Adobe Fireworks দিয়ে তৈরি করেন নিজের Ads Banner

ভাইরে এখন নিজের সাইটে দারকার নিজের ads banner . GOOGLE আর কত ads দিবে। তাছাড়া আমার ads প্রিয় ভাইরা free wordpress এ ads দিতে পারেন না বলে মন কষ্টে থাকেন। এ কষ্ট থেকে মুক্তি দিতে পারে adobe fireworks এর সহজ একটা তরিকা আছে। আসেন দেখি...

১. প্রথমে photoshop use করে নিজের মনের মত একটা banner বানিয়ে নিন...

২. তারপর আপনার adobe fireworks software টি চালু করুন...

৩. এবার adobe fireworks toolbar থেকে marquee tool টি নির্বাচন করুন।

৪. marquee tool দিয়ে banner এর আংশ select করুন...

৫. এবার right button click>Insert hotspot (Ctrl+Shift+U)

৬. হটস্পট তৈরি করার পর, toolbar থেকে pointer tool টি দ্বারা hotspot টি select করুন... select করার পর properties tab এ link, Alt, Target এ তিনটি box পাবেন...

৭. আবার যদি "মামার সাইট" লেখা banner এর অংশে hostspot তৈরি করে থকেন তবে Link Box এ মামার সাইট এর লিংকটি দিয়ে দিন... Alt Box ওই মামার সাইট লেখা অংশে মাঊস ধরলে কী লেখা আসবে তা দিয়ে দিন। (যেমন- " চল যাই মামার সাইটে" )...

৮. Target box এ _blank দিলে মামার সাইট আপনার সাইটের উপর লোড হবে না। অন্য tab এ ওপেন হবে...

......৩ থেকে ৮ পর্যন্ত process পূনঃপূনঃ চালিয়ে চাচার সাইট, খালার সাইট etc add করে নিন।

৯. এবার file menu থেকে Export select করুন...

১০. Export dialog box থেকে Export-- HTML and Images select করুন।

১১. এবার save করুন।(০০০ নাম দিয়ে)

১২. desktop এ save করলে desktop এ দুটি ফাইল পাবেন...যথা... ০০০.html ও ০০০.jpg

১৩. 000.jpg ফাইলটি যেকোন image host এ upload করুন (যেমন photobucket )

১৪. upload করা image এর direct link টি copy করুন...

১৫. এবার desktop এ থাকা ০০০.html ফাইলটি একটি notepad দিয়ে ওপেন করেন...

অনেক আবজাব গিজগিজ লেখা দেখে ঘাবড়ে যাওযার কারন নাই...

শুধু ০০০.jpg লেখাটি select করে আপনার copy করে আনা direct link টি paste করে দিন।

এবার সম্পুর্ন code টি select করে copy করে নিন।

আমাদের basic কাজ শেষ।

১৬. আবার

wordpress(your site's dashboard)>>Appearance>>Wedgets>>Text(ড্রগ করে এনে যেকোন sidebar এ ছেড়ে দিন)

text wedget box এ আপনার copy করে আনা code টি paste করে দিন।

১৭. save করে দিন। নিজের সাইটে গিয়ে দেখুন নিজের তৈরি ads banner.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

অনেক কষ্টের কাজ তাই না? আমি সহজ করে বলতে চাইছিলাম কে জানে কত্তটুক পারছি।

তবে ভাই নিজের add দেখা খুবই আনন্দে ব্যাপার।

Example site: 001 এখানে ads banner বানানোর জন্য এই তরিকা ব্যবহার করা হয়েছে

এ তরিকা blogger এ ও use করেতে পারবেন।

শুধু custom ads না

+ইমেজের উপর শেয়ারিং লিঙ্ক

+ইমেজের উপর Alt Text Tag

+custom মেনু বার

............etc

এর সবই এ তরিকায় করতে পারবেন।

আপনার creative মাথাটা একটু কাজে লাগালেই অনেক নতুন আজগুবি তরিকা এ থেকেই বেরিয়ে আসবে । 🙂

Level 0

আমি খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টেংকু কিন্তু আমারে কি কোনো সাইটের নাম জানাইতে পারবেন যেখানে বানার বানাইয়া সেটার এইচ টি এম এল কোড পাবো।আমার তো ব্লগস্পট তাই খুব দরকার

    এটা custom ads লাগানোর তরিকা, গুগলের adsense না।
    Example LINK

    Blogger এ custom ads banner লাগাতে একই তরিকায় code copy করে Blogger Dashboard>Design>Page element>Add wedget>HTML wedget নিয়ে তাতে code paste করে দেন।

    খালিদ ভাই আমার কাছে adobe fireworks CS5 এর licence key টা নাই।জদি দিতেন আমার উপকার হত ।আমার ইমেইল…এ দিয়েন

    [email protected]

    তানজিল আপনার মেইল চেক করেন। instruction file টা আগে পড়িয়েন। কাজ হলে আওয়াজ দিয়েন।

    ভাই আমি সেটা জানি।আসলে আমার গুগোল এডসেন্স না custom ads লাগানো দরকার।আপনাকে টেংকু

টিউন ভাল লেগেছে কিন্তু একি অবস্থা ছবির সাথে লেখার কনো মিল নাই।

    পোষ্ট লিখর সময় ঠিক ছিল…publish করার পর আমন হয়ে গেলো।
    আপনি এই link টি দেখতে পারেন।

    LINK

    patati khuje paoa jacche na!!

    Apologies, but the page you requested could not be found. Perhaps searching will help.

বুজিতে পারলাম না।

নতুন জিনিস শিখলাম। ধন্যবাদ।