২০১০,২০১১,২০১২ সালের এস.এস.সি তে জি.পি.এ ৫ প্রাপ্তদের আগামী সিম দেবে টেলিটক

আপনি কি ২০১০, ২০১১,২০১২,২০১৩ কিংবা ২০১৪ সালের এস.এস.সি পরীক্ষার্থী??? 😀

আগামি সিম নিতে পারেন নি কোন কারণে?

চিন্তা নেই। 😀

২০১০, ২০১১,২০১২,২০১৩ ও ২০১৪ সালের এস.এস.সি এবং সমমানের পরীক্ষায়  জি.পি.এ ৫ প্রাপ্তদের

যারা কোন কারণে আগামী সিম নিতে পারেনি তাদের পুনরায় একটি সুযোগ করে দিয়েছে টেলিটক।

 

এক নজরে আগামী সিমের সুবিধা সমূহঃ

  •  দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ২৫ পয়সা/মিনিট।
  •  অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা।
  •  ২৫/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে।
  •  ১ জিবি ডাটা ১০০ টাকায় (২জি) ! মেয়াদ ৩০ দিন।
  •  ১ জিবি ডাটা ১৫০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন।
  •  ২০ এমবি ডাটা ৫ টাকায় (২জি) ! মেয়াদ ১দিন।
  •  ২০ এমবি ডাটা ৬ টাকায় (৩জি) ! মেয়াদ ১দিন।
  •  প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ মেগা ডাটা ও ২৫ টি ফ্রী এস.এম.এস. একদম ফ্রী !
  •  স্পেশাল সিরিজের নাম্বার !

যেভাবে আবেদন করতে হবেঃ

  • প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5, BoardRoll, Passing year, Mobile no লিখে 16222 এ SMS করতে হবে।

(এখানে এস.এস.সি.  এর, Passing Year 2013/2014, মোবাইল নাম্বার-আপনার নিজের যেকোন নাম্বার দিবেন।)

উদাহরণ – GPA5 Dhaka 123456 2014 01#########

  • ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন।
  •  এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://gpa5.teletalk.com.bd  অথবা এখানে  ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে।
  • সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে। সাবমিট এ ক্লিক করার পর আরেকটি  পেইজ আসবে। এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন।
  • প্রার্থীর বয়স ১৮ বা তার বেশি হলে নিজের নামে আবেদন করতে পারবে।
  • সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন। এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন। আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন। Identifier এ আপনার পরিচিত কারো নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন। তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন।
  • এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন। তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন।
  • তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন।
  • রেজিষ্ট্রেশন চলবে ৩১/১০/২০১৪ পর্যন্ত।

Level 0

আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Brother my “Agami package” turns into “Youth”. How can I revert my “Agami package” ?
Kindly help me …………………………………………………

    @masum al islam: contact with teletalk customer care… call 121 from ur teletalk number 🙂
    টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

Level 0

2009 er GPA 5 praptora ki pabe………?

Brother castomer care a call korer time kotokhon ?

Level New

ফর্মটি প্রিন্ট করার পর কি করবো?

    @Parish: ফরমটি প্রিন্ট করার পর আপাতত কাজ শেষ। রেজিষ্ট্রেশন এর সময় যে নাম্বারটি দেবেন সেই নাম্বার এ নির্দিষ্ট সময়ে মেসেজ আসবে। সেই মেসেজ এ দেওয়া তারিখ এ আপনাকে ফরমটি নিয়ে কাস্টমার কেয়ার এ যেতে হবে। কাজ শেষ 😀
    টিউমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

brother sim ta ki free dibe naki taka diye kinte hobe?

আমি আগে একবার রেজিষ্ট্রেশন করছিলাম কিন্তু কোন কারনে সিম তুলতে পারিনি আমার কি আবার রেজিষ্ট্রেশন করতে হবে?

@ranacpi: এটা সম্পূর্ণ ফ্রী। 😀

আমি এর আগে রেজিস্টেশন করেছিলাম …।। আমার বোন GPA-5 পেয়েছে … সেটা দিয়ে্‌, কিন্তু এডমিট কারড হারিয়া গেছিল তায় পায়নি…… আমি বলছি যে আমার ফ্রেন্ড এর রেজাল্ট দিয়া কি হবে রেজিস্টশন … আর এডমিত কারড লাগবে কি???

Level New

রেজিস্টেশন কার্ড থাকলে হবেনা? এডমিট কার্ড আমারটাও হারায়ে গেছে ।

আমি ২০১২ তে এস এস সি তে এ প্লাস পেয়েছিলাম। আমি রেজিস্ট্রেশন করেছি। আমি এবার ভোটার হচ্ছি কিন্তু আইডি কার্ড না আসায় আমি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারি নাই। এখন আমি যদি সিম না তুলি তাহলে পরবর্তীতে কি নতুন করে নিজের নামে রেজিস্ট্রেশন করে সিম তুলতে পারব?

আমি তো আব্বার নাম এ রেজিস্ট্রেসন করসি । তাকে কি সাথে নিয়া যাইতে হবে, সিম তোলার সময়???