থিওরি অফ রিলিটিভিটি মোটামুটি সহজ আবার মোটামুটি কঠিন একটা বিষয়। যার অর্থ আপেক্ষিকতা বা আপেক্ষিক তত্ত্ব। এর আবিস্কারক আনেস্টাইন।
আর্লবার্ট আনেস্টাইন।
তাকে যদি এ সম্পর্কে কোন স্বাবাবিক মানুষে জিজ্ঞেস করত তাহলে তার উত্তর ছিল এরকমঃ
একটি সুন্দর মেয়ের পাশে বসে থাকেলে সময় দ্রুত কেটে যাবে ৫০ মিনিটকে মনে হবে ৫ মিনিট আর আগুনের কাছে বসে থাকলে সময়ে খুব ধীরে কাটবে ৫ মিনিট কে মনে হবে ৫০ মিনিট।
মানে কোন ভালো জায়গায় সময় খুব দ্রুত কাটবে আর খারাপ জাগায় ধীরে কাটবে। তিনি এটাই বুঝাতেন।
তবে আমরা যারা টেকটিউন্স এর সদস্য তারা তো আর স্বাধারন মানুষ না। তাই আমাদের মূল ব্যপারটা জানতে হবে। আর আমি শুধু ধারনাটা দিব। তো শুরু করিঃ
তিন ধরনের আপেক্ষিকতা রয়েছেঃ
(এখনে গতিশীল বস্তুটির গতি হতে হবে আলোর গতির কাছাকাছি। মানে ৩০০০০০০০০ মিটার পার সেকেন্ড। )
কিছু বুঝছেন? মনে হয় না। এবার ছোট্ট একটা উদাহরন দিচ্ছি তাহলে একটু হলে ও বুঝবেন।
দুজন জমজ ভাই। একজন একটি রকেটে ছড়ে পৃথিবীর বাহিরে গেছেন। যে রকেটের বেগ আলোর বেগের সমান। আরেজন পৃথিবীতে রয়ে গেছেন। ৩০ বছর পর ঐ ভাই পৃথিবীতে ফিরে আসলো। এসে দেখলো তার ভাইটি অনেক বুড়ো হয়ে গেলো। আর এটি ঘটেছে সময়ের আপেক্ষিকতার জন্য। মানে স্থির অবস্তায় সময় বেশি কাটে গতিশীল অবস্থার থেকে।
মানে স্থির অবস্থায় যে দৈর্ঘ মাপবেন তা গতিশীল অবস্থার চেয়ে বেশি হবে।
স্থির অবস্থায় যে ভর মাপবেন তা গতিশীল অবস্থার চেয়ে কম হবে। মানে গতিশীল অবস্থায় বস্তুর ভর বেড়ে যাবে।
আপনি এতটুকু বুঝতে পারলে বুক ফুলিয়ে বলতে পারবেন “আমি থিওরি অফ রিলিটিভিটি বা আপেক্ষিকতা বুঝি”।
আরো ভালো করে জানতে নিছের দুটি বই খুবি কাজে দিবে।
প্রথম টি হচ্ছে ব্রাট্রাড রাছেলের ABC of Relativity
বইটির বাংলা অনুবাদের ডাউনলোড লিঙ্ক
আরেকটী হচ্ছে আমদের সবার প্রিয় জাফর ইকবালের থিওরি অফ রিলেটিভিটি
বইটির ডাউনলোড লিঙ্ক
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ধন্যবাদ…