একই ব্রাউজারে ইউস করুন আপনার সব ফেইসবুক একাউন্ট!

আমরা অনেকে কাজে অথবা অকাজে এক বা একাধিক ফেইসবুক ইউস করি ।

কিন্তু সেখানে একটা সমস্যা থাকে তা হল বারবার লগ আউট করে নতুন করে সাইন ইন করা বা একসাথে দুই/ততোধিক আইডি ব্যবহার করা যায় না! আমরা যদিও চেষ্টা করে দেখে কয়েকটা ট্যাব খুলে কিন্তু দেখা যায় যে http://www.facebook.com এ গেলে আগের আইডিতেই অটো লগিন হয়ে যায়!

আমি আজ আপনাদের দেখাব কিভাবে এই বিরক্তিকর যন্ত্রনা থেকে মুক্তি পাবেন! তো অপারেশন শুরু করা যাক........................

যদিও সিম্পল একটা কাজ অনেকে হয়ত জানেন তারা না দেখলেও চলবে। কারন সময়ের মুল্য অনেক তাই অবিজ্ঞ ভাইরা না দেখাই ভাল!

এটা তেমন কিছু জাস্ট একটা এড অন্স । আর এর নাম হচ্ছে   Multilogin   । যা কাজ করবে গুগল ক্রোমে ।

যা আছে এই এড অনসেঃ

  • আপনার ইচ্ছামত ফেইসবুক একাউন্ট একই ব্রাউজার ইউস করতে পারবেন ।
  • আর আপনাকে বারবার লগিন এবং লগ আউট করে সময় লস করতে হবে না।

কিভাবে ব্যবহার করবেনঃ

  • প্রথমে এই লিংকে যান Multilogin
  • এড অন্স টি ব্রাউজারে এড করুন ।
  • ব্রাউজারের ডানপাশে উপরে কোনায় দেখেন একটা নতুন এড অন এড হয়েছে।
  • সেখানে যান যত আইডিতে লগিন করবেন ঠিক তত বার ক্লিক করেন।
  • তার দেখবেন নতুন কতগুলো ট্যাব ক্রিয়েট হয়েছে।
  • সব ট্যাবে একটা একটা আলাদা আইডিতে লগি করতে পারবেন এখন থেকে!
use multiple facebook account from same browser tutorial by amrita das bijoy
use multiple facebook account from same browser tutorial by amrita das bijoy

আজ এই পর্যন্ত ভাল থাকবেন সবাই। আর বুঝতে কোন সমস্যা হলে টিউনমেন্ট করে জানাবেন। যথাসম্ভব চেষ্টা করব দ্রুত রিপ্লাই দিতে ।
ধন্যবাদ সবাইকে ..................।।

অমৃত দাশ বিজয়

Level 0

আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Trying to learn new somethings!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাইতো এতদিন খুজতেছিলাম, Thx for pos

    @মাহমুদ কলি।: খুজে তো পেলেন এবার একটা পার্টি হয়ে যাক! ধন্যবাদ কমেন্ট করার জন্য!

ফায়ারফক্স এর জন্য কিছু নেই ?

    @নীলোৎপল বেদী: হ্যা আছে। তবে আমার থেকে তেমন ভাল লাগে নাই তাই শেয়ার করি নাই। একটা অসুবিধা আছে তাহলে ফায়ারফক্সে এক্সটেনশন টা ইনস্টল করলে তা নতুন ট্যাবে ওপেন না হয়ে সরাসরি নতুন উইন্ডোতে ওপেন হয়! আপনি চাইলে ইউস করতে পারেন! MultiFox

    @নীলোৎপল বেদী: এখানে দেখেন https://addons.mozilla.org/en-US/firefox/addon/multifox/