হ্যালো টিউনার, টিউডার, টিউজেটর কেমন আসেন সবাই। খারাপ না থাকার কথা। আমি যেমন নিজেকে সবসময় টেক আপডেট রাখতে নিজেকে ভালোবাসি, আপনারা এর ব্যতিক্রম না আমি জানি। যেকারণে একদম নতুন টপিকস নিয়ে আমি আজকে আপনাদের মাঝে। আমি নিজেও অবাক হয়েছি বিষয়গুলা জেনে, সাথে মজাও কম পাই নাই। আপনারাও পাবেন আশা করি। তাহলে আসুন টিউনে চলে যায়।
গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge নাকি আইফোন কোনটা নিবেন আপনি। আসলে দিধায় পড়ি আমরা প্রতিনিয়ত। কিন্তু আইফোনকে টেক্কা দিতে নতুন কিছু ফিচার নিয়ে আসছে স্যামসাং। সর্বোপরি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। নতুন নতুন অনেক ফিচারের সাথে এই লেটেস্ট ফোনে চেষ্টা করছে লুকিং এবং কোয়ালিটিও চেঞ্জ করার। ফিঙ্গার প্রিন্টও স্যামসাং এর নতুন সংযোজন। স্যামসাং এর আগের ফোন যা পারে নাই ঠিক সেই রকমই কিছু ফিচার নিয়ে আসছে এই স্যামসাং ফোন যার অনেক কিছুই হয়তো আপনি আইফোনে পাবেন না। ঠিক এরকমই কিছু অজানাতা টপিকস নিয়ে সাজানো হয়েছে আমার আজকের এই আয়োজনে। স্যামসাং গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge নাকি টাইম মেশিন খেতাবও পেয়ে গেছে জন-সমাগমে। কি ভিন্নতা এই টাইম মেশিনে?!
গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge এ আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো অনলাইন ষ্টোরে “স্যামসাং পে” এর মাধ্যমে পে করতে পারবেন।
যেখানে আপনি আইফোনে শুধুমাত্র অ্যাপেল পে এর শুধু কমিউনিকেশনের পাশে টার্মিনাল গুলোতে কাজ করে।
স্যামসাং এর এই ফোনটি আপনি তারহীন একটা চার্জিং প্যাডের মাধ্যমে প্লাগ-ইন করা ছাড়ায় চার্জ করতে পারবেন।
যেখানে অ্যাপেলের আইফোন আপনি প্লাগ ছাড়া চার্জ করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge সুপার কুইকলি চার্জ
হবে। স্যামসাং বলে এটা ১০ মিনিট চার্জ হলেই এটা ৪ ঘণ্টার বেশি ব্যবহার করতে পারবেন।
যেখানে আইফোন এতো দ্রুত চার্জ করতে কখনো সম্ভব নই।
গ্যালাক্সি এস ৬ Edge এর মাধ্যমে স্পেসেফিক কালার কন্টাক্ট দিতে পারবেন। এটা আপনার কল অনুসারে ভিন্ন কালার দিবে।
যেখানে এই ধরণের কোন ফিচার আইফোনে নাই।
আপনি গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge এ হোম বাটন ২ ক্লিক করেই ক্যামেরাতে যেতে পারবেন।
যেখানে আপনাকে আইফোনে ক্যামেরা অ্যাপ অথবা লক স্ক্রিনে ক্যামেরা আইকোনে ক্লিকের মাধ্যমে ক্যামেরা ওপেন করতে হবে।
স্যামসাং এর এই ফোনে ক্যামেরা মুভিং ক্যাপাসিটি থাকায় ফোকাস খুব ভালো ভাবে ক্যাপচার করতে পারবে।
কিন্তু এটি আইফোন করতে পারবে না, যদিও নতুন কিছু অ্যাপ আইফোন iOS 8 এ যোগ করছে।
স্যামসাং এর এই নতুন ফোনে স্মার্ট ক্লিন আপ অ্যাপ যোগ হয়েছে যা এক ক্লিকে ফোনকে ক্লিক করতে পারবে।
Checker, claim এর মতো কিছু থার্ড পার্টি অ্যাপ থাকলেও আইফোন এটা খুব ভালোভাবে করতে পারে না।
গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge এ আপনি ইচ্ছা করলে একের অধিক অ্যাপ চালু রাখতে পারবেন।
যেখানে আইফোন আপনাকে এক সময়ে একের অধিক অ্যাপ কখনোই চালু রাখতে পারবেন না।
গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ Edge এ আপনি হার্ট রেট মাপতে পারবেন।
যেখানে অ্যাপেলের আইফোনে কিছু হেলথ রিলেটেড সেবা থাকলেও হার্ট রেট পরিমাপ করার মতো আধুনিক অ্যাপ নাই।
সম্পূর্ণ স্ক্রিন বন্ধ থাকলেও গ্যালাক্সি এস ৬ Edge এ আপনি টাইম এবং ডেট দেখতে পাবেন।
যেখানে আইফোনে আপনি এমন কোন সুযোগই পাবেন না।
আমার টিউনের প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কি এমন আর কোন ভিন্নতা জানা আছে নতুন এই গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ এবং আইফোনের মধ্যে, টিউমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
দারুন