এই সমসসা সমাধান করার জন্য আমরা ব্যবহার করি balast choke, এটি সাপ্লাই এর সাথে সিরিজে লাগানো থাকে,। এটি আসলে একটি ইন্ডাক্টর কয়েল,। আমরা জানি সেল্ফ ইন্ডাক্টেন্স এর জন্য জখন কয়েলের মধ্য দিয়ে AC current জায়,জখন কারেন্ট বাধাপ্রাপ্ত হয়,। এই choke coil এর ভিতর দিয়ে বেসি কারেন্ট জেতে দেয় না, কিন্তু voltage এর পরিমান ঠিক ঠাক রাখে, আর প্রাথমিক ভাবে টিউব এর ভিতর দিয়ে কারেন্ট চালু করতে বাইপাস হিসাবে একটা starter ব্যবহার করা হয়, গ্যাস এর মধ্য প্রবাহ চালু হলে, এর molecule গুল ionised হয়, শক্তি গ্রহণ করে molecule গুলি উচ্চ শক্তি স্ত্ররে চলে জায়,কিন্তু এগুল বেসি সময়, এভাবে থাকতে পারে না, খুব তারাতাড়ি শক্তি ছেড়ে দিয়ে, নরমাল স্টেটে ফিরে জায়, আর এই ছেড়ে দেওয়া শক্তি, গিয়ে ধাক্কা খায় ফ্লুরসেন্ট পাউডার এ, এই পাওডার তার বিসেস ধরমের জন্য, এই শক্তি কে আলো তে পরিনত করে,জা আমরা দেখতে পাই,
এখন, এই ধরনের কানেকশন ব্যবহার করার কিছু প্রব্লেম আছে।
১ লাইট স্টাট হতে কিছুটা সময় নেয়
২ চোকে প্রব্লেম থাকলে এক ধরনের বিরক্তিকর শব্দ হয়,
৩ ভোল্টেজ লো থাকলে, জ্বলেনা, ইত্যাদি
এই সব সমস্যা সমাধান করতে আজকের বাজারে এসে গেছে ইলেকট্রনিক চোক, সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে উঠবে টিউব,
এগুল আকারে ছোট আর হাল্কা, দামেও খুব বেসি না,
এখন দেখি এগুল কাজ করে কিভাবে!
পুরো সার্কিট টির কয়েকটা পারট আছে,
প্রথম পারট হল AC TO DC CONVERSION, আপণার চায়না লাইট এ জেমন টা থাকে,
সেকেন্ড কাজ হল CONVERSATION OF DC TO HIGH FREQUENCY (20-80KHZ) AC, (using power transistors and related components) SMPS জেমণ টা করে,
এই high frequency power supply, super fast ignition করে থাকে আপ্নার টিউব এর ভিতর,
আমরা এখন জে Cfl ব্যবহার করি, সেটাও কিন্তু এই একি পদ্ধতি তে কাজ করে , এর স্টাটিং সার্কিট টা গোল মতো জিনিটার ভিতর থাকে,
এখান থেকে একটা জিনিস বুঝা জাচ্ছে জে আপ্নার টিউব লাইট এর চোক টা জদি খারাপ হয়ে জায় তা হলে একটা পুরোনো CFL এর সার্কিট দিয়ে চালাতে পারবেন, এ নিয়ে আলোচনা করব পরের পোস্টে,, । আজ তা হলে এখানেই থাক ভালো থাকবেন।
good