ডাউনলোড শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমার growing up মগজে আমি ২ ধরনের ডাউনলোড এর কথা জানি। যথা –
এর বাইরেও কিছু থাকতে পারে। থাকলে রিডার ভাই ও বোনেরা আমাকে জানিয়ে দিয়েন। এখন ডিটেইলে আসি,
Rapidshear, Megaupload, Mediafire, Hotfile, Megashear, 4sheared….. [আরো অনেক আছে] এদের নাম আমরা সবাই জানি। এসব হোষ্ট থেকে মুভি থেকে শুরু করে অডিও গান, পাইরেটেড স্যাফটওয়্যার কি না পাওয়া যায়। এদের মধ্যে Rapidshear আর Hotfile শেয়ার করা ফাইল এর সংখ্যা বেশি। কিন্তু দুটো হোষ্ট এই টাকা দিয়ে আকাউন্ট না কিনে ডাউনলোড করতে গেলে বিশাল ক্যারফা। লম্বা টাইম ওইয়েট করিয়ে বলবে ERROR, ডাউনলোড resume করতে দিবে না। আমাদের কারেন্ট এর যে হালত তাতে resume না করতে পারলে কিছুই ডাউনলোড করতে পারবো না। ২০০মেগা ফাইল ১৯৫মেগা নামানোর পর কারেন্ট নাই, মানে পুরাই মাঠেমারা। এজন্য আছে খালিদের তরিকা –
কথা হল এমন কোন হোষ্ট দেয়? Mediafire, Megashear এ দুইটা পুরাই ফাঊ।
Megaupload আর 4sheared একটু ওয়াটে করালেও বেশ ভালো সর্ভিস দেয়। তবে যেটা দিয়েই ডাউনলোড করেন না কেনো ভাই ও বোন software লাগবে। যেমন-
এত গেল শুধু ডাউনলোড software এর কথা। এখন আসেন কোথায় গেলে যে ফাইলটা খুজছেন তা সহজে পাবেন। লাগবে shearing হোষ্ট search engine. ব্যবহার করতে পারেন FileTube। আমার ব্যবহার করা সবচেয়ে ভাল shearing হোষ্ট search engine. কিন্তু ইদানিং বাংলাদেশে এই সাইটে নূরানী ভাব নিচ্ছে। বেশির ভাগ সময় offline দেখায়। এজন্যই আছে সহজ PROXY.
+ যদি নিতান্তই Rapidshear আর Hotfile থেকে কোন ফাইল ডাউনলোডের প্রয়োজন হয় তবে এই Premium account generator[ Rapid8 ] টা ব্যাবহার করতে পারেন। তবে আগেই বলে রাখি এই সাইট প্রচুর pop up ads দেয়, আর সব সময় ঠিক মত লিংক generate করতে পারে না, যা খুবই বিরক্তিকর। ফাউ জিনিষের সব সময়ই কিছু না কিছু অসুবিধা থাকে।
এই সবগুলো কথা আমার মত নবিস ডাঊনলোডারদের জন্য। তাই কোন PRO যদি এটা পড়ে বিরক্ত হন তাহলে নিজ গুনে মাফ করবেন।
আমি খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ফাইল গুলো মুলত ফরশেয়ারড এ পাই, তাই বেশিরভাগ সময়ে ওখান থেকে ডাউনলোড দেই, তবে এটার ফিচার মনে হচ্ছে প্রিমিয়াম টাইপের