আশা করি সবাই ভাল আছেন! কি নিয়ে আলোচনা করব নিশ্চয় বুঝতে বাকি নেই! যারা এই সম্পর্কে আপাদমস্তক জানেন তাদের না দেখাই ভাল! তো শুরু করা যাক । টিমভিউয়ার কি , কেন , কিভাবে ব্যবহার করবেন!
টিমভিউয়ার(Teamviewer) কিঃ টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে! সো নো চিন্তা ডু পুর্তি!
টিমভিউয়ার(Teamviewer) কেন ব্যবহার করবেনঃ
এখন কথা হচ্ছে উপরে আমি যেগুলোর নাম বলেছি তা শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন! তাহলে যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার! মানে আপনি চাইলে ফাইল ও শেয়ার করতে পারবেন! মানে যা ইচ্ছে তাই সবই আপনার হাতের মুঠোয়। কিন্তু একটা সমস্যা আছে তা হল ইন্টারনেট কানেকশন! ইন্টারনেট কানেকশন ছাড়া এতক্ষন যা বকবক করলাম একটা ও আপনার কাজে আসবে না! অতএব আগে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে! যারা ব্রডব্যান্ড ইউস করেন বিশেষ করে তাদের জন্য এই টিউনটি কাজে আসবে আর যারা গুরুত্ব পুর্ন কাজ ইউস করবেন তাদের জন্য! আমি ব্রডব্যান্ড ইউস করি তাই আমার অনেক উপকারে আসে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম!
এই পরীক্ষা চালনা/ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি 😛
তো চলুন এইবার একটা একটা দেখে নিই । একদম A থেকে Z পর্যন্ত মানে আমি যতটুকু জানি :P!
কিভাবে কানেক্ট করবঃ
আশা করি উপরের দেয়া লিংক থেকে প্রয়োজনীয় সফটওয়ার ডাউনলোড করে নিয়েছেন!
এইতো গেল কানেকশন পর্ব এইবার আসি,
কিভাবে ইউস করবেনঃ
রিমোট কন্ট্রোলের জন্যঃ
উপরের নিয়মে কানেক্ট দিয়ে। ইচ্ছা মত ইউস করুন মানে প্লে, ডিলিট , সব কিছু করতে পারবেন । এখন যেহেতু শীতকাল তাই অনেকে পিসি অন করে ঘুমায় পরবেন আর উঠতে না চাইলেও সমস্যা নাই এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ার একটু লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন মাগার অন করতে পারবেন না! কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না!
ফাইল শেয়ারিং এর জন্যঃ
আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই। আর আপনি যদি একই সার্ভারে নেট ইউস করে থাকেন তাহলে পাবেন সুপার স্পীড!
ভিডিও streaming করার জন্যঃ
আপনি চাইলে এখন থেকে আপনি আপনার যত ভিডিও , মুভি আছে সব মোবাইলে অথবা অন্য কোন পিসিতে সরাসরি স্ট্রেমিং করতে পারবেন । তবে ইন্টারনেট বেশ ভাল থাকতে হবে। একই লাইনের ব্রডব্যান্ড কানেকশন অথবা ভাল স্পীডের নেট দিয়ে আপনি এই কাজ করতে পারবেন।
এতক্ষন তো দেখলেন আপনার পিসি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে কন্ট্রোল করলেন !! এক কমেন্টে রিকোয়েস্ট করেছে যে টিমভিউয়ার দিয়ে কি স্মার্টফোন কন্ট্রোল করা সম্ভব কিনা! হ্যাঁ ভাই সম্ভব। তো চলুন শুরু করা যাক............।। নিচে সব গুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন।
আপনার স্মার্টফোন কন্ট্রোল করতে যা যা লাগবেঃ
কানেক্ট করবেন যেভাবেঃ
কানেক্ট হয়ে গেলে এখন আপনার পিসি থেকে আপনার স্মার্টফোন ফুল কন্ট্রোল করতে পারবেন। নিচের ভিডিওটি দেখুন ।
তো আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আমি প্রায় আড়াই বছর ধরে টেকটিউনসের মেম্বার কিন্তু নেটের অভাবে তেমন কিছুই লেখা হয় নি! আশা করি এখন থেকে নিয়মিত লিখতে পারব! কারণ এখন আমার ব্রডব্যান্ড কানেকশন আছে! যদিও নেটের টেনশন নাই কিন্তু বিলের টেনশন আছে!
কোন সমস্যা হলে জানাবেন। অনেক কিছুই লিখার ছিল কিন্তু আজ পারব না হাত ব্যথা হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে!
অমৃত দাশ বিজয়
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
আমার পিসিতে ShareIt কাজ করছে না । Wireless lan problem