আমরা জানি যে উইন্ডোস ৭ এর প্রফেসানাল ভারসানে ডিফল্টভাবে ক্লাসিক গেমসগুলি থাকেনা।মানে আমি বলতে চাইছি সেই গেমগুলির কথা যেগুলি গেমস ফোল্ডারের মধ্যে ডিফল্টভাবে থাকে। তো আজকে আসুন দেখে নেওয়া যাক কিভাবে সেগুলি ফিরিয়ে আনা যায়।আমি পদ্ধতীটি সুন্দর ভাবে স্ক্রিনসটের মাধ্যমে বোঝানোর চেস্টা করেছি। নিচের ধাপগুলি অনুশরন করুন আর ফিরিয়ে আনুন ক্লাসিক গেমসগুলি।আর মজা করে খেলতে থাকুন ও হারিয়ে যান সেই স্কুল লাইফের সুন্দর দিনগুলিতে ।
😀 ধাপগুলি নিম্নরুপঃ-
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ক্লাসিক গেমসগুলি পেয়ে যাবেন এখানে..................
Start menu----------->All progams--------------->Games.
জানিনা আমার পোস্টগুলি আপনাদের কেমন লাগে!!! আমার পোস্টগুলি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আশা করি কমেন্টে জানাবেন।আমি একজন নতুন টিউনার। তাই কমেন্ট আমাকে উৎসাহ দেবে আগামীতে আরো ভালো টিউন লেখার জন্য।ধন্যবাদ।
সৌজন্যেঃ- Rez's tech blog
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই এটার প্রয়োজন ছিল।