থিওরি অফ রিলিটিভিটি ও এর সম্পর্কিত দুটি বাংলা বই

থিওরি অফ রিলিটিভিটিঃ

থিওরি অফ রিলিটিভিটি মোটামুটি সহজ আবার মোটামুটি কঠিন একটা বিষয়। যার অর্থ আপেক্ষিকতা বা আপেক্ষিক তত্ত্ব। এর আবিস্কারক আনেস্টাইন।

আর্লবার্ট আনেস্টাইন।

তাকে যদি এ সম্পর্কে কোন স্বাবাবিক মানুষে জিজ্ঞেস করত তাহলে তার উত্তর ছিল এরকমঃ

একটি সুন্দর মেয়ের পাশে বসে থাকেলে সময় দ্রুত কেটে যাবে ৫০ মিনিটকে মনে হবে ৫ মিনিট আর আগুনের কাছে বসে থাকলে সময়ে খুব ধীরে কাটবে ৫ মিনিট কে মনে হবে ৫০ মিনিট।

মানে কোন ভালো জায়গায় সময় খুব দ্রুত কাটবে আর খারাপ জাগায় ধীরে কাটবে। তিনি এটাই বুঝাতেন।

তবে আমরা যারা টেকটিউন্স এর সদস্য তারা তো আর স্বাধারন মানুষ না। তাই আমাদের মূল ব্যপারটা জানতে হবে। আর আমি শুধু ধারনাটা দিব। তো শুরু করিঃ

তিন ধরনের আপেক্ষিকতা রয়েছেঃ

1.       সময়ের আপেক্ষিকতা

2.       দৈর্ঘের আপেক্ষিকতা

3.       ভরের আপেক্ষিকতা

সময়ের আপেক্ষিকতাঃ কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্তায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্তায় সংঘটিত ঐ একই ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান এর চেয়ে বেশি হবে।

(এখনে গতিশীল বস্তুটির গতি হতে হবে আলোর গতির কাছাকাছি। মানে ৩০০০০০০০০ মিটার পার সেকেন্ড। )

কিছু বুঝছেন? মনে হয় না। এবার ছোট্ট একটা উদাহরন দিচ্ছি তাহলে একটু হলে ও বুঝবেন।

দুজন জমজ ভাই। একজন একটি রকেটে ছড়ে পৃথিবীর বাহিরে গেছেন। যে রকেটের বেগ আলোর বেগের সমান। আরেজন পৃথিবীতে রয়ে গেছেন। ৩০ বছর পর ঐ ভাই পৃথিবীতে ফিরে আসলো। এসে দেখলো তার ভাইটি অনেক বুড়ো হয়ে গেলো। আর এটি ঘটেছে সময়ের আপেক্ষিকতার জন্য। মানে স্থির অবস্তায় সময় বেশি কাটে গতিশীল অবস্থার থেকে।

দৈর্ঘের আপেক্ষিকতাঃ কোন পর্যবেক্ষকে সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ঐ একই বস্তুর দৈর্ঘের চেয়ে বেশি হবে।

মানে স্থির অবস্থায় যে দৈর্ঘ মাপবেন তা গতিশীল অবস্থার চেয়ে বেশি হবে।

ভরের আপেক্ষিকতাঃ কোন পর্যবেক্ষকে সাপেক্ষে গতিশীল বস্তুর ভর ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ঐ একই বস্তুর ভরের চেয়ে কম হবে।

স্থির অবস্থায় যে ভর মাপবেন তা গতিশীল অবস্থার চেয়ে কম হবে। মানে গতিশীল অবস্থায় বস্তুর ভর বেড়ে যাবে।

আপনি এতটুকু বুঝতে পারলে বুক ফুলিয়ে বলতে পারবেন “আমি থিওরি অফ রিলিটিভিটি বা আপেক্ষিকতা বুঝি”।

আরো ভালো করে জানতে নিছের দুটি বই খুবি কাজে দিবে।

প্রথম টি হচ্ছে ব্রাট্রাড রাছেলের  ABC of Relativity

বইটির বাংলা অনুবাদের  ডাউনলোড লিঙ্ক

আরেকটী হচ্ছে আমদের সবার প্রিয় জাফর ইকবালের থিওরি অফ রিলেটিভিটি

বইটির ডাউনলোড লিঙ্ক

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ…

ধন্যবাদ বইটির জন্য। যখন টিউন করবেন তখন বানানের দিকে একটূ খেয়াল রাখবেন। আর যা বলতে চান সাধারণ ভাবে স্বাভাবিক বাংলায় বলবেন। তা না হলে আপনি কি বোঝাতে চাচ্ছেন তা অনেকেরই বুঝতে সমস্যা হয়। আপনার শুভকামনায় ডিজে আরিফ

    আমার এ টিউনে বানান ভুল মনে হয় খুব কম হয়েছে, Suggestion এর জন্য ধন্যবাদ।

আপনি টাইটেলে লিকেছেন যে দুটি বাংলা বই, কিন্তু আমি দেখছি একটি বাংলা বই! আরেকটি ইংলিশ বই!

    দুটিই কিন্তু বাংলায়।

Level 0

Thanks….

Level 0

thanks you

বই পড়তে কম বেশী সবাই ভালোবাসি, জাকির ভাই ধন্যবাদ।

বার্টাড রাসেল এর বইটি ডাউনলোড করেছি।
কিন্তু বই এর অবস্থা ভাল না।
ঝাপসা ঝাপসা হৈসে।

    আমার ও পড়তে খুব কষ্ট হয়।

    Level 0

    আমার ধারনা ২য় বইটার ডাউনলোড লিংক এ এই খান থেকে দেওয়া-
    http://www.banglabooks.tk/.

আসলে বাংলা যেই কোন বই দেখলে, ডাঊনলোড না করে পারা যায় না। জাকির ভাই ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ জাকির ভাই বই গুলু শেয়ার করার জন্য।

Level 0

ভাইজান আর্লবার্ট আনেস্টাইন কি খুব ভাল মানুষ ছিলেন তাহলে তিনি নাকি ১ম স্ত্রী কে তালাক(divorce) দেওয়ার পর ২য় বিয়ের আগে ১৫ জন মেয়ের সাথে রাত্রি যাপন করেছেন ( সূত্র: প্রথম আলো )। অবশ্য রাতে তিনি কি করে ছেন তা বলতে পারিছি না কারণ তখন আমার জন্ম হয়নি।

Level 0

ভাইজান আর্লবার্ট আনেস্টাইন কি খুব ভাল মানুষ ছিলেন তাহলে তিনি নাকি ১ম স্ত্রী কে তালাক(divorce) দেওয়ার পর ২য় বিয়ের আগে ১৫ জন মেয়ের সাথে রাত্রি যাপন করেছেন ( সূত্র: প্রথম আলো )। অবশ্য রাতে তিনি কি করেছেন তা বলতে পারিছি না কারণ তখন আমার জন্ম হয়নি।

    @RS. MUKTA: সে কোন মেয়ের সাথে কি করল সেটা আসল কথা না। আসল কথা হল তার কাজ। তার মত বিজ্ঞানী আর জন্ম নিবে না।

Level 2

This is nto right that তার মত বিজ্ঞানী আর জন্ম নিবে না। Kothata thik noi