দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ নিয়ে বিজ্ঞানিদের পাগলামি।

এক একটা বিজ্ঞানি মানেই এক একটা পাগল এটা আপনারা বিশ্বাস কলেও করতে হবে না করলে ও করতে হবে। দৈর্ঘ্য, ভর ও সময় এ তিনটি মৌলিক পরিমাপ একক নিয়ে তাদের পগলামি টা একটু দেখা যাক।

দৈর্ঘ্য পরিমাপের আন্তজাতিক একক হচ্ছে মিটার। এ মিটারের সঙ্গা বিজ্ঞানিরা কিভাবে দেয় তা একটু যেনেনিঃ

“আলো 1/c সেকেন্ডে যতদূর অতিক্রম করে তাই হচ্ছে এক মিটার।” কিছু বুঝেছেন? মনে হয় না। এবার আরেকটু ভেঙ্গে বলিঃ এখানে c বলতে আলোর বেগ কে বুঝানো হয়েছে। C=299792458 meter per second.  সুতরাং 1/c =1/299792458=0.000000003335640952 সেকেন্ড ।

অর্থাৎ আলো0.000000003335640952 সেকেন্ডে যতদূর অতিক্রম করে তাই হচ্ছে এক মিটার। এত কঠিন করে দেওয়ার দরকার ছিলো আপনারাই বলেন? এটা কি পাগলামি না?

আচ্ছা এবার আসি সময় এর ক্ষেত্রে। সময় পরিমাপের আন্তজাতিক একক হচ্ছে সেকেন্ড। এ সেকেন্ড এর সঙ্গা বিজ্ঞানিরা কিভাবে দেয় তা একটু জানি।

“সিজিয়াম-133 পরমানু যে আলো নিস্বরন (emit) করে তার 9192631770 কম্পাঙ্ক হতে যে সময় লাগে তা হল এক সেকেন্ড”

সিজিয়াম ঘড়ি

আমরা কোথায় পাবো সিজিয়াম-133 পরমানু? কিবাবে তার   9192631770 কম্পাঙ্ক নির্নয় করব?  আমনারাই বলেন।

এবার আসি ভর এর ক্ষেত্রে। ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কেজি বা কিলো গ্রাম।

“ পারিসের  ভর এবং পরিমাপের আন্তর্জাতিক বুর‍্যো অফিশে একটি প্লাটিনাম- ইরিডিয়াম সিলিন্ডার রয়েছে তার পরিমান হচ্ছে এক কেজি।”

প্লাটিনাম- ইরিডিয়াম সিলিন্ডার

শেষের টা না হয় মানুশের ধরা ছোয়ার ভিতরে রয়েছে কিন্তু আগের দুটী আমরা কি ভাবে মেনে নি?এগুলোকে আপনারা কি পাগলামি বলবেন না?

তবে যাই হোক এটার পেছনে সবছেয়ে মূল কারন হচ্ছে নির্ভুলতা। বিজ্ঞানিরা সবসময় চায় নির্ভুল তথ্য। তাই কোন টা কিভাবে হলে ভালো হয় তা তারা সবাই মিলে ১৯৬০ সালে সবাই মিলে একটি বইঠক বসে ঠিক করেছেন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I am in a great problem. Please help me….. I use pendrive password in all my disk drive for protection. But unfortunately i forgot my password. All my important software other things were there. Please help me now what can i do. please ……….

    পাসওয়ার্ড রিকোভারি সফটোয়ার দিয়ে ট্রাই করে দেখুন। আর আপনার পেন ড্রাইভের পাসওয়ার্ড ভুলে গেছেন? না কি হার্ড ডিস্ক এর?

    আপনার জন্য গ্যারান্টিড সমাধান লিনাক্স লাইভ সিডি

    —————————————
    আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

জাকির ভাই কিছু তথ্য জেনে নিলাম আপনার টিউন থেকে আসলেই এইগুলা জানা ছিলনা।
তবে একটা কথা বলি যদিও বিজ্ঞানিরা সব সময় চায় সঠিক তথ্য দিতে তারপরেও কিন্তু সব সময় সঠিক তথ্যই দেয়না ভুল তথ্যও দেয়।
আপনার টিউন ভাল হইছে এই তথ্যটা কিন্তু সঠিক,আপনাকে অনেক ধন্যবাদ টিউনের জন্য।

    আপনাকে ও ধন্যবাদ। বিজ্ঞানিরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। অনেক সময় তাদের অজান্তেই অনেক বিরাট ভুল হয়ে যায়। তার জন্য তারা সর্বদা দায়ি নয়। তবে খারাপ বিজ্ঞানি ও রয়েছে।

    Level 0

    আসলে ভুল বেরুলেই সঠিকটা বেরুবার চান্স থাকে, না হয় কিছুই কিন্তু আবিষ্কৃত হতনা

যে বিজ্ঞানি বলে প্ৃথিবীতে কোন সৃষ্টি কর্তা নেই. তাহাকে কি বলবেন

    সবাই যেটা বলে “নাস্তিক”

    Level 0

    তবে আমি তাকে বলবো অ-পদার্থ

    তাকে জীব জন্তু ছারা আর কি বলা যাই……..

তথ্যবহুল টিউন।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

Level 0

জাকির ভাই টিউন ভাল হয়েছে,
কিন্তু আপনার বানানের দিকে আমার কু-নজর গেছে,
এবং তাতে ভুল ধরা পড়েছে

    তা আমি ও জানি। কিছু কিছু বানানে সমস্যা রয়েছে। যা আপনারা বুঝেনিতে পারবেন।

জাকির ভাই ভাল টিউন হয়েছে।

দৈর্ঘ্য, ভর ও সময় নিয়ে নতুন কিছু জানলাম ধন্যবাদ।

Level 0

বিজ্ঞানিরা অনেক সময় তাদের অজান্তেই বিরাট ভুল করে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক মজা পেলাম। ধন্যবাদ।

    পুরো বিজ্ঞানটাই মাজার। আমরা জানি না।