ডাউনলোড ১::ডাউনলোড করুন সহজে, MIPONY দিয়ে

ডাউনলোড শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমার growing up মগজে আমি ২ ধরনের ডাউনলোড এর কথা জানি। যথা –

  • ১. Rapidshear/ Direct/ Shearing host download
  • ২. Torrent download

এর বাইরেও কিছু থাকতে পারে। থাকলে রিডার ভাই ও বোনেরা আমাকে জানিয়ে দিয়েন। এখন ডিটেইলে আসি,

১.  শেয়ারিং হোষ্ট ডাউনলোড

Rapidshear, Megaupload, Mediafire, Hotfile, Megashear, 4sheared….. [আরো অনেক আছে]  এদের নাম আমরা সবাই জানি। এসব হোষ্ট থেকে মুভি থেকে শুরু করে অডিও গান, পাইরেটেড স্যাফটওয়্যার ;) কি না পাওয়া যায়। এদের  মধ্যে Rapidshear আর Hotfile শেয়ার করা ফাইল এর সংখ্যা বেশি। কিন্তু দুটো হোষ্ট এই টাকা দিয়ে আকাউন্ট না কিনে ডাউনলোড করতে গেলে বিশাল ক্যারফা। লম্বা টাইম ওইয়েট করিয়ে বলবে ERROR, ডাউনলোড resume করতে দিবে না। আমাদের কারেন্ট এর যে হালত তাতে resume না করতে পারলে কিছুই ডাউনলোড করতে পারবো না। ২০০মেগা ফাইল ১৯৫মেগা নামানোর পর কারেন্ট নাই, মানে পুরাই মাঠেমারা। এজন্য আছে খালিদের তরিকা –

  • ক. এমন হোষ্ট থেকে ফাইল নামাতে হবে যেখানে আজাইরা টাইম ওয়েট করায় না।
  • খ. Resume করেতে দিবে, ফলে কারেন্ট গেলেও হ্মতি পুনঃরুদ্ধার সম্ভব।

কথা হল এমন কোন হোষ্ট দেয়? Mediafire, Megashear এ দুইটা পুরাই ফাঊ।

Megaupload আর 4sheared একটু ওয়াটে করালেও বেশ ভালো সর্ভিস দেয়। তবে যেটা দিয়েই ডাউনলোড করেন না কেনো ভাই ও বোন software লাগবে। যেমন-

  • #১. JDownloader (এটা দিয়ে আগে meadiafire file download করা যেত, এখন যায় না, :( তবে megaupload, hotfile, Rapidhsear এর জন্য এটা বেশ :) ) এটা দিয়ে নামানোর তরিকা।
  • #২. MIPONY একটা উরাস ধুরাস software যেটা ১০০% time resume করতে দিবে। “এজন্য আমার পছন্দ MIPONY”- এইটা কিন্তুক কোনো চায়ানা tv না। mediafire আর megashare যেকোনো ভাবেই হোক resume করতে দিবে।
  • #৩. IDM ঠেকায় পরলে use করিয়েন। এটা ছোটো ফাইল এর জন্য ভাল, অন্তত DAP এর চেয়ে অনেক ভাল।

এত গেল শুধু ডাউনলোড software এর কথা। এখন আসেন কোথায় গেলে যে ফাইলটা খুজছেন তা সহজে পাবেন। লাগবে shearing হোষ্ট search engine. ব্যবহার করতে পারেন FileTube। আমার ব্যবহার করা সবচেয়ে ভাল shearing হোষ্ট search engine. কিন্তু ইদানিং বাংলাদেশে এই সাইটে নূরানী ভাব নিচ্ছে। বেশির ভাগ সময় offline দেখায়। এজন্যই আছে সহজ PROXY.

এক নজরে—

  • ১. Filetube, Filehunt, Shareseeking etc যেকোন একটা সাইটে গিয়ে আপনার প্রয়োজনিয় ফাইল টি search দিন।
  • ২. ডাউনলোড লিংকটি নিয়ে আপনার install করা software টিতে দিন। বা লিংক grabber অন থাকলে নিজে নিজেই লিংক নিয়ে নিবে।
  • ৩. শুরু করুন উরা ধুরা ডাউনলোড।

+ যদি নিতান্তই Rapidshear আর Hotfile থেকে কোন ফাইল ডাউনলোডের প্রয়োজন হয় তবে এই Premium account generator[ Rapid8 ] টা ব্যাবহার করতে পারেন। তবে আগেই বলে রাখি এই সাইট প্রচুর pop up ads দেয়, আর সব সময় ঠিক মত লিংক generate করতে পারে না, যা খুবই বিরক্তিকর। ফাউ জিনিষের সব সময়ই কিছু না কিছু অসুবিধা থাকে।

এই সবগুলো কথা আমার মত নবিস ডাঊনলোডারদের জন্য। তাই কোন  PRO যদি এটা পড়ে  বিরক্ত হন তাহলে নিজ গুনে মাফ করবেন। :)

পড়ুন  ডাউনলোড ২:: Torrent Download

Level 0

আমি খালিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ফাইল গুলো মুলত ফরশেয়ারড এ পাই, তাই বেশিরভাগ সময়ে ওখান থেকে ডাউনলোড দেই, তবে এটার ফিচার মনে হচ্ছে প্রিমিয়াম টাইপের

    4seared থেকে নামাতে গেলে mipony ব্যবহার করতে পারেন। এটা ফ্রি ভাই, resume ও করতে পারবেন যখন তখন।

    ধইন্য পাতা

ডাউনলোডের জন্য একটা চমৎকার প্রাথমিক গাইড। আপনাকে ধন্যবাদ খালিদ ভাই।

    আপনাকে সহায়তা করতে পেরে আমি আনন্দিত। 🙂

Level 0

I needed this sort of things,could u please write something about torrent download for movie?

thanks

Next topic will be about torrent download, please wait.

Level 0

thank u very much good night

http://www.ahashare.com/
http://www.demonoid.com/
those are good web site for torrent download &also
http://thepiratebay.org/ ai search engine ta torrent down load ar jonno vhalo

দেখি কেমন।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

দারুন জিনিস । ৩গিগাবাইটের মেঘগাশেয়ারের একটা গেমস ডাউনলোড দিলাম। ট্রাই করার জন্য এই পর্যন্ত ৩বার রিজিউম দিয়েছি আশ্চর্য রিজিউম ডাউনলোড সাপোর্ট করছে কন ঝামেলা ছাড়াই । আপনাকে অনেক ধন্যবাদ । আমার এবার মেগাশেয়ারের সব গেমসগুলো ডাউনলোড করার।

ধন্যবাদ । প্রিয়তে

মজাই লাগ্ল

ভাল টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ভালো টিউন হয়েছে,
তবে ২১ নাম্বার লাইনে Shearing না হয়ে হবে Sharing
ভুলটি সংশোধন করে নিন

Level 0

Thanks