Teamviewer কি ? কেন? কিভাবে ব্যবহার করবেন! (না দেখলেই চরম মিস করবেন!)

আশা করি সবাই ভাল আছেন! কি নিয়ে আলোচনা করব নিশ্চয় বুঝতে বাকি নেই! যারা এই সম্পর্কে আপাদমস্তক জানেন তাদের না দেখাই ভাল! তো শুরু করা যাক । টিমভিউয়ার কি , কেন , কিভাবে ব্যবহার করবেন!

টিমভিউয়ার(Teamviewer) কিঃ  টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে! সো নো চিন্তা ডু পুর্তি!

টিমভিউয়ার(Teamviewer) কেন ব্যবহার করবেনঃ  

  • অনলাইনে শিখার জন্যঃ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ! আর এই যুগে আবিষ্কার হয়ে অসম্ভবকে সম্ভব করার অনেক আধুনিক প্রযুক্তি। আমাদের দেশ এখনো প্রযুক্তিতে অনেক পিছিয়ে! অন্যান দেশে ইন্টারনেট স্পীড জিবিপিএস আর আমাদের এখানে এখনো কেবিপিএস পাইতে অনেক কষ্ট হয়! আর ইন্টারনেটের যে দাম তাতে ইন্টারনেট কিনে ফকির হওয়া ছাড়া উপায় নাই! আচ্চা যাই হোক আমি আমার মুল আলোচনার বাইরে চলে যাচ্ছিলাম! ফিরে আসি আবার, এখন কথা হল টিমভিউয়ার ইউস করব কেন?? হ্যা ইউস করব এ জন্যই যে , আমরা বর্তমানে অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারি বা শিখছি! অনেকে বলতে পারেন গুগল, ইউটিউব , ডেইলিমোশন এ সার্স দিলেই তো আর এত কাহিনি করার দরকার হয় না! হ্যা তা ঠিক কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা সামান্য একটা জিনিস এর জন্য প্রজেক্টটা সম্পন্ন করতে পারি না! এখন আপনি জানেন আপনার বড় ভাই/বোন/বন্ধু ঐ কাজটা পারে কিন্তু তারা তো আর সবসময় আপনার পাশে বসে থাকে না! তো এখন কি করবেন! একটূর জন্য কাজটা রেখে দিলে আমার মনে হয় না এটা আর কয়েক সপ্তাহের মধ্যে ধরবেন অথবা শেষ করবেন! এই রকম আমার হয় যেটা পারি না চেষ্টা করতে করতে মাথা হ্যাং করলে আমি আর ধারে কাছে যায় না কয়েকদিন অথবা সপ্তাহ অথবা মাস! কিন্তু আমি যদি ঐ কাজটা কোন এক বড় ভাই বন্ধু দিয়ে করায় নিতাম তাহলে আমি পরবর্তী প্রজেক্ট এর জন্য কাজ করতে পারতাম এবং ঐ কাজটা ও শিখে ফেলতে পারতাম! আর এই কাজ টা করার জন্য বা বন্ধুকে দিয়ে শিখে নেয়ার জন্য টিমভিউয়ার এর বিকল্প নেই! এটা গেল কোন কিছু শিখার ক্ষেত্রে টিমভিউয়ার এর গুরুত্ব।
  • এক/একাধিক কম্পিউটার পরিচালনার জন্যঃ   মনে করেন আপনার এক/একাধিক পিসি আছে। কোন কারনে আপনি বাইরে যাবেন । আপনার পিসি এর মধ্যে কোন কিছু ডাউনলোড হচ্ছে তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে আর আপনাকে কাজে যেতে হবে না! মানে আপনার যেতে যেতে বন্ধুদের আড্ডা অথবা অফিস টাইম শেষ হয়ে যাবে। মানে পন্ডশ্রম! সেই যন্ত্রনা থেকে মুক্তি পেতে টিমভিউয়ার এর গুরুত্ব বলে কহে শেষ করা যাবে না! এখন আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে আমি কি সারা দিন ল্যাপটপ অথবা ডেস্কটপ নিয়ে গুরব নাকি! তা ঠিক আর চাইলে ও তা সম্ভব না! না আপনাকে সারাদিন এই বোজা নিয়ে ঘুরতে হবে না! আমরা সবাই মোটামুটি একটা স্মার্টফোন ইউস করি! এখন কথা হল সব স্মার্টফোনে তো আর টিমভিউয়ার সাফোর্ট করে না! তা ঠিক সাপোর্ট করে এই রকম একটা স্মার্টফোন কিন্তু থাকা লাগবে না হলে কিন্তু আমার টিউন পরে আপনি পরীক্ষা করতে পারবেন না আসলে এর গুরুত্ব কি! তবে সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে যে, বর্তমানে বাংলাদেশ মোটামুটি কম মুল্যে একটা এন্ড্রয়েড ফোন হলেই চলবে! আর যাদের দামি দামি স্মার্টফোন আছে তাদের তো আর বলাই লাগবে না! আর এই স্মার্টফোন দিয়েই আপনি আপনার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
  • ফাইল ট্রানস্ফার এর জন্যঃ  আমরা এক সময় ফাইল ট্রান্সফার বলতেই ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হবে এইটা বুঝে নিতাম। বর্তমানে আমরা যারা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন ইউস করি তারা হয়তে বুজে গেছেন আমি কিসের কথা বলেতে চাইছি! হ্যা তা হল ওয়াফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার! আর এই ট্রান্সফার কে আরো শক্তিশালি করার জন্য অনেক ডেভেলপার তৈরি করেছে সফটওয়ার। আমার থেকে যেটা সবচেয়ে ভাল লাগে তা হল ShareIT. এটা প্রায় সব ফ্লাটফর্মে চলে। আপনি চাইলে ডাউলোড করে নিতে পারেন এখান থেকে
    1. For PC/Laptop
    2. For Android
    3. Iphone

    এখন কথা হচ্ছে উপরে আমি যেগুলোর নাম বলেছি তা শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন! তাহলে যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার! মানে আপনি চাইলে ফাইল ও শেয়ার করতে পারবেন! মানে যা ইচ্ছে তাই সবই আপনার হাতের মুঠোয়। কিন্তু একটা সমস্যা আছে তা হল ইন্টারনেট কানেকশন! ইন্টারনেট কানেকশন ছাড়া এতক্ষন যা বকবক করলাম একটা ও আপনার কাজে আসবে না! অতএব আগে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে! যারা ব্রডব্যান্ড ইউস করেন বিশেষ করে তাদের জন্য এই টিউনটি কাজে আসবে আর যারা গুরুত্ব পুর্ন কাজ ইউস করবেন তাদের জন্য! আমি ব্রডব্যান্ড ইউস করি তাই আমার অনেক উপকারে আসে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম!

এই পরীক্ষা চালনা/ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি 😛  

  • ইন্টারনেট কানেকশন
  • এক/একাধিক পিসি/ল্যাপটপ
  • মোবাইল একটা হলেই চলেবে! বেশি হলে ও সমস্যা নাই
  • টিমভিউয়ার সফটওয়ার। মোবাইল পিসি সবটাতে একটা একটা লাগবে!
  • এন্ড্রয়েডের জন্য এখনে ক্লিক করুন
  • আইফোনের জন্য এখানে ক্লিক করুন
  • উন্ডোজ পিসি / ল্যাপটপের জন্য এখানে ক্লিক করুন
  • উইন্ডোজ ফোনের জন্য এখানে ক্লিক করুন
  • রিকোয়েস্টেডঃ এন্ড্রয়েড এন্ড পিসি এর জন্য ডাইরেক্ট লিংক এখানে Pc mediafire , Android Apk mediafire

তো চলুন এইবার একটা একটা দেখে নিই । একদম A থেকে Z পর্যন্ত মানে আমি যতটুকু জানি :P!

কিভাবে কানেক্ট করবঃ
আশা করি উপরের দেয়া লিংক থেকে প্রয়োজনীয় সফটওয়ার ডাউনলোড করে নিয়েছেন!

  • আপনার ফোনের টিমভিউয়ার ওপেন করুন ।
  • connect with teamviewer
  • আপনার পিসিতে টিমভিউয়ার ওপেন করুন। তারপর ইউসার আইডি আর পাসওয়ার্ড আপনার মোবাইলে টিমভিয়ারে দিয়ে কানেক্ট করুন। সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে!
  • এইবার মজানেন ঘরে বসে অথবা বাইরে বসে! মানে রিমোট কন্ট্রোল করে।

এইতো গেল কানেকশন পর্ব এইবার আসি,

কিভাবে ইউস করবেনঃ

রিমোট কন্ট্রোলের জন্যঃ

উপরের নিয়মে কানেক্ট দিয়ে। ইচ্ছা মত ইউস করুন মানে প্লে, ডিলিট , সব কিছু করতে পারবেন । এখন যেহেতু শীতকাল তাই অনেকে পিসি অন করে ঘুমায় পরবেন আর উঠতে না চাইলেও সমস্যা নাই এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ার একটু লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন মাগার অন করতে পারবেন না! কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না!

ফাইল শেয়ারিং এর জন্যঃ

আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই। আর আপনি যদি একই সার্ভারে নেট ইউস করে থাকেন তাহলে পাবেন সুপার স্পীড!
file sharing

ভিডিও streaming করার জন্যঃ

আপনি চাইলে এখন থেকে আপনি আপনার যত ভিডিও , মুভি আছে সব মোবাইলে অথবা অন্য কোন পিসিতে সরাসরি স্ট্রেমিং করতে পারবেন । তবে ইন্টারনেট বেশ ভাল থাকতে হবে। একই লাইনের ব্রডব্যান্ড কানেকশন অথবা ভাল স্পীডের নেট দিয়ে আপনি এই কাজ করতে পারবেন।

  • video streaming via teamviewer tutorial by amrita das bijoy
    video streaming via teamviewer tutorial by amrita das bijoy

এতক্ষন তো দেখলেন আপনার পিসি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে কন্ট্রোল করলেন !! এক কমেন্টে রিকোয়েস্ট করেছে যে টিমভিউয়ার দিয়ে কি স্মার্টফোন কন্ট্রোল করা সম্ভব কিনা! হ্যাঁ ভাই সম্ভব। তো চলুন শুরু করা যাক............।। নিচে সব গুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন।

আপনার স্মার্টফোন কন্ট্রোল করতে যা যা লাগবেঃ

  • এক/একাধিক স্মার্টফোন অথবা একটি স্মার্টফোন/ল্যাপটপ/ডেস্কটপ
  • TeamViewer QuickSupport
  • ইন্টারনেট কানেকশন

কানেক্ট করবেন যেভাবেঃ

কানেক্ট হয়ে গেলে এখন আপনার পিসি থেকে আপনার স্মার্টফোন ফুল কন্ট্রোল করতে পারবেন। নিচের ভিডিওটি দেখুন ।

তো আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আমি প্রায় আড়াই বছর ধরে টেকটিউনসের মেম্বার কিন্তু নেটের অভাবে তেমন কিছুই লেখা হয় নি! আশা করি এখন থেকে নিয়মিত লিখতে পারব! কারণ এখন আমার ব্রডব্যান্ড কানেকশন আছে! যদিও নেটের টেনশন নাই কিন্তু বিলের টেনশন আছে!

কোন সমস্যা হলে জানাবেন। অনেক কিছুই লিখার ছিল কিন্তু আজ পারব না হাত ব্যথা হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে!
অমৃত দাশ বিজয়

Level 0

আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Trying to learn new somethings!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পিসিতে ShareIt কাজ করছে না । Wireless lan problem

    @আধুনিক ফটোগ্রাফার: ওয়াইফাই ডিভাইস থাকতে হবে। না হলে পিসিতে কাজ করবে না।

Level New

যদিও সফটওয়্যারটার সাথে অনেক আগেই আমি পরিচিত , তার পরেও অনেক সাজিয়ে গুছিয়ে টিউন করেছেন তাই খুবই ভাল হয়েছে । অনেক দিন পরে টিটিতে একটা মানসম্পন টিউন দেখে ভাল লাগল । ধন্যবাদ ।

এই সফটওয়্যারের সাথে আমিও পরিচিত । অনেক কাজের একটা সফটওয়্যার, মাঝে মধ্যেই দরকার পরে এই সফটওয়্যারের । আর হ্যা আমিও AMITROY0 ভাইয়ের সাথে একমত, এটি একটি মানসম্মত টিউন ।

এটা নিয়ে পোস্ট হয়েছে বাট আপনারটা সেরা

Level 0

আপনার টিউন টা পড়ে প্লে স্টোর খেকে নামিয়ে ব্যবহার করলাম । ভালই লাগল।

ভাই,
পোষ্ট সুন্দর কিন্তু সমস্যা হলো কম্পিউটার দিয়ে প্লে স্টোর হতে এন্ড্রোয়েড টিম ভিউয়ার নামানো যায় না। তাই ভাই এটা মিডিয়াফায়ারে আপলোড করে দিন। যাতে এ সকল এপস / সফট ডাউনলোড করা যায়। ধন্যবাদ।

    @একেএম রেজাউল করিম: আসলে mediafire or dropbox লিংক দিলে কয়েক দিন পরে আর কাজ করেনা তাই সরাসরি অফিসিয়াল লিংক দিয়েছি । তো সমস্যা নাই আপনার জন্য আমি আপলোড দিতেছি।

    @একেএম রেজাউল করিম: পিসি দিয়ে ও প্লে স্টোর থেকে apk ডাউনলোড করা যায়। টেকটিউন্স এ সার্স দিয়ে দেখেন পেয়ে যাবেন। আমি উপরে আপলোড করে লিংক দিয়ে দিয়েছি পোষ্টে। অথবা এখান থেকে ডাউনলোড করে নিন…।। http://www.mediafire.com/download/fjju9xfo2uhwf22/latest_teamvier_for_android_by_amrita_das_bijoy.apk

সমস্যা হচ্ছে দেশের বাইরের কম্পিউটারে নিয়মিত এক্সেস করলে খুব অল্প সময় পরেই ব্লক হয়ে যায়। এটার লাইসেন্সের দামও অনেক বেশী আবার কোনক্রমেই ক্রাক করা যায়না কারণ ঘটনা যাই হোক তাদের নিজস্ব সার্ভার হয়ে কানেক্ট করতে হয়। তাই উইন্ডোজের প্রথম কয়েকদিন এটা ব্যবহার করে পরে অন্য কিছু ব্যবহার করি। যদি টার্গেট ক্লায়েন্টে রিয়েল আইপি থাকে তাহলে বেষ্ট হচ্ছে রিয়েল ভিএনসি। পিসি টু পিসি [সিংগেল ডিসপ্লে] ব্যবহার করতে চাইলে সবচে বেষ্ট হচ্ছে ammyyadmin. আর হাল্কা পাতলা অথবা দেশের মধ্যে পিসি টু পিসি ব্যবহার করলে টিমভিউয়ার।

    @কামরুল ইসলাম রুবেল: হ্যা তা ঠিক কিন্তু আমার কখনো এমন হয় নাই। কারণ আমি দেশের বাইরে থাকিনা। তাই আসলে বলতে পারি না! তবে থ্যাঙ্কস নতুন কিছু শিখতে পারলাম। ammyyadmin এটা অনলি পিসি টু পিসি মনে হয়। গুগল সার্স করে অন্য কোন ফ্লাটফর্মের জন্য ফেলাম না! যদি থাকে জানাবেন প্লীজ!

vai etar pc version full version(license code) ace ki?

Level 2

ভাই, এটা কি মোবাইল থেকে মোবাইলে কাজ করবে? আমি পিসি টু মোবাইলে কানেক্ট দিয়ে কাজ করেছি। ধন্যবাদ।

    @Sohel: হ্যাঁ পারবেন আমি পোস্টে এড করে দিব আজ বা কাল । থ্যাঙ্কস। মনে ছিল না মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

I am very glad to read your tunes. I would know but I did not work so i will try to do.

thanks… u can try…………