ডাউনলোড ২:: সহজে করুন Torrent Download

বিট-টোরেন্ট ডাউনলোড কি এ বিষয়ে বলতে গেলে পাতা পাতা লিখতে হবে। বিস্তারিত জানতে চাইলে আছে wiki. কিন্তু ডাউনলোড করতে গেলে এত কিছু জানার দরকার নাই। যা জানার দারকার তা নিন্মরুপ—

যা যা দরকার

  • ১. একটি ডাউনলোড client সফটওয়্যার
  • ২. Torrent file

ক. সফটওয়্যার?

  • ১. Bit-Comet তুলনামুলক ভাল স্যাফটওয়্যার
  • ২. Bit-Torrent ছোটো এবং জনপ্রিয়
  • ৩. µTorrent সবচেয়ে ছোটো torrent downloader
  • ৪. Vuze সবচেয়ে powerful client কিন্তু system এ অনেক চাপ দেয়।
  • ৫. SymTorrent এটা সবার জন্য নয়, যাদের শুধুমাএ Nokia S60v2-5 supported মোবাইল [যেমন n70-97, 5320-5800 etc] আছে তাদের torrent download এর জন্য এটা চরম একটা software.

খ. কোথায় পাব torrent file?

  • ১. Torrentz আমার ব্যাবহার করা সবচেয়ে ভাল torrent search engine, এটা প্রায় সবগুলো torrent host(thepiratebay.org, btmon.com, yourbittorrent.com, torrentreactor.net, alivetorrents.com , kickasstorrents.com আরো অনেক আছে) search করেতে পারে এবং সবচেয়ে দ্রুত।
  • ২. Isohunt এটাও খুব শক্তিশালী search engine.

গ. করনীয়? ( tutorial.pdf )

  • ১. যকোন একটি downloader পছন্দ করে download করে install করে নিন। সবগুলোই ফ্রিওয়্যার।
  • ২. যেকোন একটি torrent search engine পছন্দ করে আপনার প্রয়োজনীয় ফাইলটি search দিন। এবার দরকারি ফাইলটির torrent নামায় ফেলেন।
  • ৩. Torrent file টি খুব ছোট হয় গড়ে ১৫০কিলোবাইট । আপনি আগে থেকে download client install করে থাকলে এই file টিতে ডাবল ক্লিক করলে আপনার torrent downloader software টি দিয়ে ফাইলটি ওপেন হবে। download now click করে আপনি সাথে সাথে ডাউনলোড শুরু করতে পারেন।

ঘ. জেনে রাখা ভাল

Torrent download করতে গেলে শিওর হেয়ে নেবেন—

  • যে torrent নামাচ্ছেন তা fake না তো?
    • আপনার আগে যারা download করেছে তাদের করা comment পড়ুন।
    • যে উপলোডার torrent টি upload করেছে সে trusted কিনা, যে সাইট থেকে torrent নামাচ্ছেন সেখানে তার নামের পাশে trusted icon থাকবে।
    • Seeders, Leechers এর স্যাংখ দেখে নিন। যত বেশি হবে তত বেশি speed পাবেন।
    • মনে রাখবেন পুরানো মানে বেশি আগের torrent download করতে গেলে বেশি speed পাবেন না। ডাউনলোড speed খুব কম হতে পারে। সবচেয়ে ভাল ১-৩ মাসের মধ্যকার torrent নামানো।
    • সম-সাময়িক কিছু ডাউনলোড করতে গেলে torrent download হচ্ছে সবচেয়ে ভাল পন্থা।
    • ভিডিও নামানোর আগে quality ranking দেখে নিতে পারেন (ফাইলের নামের সাথে উল্লেখ থাকে)—
      • TS, CAM —  খুব low quality
      • PDVD — TS এর চেয়ে ভাল
      • R5, R4, DVDscr — মোটামুটি(sound ভাল না)
      • DVDrip( dvd rip) — বেশ ভাল
      • BRrip(blue ray rip) — চরম ভাল
      • Torrent এ যেকনো জিনিষ খুঁজে পাওয়ার সম্ভবনা অন্য সব ডাউনলোড process এর চেয়ে অনেক বেশি।
      • Torrent এর সমগ্র ব্যাপারটিই ফ্রি, কোথাও কোন টাকা দিতে হবে না।

তো ডাউনলোড করুন যত খুশি।

আরো পড়ুন ডাউনলোড ১:: Direct Download

Level 0

আমি খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

ধন্্যবাদ।

    আপনাকেও অনেক অনেক ধন্্যবাদ। 🙂

প্রিয় করলাম । ধন্যবাদ। । ……

ভালো এবং গুরুত্বপুর্ন তথ্য।

    সবার কাজে লাগলেই খুশি হব।

খুবই তথ্যবহুল একটি টিউন। খুবই কাজের একটি। আশা করি সবাই পছন্দ করবে।

Level 0

I saw one of my friends using daruchinibd.com gets more than 100kbps speed for movie download. I tried piratebay got only 4\5kbps max .is there any site or way to download movie very quick?

    আপনি যে website এর কথা লিখেছেন তা বোধহয় user restricted. ওপরে কিভাবে movie দ্রুত download করা যায় torrent দিয়ে তা লেখা আছে। এ [turtorial] টি নামিয়ে দেখতে পারেন।

    এছাড়াও এ পেজে আমি কয়েকটি movie এর site add করেছি। [LINK]

    if you have problem to read bangla then you can say that, may be I can help.

Level 0

how can I forward port? I am a QB user

এখন বড় বড় ফাইল তো বটেই, সবকিছুই টরেন্ট দিয়ে ডাউনলোড করি……ধন্যবাদ আপনাকে।

ঐ বেটা এইটা তি জানি

টরেন্ট সম্পর্কে আগে থেকে যেটুকু জানতাম তার চেয়ে দু-একটি এক্সট্রা টিপস্ পেলাম। অনেক ধন্যবাদ এরকম সুন্দর এবং গুছানো একটি টিউনের জন্য। ভবিষ্যতে টরেন্ট সম্পর্কে কেউ জানতে চাইলে এই লিংক দেয়া যাবে।

আর একটা কথা, আপনি কি ফোনেটিক ব্যবহার করে বাংলা লিখেন নাকি সরাসরি ইউনিবিজয় দিয়ে লিখেন? যদি ফোনেটিক দিয়ে লিখেন তাহলে আপত্তি নেই, নতুবা এগুলো কষ্ট করে ঠিক করে দিন টিউনটি আরো অনেক সুন্দর এবং ভালো লাগবে-

স্যাফটওয়্যার? –> সফটওয়্যার
যেনে রাখা ভাল –> জেনে রাখা ভাল

শিরোনাম তো তাই এই ভুল দুটি খুব দৃষ্টিকটু লাগছে। মাইন্ড খাইয়েন না আবার।
(স্মাইলি কিভাবে ব্যবহার করব?)

    ফোটেনিক ভাই, খুবই হক কথা বলেছেন।

    ইয়াহুর স্মাইলি কোড ব্যাবহার করতে পারেন।

অনেক সুন্দর টি্উন। প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ……..

টরেন্ট বিষয়্বে মেলা শিখা হল , ধন্যবাদ

টররেন্ট সম্পর্কে ভাল কিছু তথ্য দেবার জন্যে অনেক ধন্যবাদ

আপনি তো দেখি ডাউনলোড বস । ধইন্য ……

    তা আপনাদের দোয়াই…

    লাষ্ট মান্থে ৩১ গিগা download করেছি ভাই, GP এর জোড়াতালি স্পীড দিয়ে। 🙂

torrent জিন্দাবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল টিউন আপনার টিউন ডাউনলোডের ক্ষেতে অনেক উপকারে দিবে ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনটির জন্য।

THANKYOU

Level 0

Vuze ei linkta virus ace kew file ti download korben na

ভাই আপনার টিউন পরে
অনেক কিছু বুঝেছি কিন্তু
আমি জদি টরেন্ট থেকে
গেমস ডাউনলোড করি
এবং কিছু
ডাউনলোড হবার পর পজ
করি এবং পরে রিজুম করে
ফুল ডাউনলোড দেবার পর
কি গেম টি ইন্সটল হবে
কারন অনেক সময় Direct link এ
দেখি পজ করলে পরে রিজুম
হয় কিন্তু ফুল ডাউনলোড
করার পর ইন্সটল হয়না
তাই জদি আমি টরেন্ট
থেকে গেমস ডাউনলোড
করি তাহলে পরে রিজুম
করে ফুল ডাইনলোড করলে
কি গেম টি ইন্সটল হবে