরক্তিকর ।প্রথমে whatsapp ডাউনলোড করে install করে নিন । এরপর ফোন নম্বর verify করে নিন ।
আপনারা এটা ৩ ভাবে যুক্ত করতে পারেন।
১। কোডিং করে
২। terminal emulator ব্যবহার করে
৩।। এবং call দিয়ে
আমি আপনাদের ২টি অপশন দিব । একটি হল terminal emulator ও calling to whatsapp
terminal emulator: দিয়ে করার জন্য প্রথমে গুগল প্লে থেকে যে কোন একটি terminal emulator download করে install করুন ।
এবার open করুন এবং লেখুন su এবং এন্টার দিন। তারপর লিখুন am start -n com.whatsapp/com.whatsapp.HomeActivity এবং ইন্টার দিন/done করুন । ব্যাস কাজ শেষ ..... আপনার calling feature যুক্ত হয়ে গেছে । আর আপনার ফোন অবশ্যই রুট হতে হবে ।
calling option: for your kind information এটা একদম সহজ পদ্ধতি । শুধু একটি calling feature whatsapp যুক্ত ফোন লাগবে এবং সেখান থেকে আপনার ফোনে call দিলেই যুক্ত হবে । আপনাদের সুবিধার জন্য সকাল ১১.০০ হতে রাত ৮.০০ পর্যন্ত আমাকে আপনার ফোন দিয়ে অথবা sms দিয়ে নাম্বার দিবেন আমি ফোন দিব (???) আমার ফোন নাম্বার ০১৭৩৮০২১৩১৫ আর প্রথমে কমেন্ট করুন ও পরে ফোন দিন
কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন । 🙄 🙄 🙄
আমি rakibh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনারা আমাকে whats app এ sms করন । number এ sms করলে আমাকে একটু কষ্ট বেশি করতে হচ্ছে। ধন্যবাদ