আপনারা সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন।
HIV (AIDS) virus কি? কেন হয়? কিভাবে হয়? এ সমন্ধে আপনাদের < !-more->জানা। তাই এ নিয়ে কিছু না বলে সরাসরি কিভাবে পরীক্ষা করতে হয় সেটি নিয়ে আলোচনা করছি।
পরীক্ষার উপকরনঃ 1. HIV device
2. syringe 3. Cotton 4. Savlon/ detol/Any disinfectant
পরীক্ষা পধতিঃ প্রথমে ০.৫ মি.লি. বা তার কম blood নিন। HIV device এর নির্দেশিত স্থানে bl00d. ২-৩ ফোটা দিন।
০৫-২০ মিনিত অপেক্ষা করুন.
ফলাফলঃ ১. HIV device এ c (control line) দাগ দেখা যায়, ২ এবং ১ লিখা বরাবর কোন দাগ না আসে তাহলে ফলাফল negative.
অর্থাৎ HIV (AIDS) virus আপনার দেহে নাই।
২.HIV device এ c (control line) দাগ দেখা যায়, ২ অথবা ১ লিখা বরাবর কোন দাগ আসে তাহলে ফলাফল positive. অর্থাৎ HIV (AIDS) virus আপনার দেহে বিদ্যমান।
প্রাপ্তি স্থানঃ HIV Device পাবেন surgical instrument এর দোকানে অথবা Clinic / diagnostic center গুলো যেখান থেকে reagent কেনে।
দামঃ HIV Device এর দাম ২৮-৩৫ টাকা। সর্ব মোট খরচ ৪০-৫০ টাকা।
< !-more->< !-more->
Mobile: 01774918899
আজকের মত আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম.
আমি আব্দুল হালিম জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু