মহাবিশ্বের সৃষ্টি ও নক্ষত্রের উতপত্তি

নক্ষত্রের উতপত্তি ও বিবির্তন অনেক মজার। বিজ্ঞানিদের ধারনা এ নক্ষত্রের জীবন চক্র শুরু হয়েছে ছায়াপথে নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে ভেঙ্গে পড়া একটি ঘন মেঘ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ত্বরনের মাধমে। মহাকর্ষ হচ্ছে এ মহা বিশ্বের যেকোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষন। যেমন সুর্য ও বুধের আকর্ষন। এই মেঘের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ই বেশি রয়েছে।

মেঘের আকার অনেক বিশাল হলে তাদের মাঝে মাঝে মহাকর্ষ বলের পরিমান বেশি হয়। ফলে তারা সংকুচিত হতে থাকে এবং এ প্রক্রিয়ায় মেঘ গুলো নক্ষত্রে পরিনত হয়। প্রথমে এদের তাপমাত্রা অনেক কম থাকে প্রায় -১৭৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মেঘ গুলো সংকুচিত হলে তাদের ভেতরের পরমানুর মধ্যে সংঘর্শ ঘটে ফলে তাপমাত্রা বাড়তে থাকে।  এবং প্রায় ১০০০০০০০  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌছে।

বাস্তবে নক্ষত্র গুলো দেখতে আরো ভয়ঙ্কর

এত উচ্ছ তাপমাত্রায় হাইড্রোজেন পরমানু হিলিয়াম পরমানুতে পরিনত হয় এবং প্রচুর শক্তি উতপন্ন হয়।  এ শক্তি তরংগ হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ে। যা আমরা সূর্য থেকে আলো হিসেবে পাই।

গ্রহ গুলো তৈরি হয়েছে নক্ষত্র গুলো কে গিরে থাকা অবশিষ্ট গ্যাসীও পদার্থ থেকে।

আমাদের পৃথিবী তৈরি হয়েছে সূর্যের চারপাশে থাকা গ্যাস থেকে।

তবে বিজ্ঞানিরা এখনো অনেক প্রশ্নের উত্তর খুজে পায় নি। যেমন এ মেঘ গুলো কোথায় থেকে আসলো? বস্তু গুলো কিবাবে সৃষ্টি হয়েছে? ইত্যাদি।

পদার্থ বিজ্ঞানি স্টিফেন হকিং তার বিখ্যাত বই “A Brief History of Time”  এ মহাবিশ্ব সৃষ্টি নিয়ে পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে তার মন্তব্য তুলে ধরেন।

আপনাদের জন্য এ বইটির বাংলা সংকরনটির ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিলাম।

ডাউনলোড লিঙ্ক

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vhi akta kaj ar kaj korcen . bangla book ta ami khujtacilam . thanks

Free Full Software Download
http://www.shakisoft.com

ধন্যবাদ বাংলা বইটির লিঙ্ক দেওয়ার জন্য।

Level 0

কাজের বই
তবে উনুবাদ বই গুলো থিক কেমন হএব এটা নিয়ে কিছুটা চিন্তিত

    অনুবাদ বইটি আমি পড়ছি। খারাপ না। তবে পিডিএফ নিয়ে সমস্যা । পড়তেতে কষ্ট হবে।

ভাল জিনিস শেয়ার করেছেন। তবে একটা প্রশ্ন, অনুবাদ কেমন হয়েছে?

    আসলে বইটা ভালো বুঝার জন্য গণিত ভালো জানতে হবে। আর অনুবাদক খুব কাছা কাছি গিয়াছেন আমার ইংরেজি ও বাংলা দুটি ই আছে। আমি দুটি ই পড়ছি। তাই অনুবাদকের প্রতি কৃতগতা জানাই।

দেখি বইটি পরে কেমন হল ধন্যবাদ।

খুব সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ।

    অনেক ভালো লাগলো। ধন্যবাদ

ভাই অনেক ভাল্লাগলো

    ধন্যবাদ, আপনার ভালো লাগ্লো শুনে খুশি হলাম

টিউন দারুন হয়েছে। বইয়ের লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ। কিছু মনে নিবেন না, বানানের দিকে একটু নজর দেয়া দরকার।

    বানাগুলো লিখতে পারি না। এ জন্য সমস্যা। আমি ইচ্ছে করে বানান ভুল করিনা। এ জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

    কোয়ী বাথ ন্যাহি। বানান আমারও অনেক বেশি ভুল হয়। আপনি অভ্র-এর নতুন ভার্ষন(৫.০.৫) ব্যবহার শুরু করুন।

খুব ভাল টিউন ধন্যবাদ টিউনের জন্য।

    আপনাকে ও ধন্যবাদ, আপনি সবার আগে কনেন্ট করেন আজ পিছিয়ে গেছেন।

জাকির ভাই,আপনাকে ধন্যবাদ অসাধারন এই বইটি শেয়ার করার জন্য।ডাউনলোডে দিয়েছি দেখি কিছু বুঝতে পারি কি না।আমি আবার অংকতে গোল্লা।আবারও ধন্যবাদ জানাচ্ছি।ভালো থাকবেন।

    সফটওয়ারের সরবরহ কারী আমার টিউনে কমেন্ট করছে তাতেই আমি খুশি। ধন্যবাদ ভাই।
    আর বইটি লিখছেই সাধারন মানুষের জন্য। অংক না জেনে ও বইটি পড়া যাবে।

আপনাদের জন্য আজ দেখি এরকম কোন বই দিতে পারি কিনা। যদি পারি তাহলে আজ ই পাবেন।

Level 0

ভাল জিনিষ শেয়ার করেছেন, আর টিউন ও খুব সন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Level 2

vai download link nai. please new download link add. tnx